সানজিদা সামরিন, ঢাকা
ইউটিউবে ‘ইশক ভিশক রিবাউন্ড’ চলচ্চিত্রে দর্শন রাভালের গাওয়া ‘সোনি সোনি’ গানটি এখন পর্যন্ত কত মিলিয়ন ভিউ পেয়েছে, তার হিসেব পরে। আগে রোহিত সারাফের কথায় আসি। হালের হার্টথ্রব এই গানটির জন্যই যেন হাজারো তরুণীর মন কেড়ে নিয়েছেন। ঘোর লাগা চাউনি তো বটেই, পোশাক আশাকেও দারুণ ফিটফাট তিনি। আশপাশে ঘাড় ঘোরালেই দেখবেন এই তারকার জন্য দিওয়ানা হয়ে যাওয়া কিশোরীদের মন জোগাতে কিশোর, এমনকি তরুণেরাও চুলটা আঁচড়ে নিচ্ছেন, হাতে ওভারসাইজড ব্রেসলেট জড়িয়ে নিচ্ছেন রোহিত সারাফের মতোই।
ফ্যাশন স্টেটমেন্টের প্রসঙ্গে রোহিত সারাফের কাছে প্রথম গুরুত্ব পায় ‘আরাম’। ওটিটি সিরিজ ‘মিসম্যাচড’ এর এই অভিনেতা বরাবরই দেখিয়েছেন, বোল্ড আউটফিটের সঙ্গে আরামকে কী করে সন্ধি করা যায়। মানে ট্রেন্ড আর আরাম এই দুইয়ের সম্মিলনই হলো রোহিত সারাফের ফ্যাশন ধারণা।
সূত্র: ফিল্মবিট
ছবি: ইনস্টাগ্রাম ও ফেসবুক
ইউটিউবে ‘ইশক ভিশক রিবাউন্ড’ চলচ্চিত্রে দর্শন রাভালের গাওয়া ‘সোনি সোনি’ গানটি এখন পর্যন্ত কত মিলিয়ন ভিউ পেয়েছে, তার হিসেব পরে। আগে রোহিত সারাফের কথায় আসি। হালের হার্টথ্রব এই গানটির জন্যই যেন হাজারো তরুণীর মন কেড়ে নিয়েছেন। ঘোর লাগা চাউনি তো বটেই, পোশাক আশাকেও দারুণ ফিটফাট তিনি। আশপাশে ঘাড় ঘোরালেই দেখবেন এই তারকার জন্য দিওয়ানা হয়ে যাওয়া কিশোরীদের মন জোগাতে কিশোর, এমনকি তরুণেরাও চুলটা আঁচড়ে নিচ্ছেন, হাতে ওভারসাইজড ব্রেসলেট জড়িয়ে নিচ্ছেন রোহিত সারাফের মতোই।
ফ্যাশন স্টেটমেন্টের প্রসঙ্গে রোহিত সারাফের কাছে প্রথম গুরুত্ব পায় ‘আরাম’। ওটিটি সিরিজ ‘মিসম্যাচড’ এর এই অভিনেতা বরাবরই দেখিয়েছেন, বোল্ড আউটফিটের সঙ্গে আরামকে কী করে সন্ধি করা যায়। মানে ট্রেন্ড আর আরাম এই দুইয়ের সম্মিলনই হলো রোহিত সারাফের ফ্যাশন ধারণা।
সূত্র: ফিল্মবিট
ছবি: ইনস্টাগ্রাম ও ফেসবুক
থাইল্যান্ড ভ্রমণ মানে বেশির ভাগ পর্যটকের কাছে ব্যাংক বা ফুকেট। কিন্তু যাঁরা প্রকৃতির কাছাকাছি গিয়ে ভ্রমণ উপভোগ করতে চান, তাঁদের জন্য উত্তরাঞ্চলের শহর চিয়াং মাই শহরকে স্বর্গ বললে ভুল হবে না। পাহাড়, নদী, অরণ্য আর সংস্কৃতির মেলবন্ধনে এই চিয়াং মাই শহর। এই গন্তব্যে কখন যাওয়া সবচেয়ে ভালো, সেটি আগে থাক
৪ ঘণ্টা আগেবিমানভাড়া দিন দিন বাড়ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে লাগেজের চার্জ। এ ছাড়া আছে সিট নির্বাচনের জন্য ফি, এমনকি খাবার-পানীয়ের জন্য অতিরিক্ত খরচ। বিমানের বিজ্ঞাপনে দেখানো ভাড়ার সঙ্গে অতিরিক্ত চার্জ যোগ করার বিষয়টি বিমানযাত্রীদের জন্য বিশাল এক মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।
৫ ঘণ্টা আগেসুইজারল্যান্ডের গ্রাউবুন্ডেন ক্যান্টনের ভেতরে অবস্থিত একটি শহর চুর; যাকে বলা হয় সুইজারল্যান্ডের প্রাচীনতম শহর। প্রাগৈতিহাসিক কালের পদচিহ্ন, রোমান সাম্রাজ্যের প্রতিধ্বনি এবং মধ্যযুগের মনোমুগ্ধকর আকর্ষণ নিয়ে এই শহর এক অনন্য ঐতিহ্য বহন করে।
৫ ঘণ্টা আগেদুধ দিয়ে সেমাই তো আছেই, তা ছাড়াও সেমাই দিয়ে কত ধরনের খাবারই না রান্না করা যায়! সবগুলোই অবশ্য ডেজার্ট। বাড়িতে কোনো আয়োজন থাকলে এবার সেমাই দিয়েই তাতে আনুন ভিন্ন স্বাদ। আপনাদের জন্য সে ধরনের একটি ডেজার্টের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
১০ ঘণ্টা আগে