ফারিয়া রহমান খান
অফিস শেষে কোনো একটা পার্টি আছে। বাড়ি ফিরে দ্রুত তৈরি হয়ে নিতে কাবার্ডে ঝোলানো লাল শাড়ি বা লাল রঙের পোশাকই এযাত্রায় আপনাকে বাঁচিয়ে দেবে। লাল যেহেতু আভিজাত্য়ের রং। তাই এ রঙের পোশাকে গর্জিয়াস লুক নিয়ে খুব একটা ভাবতে হয় না। লাল যেহেতু বোল্ড রং, তাই এর সঙ্গে পোশাকের সাজসজ্জা কেমন হবে, সেটা অবশ্যই জানা প্রয়োজন।
টুকটুকে লাল ঠোঁট
এই পোশাকের সঙ্গে লাল রঙের লিপস্টিকের ব্যবহার একই সঙ্গে ক্লাসিক এবং ক্লাসি একটা লুক দেয়। লাল লিপস্টিক ব্যবহারের ক্ষেত্রে আপনার বেজ মেকআপ অবশ্যই খুব ন্যাচারাল হতে হবে। হালকা মেকআপে লাল লিপস্টিক ব্যবহার করলে মুখের মূল আকর্ষণ হবে আপনার ঠোঁট। এ ক্ষেত্রে লাল লিপলাইনার দিয়ে ঠোঁটের কিনারা এঁকে নিয়ে তারপর লিপস্টিক দিয়ে বাকি অংশ পূরণ করবেন।
এভাবে লিপস্টিক দিলে ঠোঁটের আকারটা সুন্দরমতো ফুটে ওঠে এবং দীর্ঘ সময় পর্যন্ত লিপস্টিক স্থায়ী হয়।
ক্ল্যাসিক স্মোকি চোখ
সন্ধ্য়াবেলায় যদি পশ্চিমা ঘরানার কোনো লাল পোশাক পরেন, তাহলে ঠোঁটে লাল লিপস্টিক দিতে হবে, সঙ্গে চোখের সাজটাও হতে পারে স্মোকি। এ ক্ষেত্রে চোখের পাতায় কালো ও নিউট্রাল টোনের আইশ্যাডো ব্যবহার করে সাজটাকে করে তুলতে পারেন অনবদ্য।
ডানাকাটা চোখ
যদি আপনার চোখকে আকর্ষণের মূল কেন্দ্রবিন্দুতে রাখতে চান, তবে চোখের ওপর মোটা করে আইলাইনার টেনে দিন। আইলাইনার চোখের সীমা ছেড়ে খানিকটা বেশিই টানুন। কালো উইং আইলাইন যাকে বলে। এ ক্ষেত্রে লিপস্টিকের রং লাল বাদে অন্য যেকোনো নিউট্রাল রং হলে ভালো হয়। টানা কাজল বা ডানাকাটা চোখ যেকোনো পোশাকের সঙ্গেই খুব সুন্দর মানিয়ে যায়।
ন্যাচারাল মেকআপ লুক
খুব হালকা করে ফাউন্ডেশন বা বিবি ক্রিম ব্যবহার করুন। সঙ্গে ব্লাশ, কনসিলার ও হাইলাইটার খুবই হালকা করে ব্যবহার করুন, যাতে একটা ন্যাচারাল লুক তৈরি হয়।
সাজের সঙ্গে অলংকার
সোনালি বা লাল রঙের সঙ্গে খুব মানায়। লাল রঙের পোশাকের সঙ্গে অলংকার হালকা পরলেই ভালো। এ ক্ষেত্রে হাতে সোনালি ব্রেসলেট, কানে ছোট টপ, গলায় একটা গোল্ডেন চেইন ও আঙুলে আংটি পরলেই দেখতে চমৎকার লাগবে। বেশি কিছুর দরকার নেই। তবে লাল শাড়ি হলে হাতভর্তি লাল রেশমি চুরি ও একটু ভারী অলংকার পরলে বেশ মানাবে। সঙ্গে কপালে একটা টিপ দিতে যেন ভুলবেন না।
সূত্র: লঁরিয়েল প্যারিস ইউএসএ ও অন্যান্য
অফিস শেষে কোনো একটা পার্টি আছে। বাড়ি ফিরে দ্রুত তৈরি হয়ে নিতে কাবার্ডে ঝোলানো লাল শাড়ি বা লাল রঙের পোশাকই এযাত্রায় আপনাকে বাঁচিয়ে দেবে। লাল যেহেতু আভিজাত্য়ের রং। তাই এ রঙের পোশাকে গর্জিয়াস লুক নিয়ে খুব একটা ভাবতে হয় না। লাল যেহেতু বোল্ড রং, তাই এর সঙ্গে পোশাকের সাজসজ্জা কেমন হবে, সেটা অবশ্যই জানা প্রয়োজন।
টুকটুকে লাল ঠোঁট
এই পোশাকের সঙ্গে লাল রঙের লিপস্টিকের ব্যবহার একই সঙ্গে ক্লাসিক এবং ক্লাসি একটা লুক দেয়। লাল লিপস্টিক ব্যবহারের ক্ষেত্রে আপনার বেজ মেকআপ অবশ্যই খুব ন্যাচারাল হতে হবে। হালকা মেকআপে লাল লিপস্টিক ব্যবহার করলে মুখের মূল আকর্ষণ হবে আপনার ঠোঁট। এ ক্ষেত্রে লাল লিপলাইনার দিয়ে ঠোঁটের কিনারা এঁকে নিয়ে তারপর লিপস্টিক দিয়ে বাকি অংশ পূরণ করবেন।
এভাবে লিপস্টিক দিলে ঠোঁটের আকারটা সুন্দরমতো ফুটে ওঠে এবং দীর্ঘ সময় পর্যন্ত লিপস্টিক স্থায়ী হয়।
ক্ল্যাসিক স্মোকি চোখ
সন্ধ্য়াবেলায় যদি পশ্চিমা ঘরানার কোনো লাল পোশাক পরেন, তাহলে ঠোঁটে লাল লিপস্টিক দিতে হবে, সঙ্গে চোখের সাজটাও হতে পারে স্মোকি। এ ক্ষেত্রে চোখের পাতায় কালো ও নিউট্রাল টোনের আইশ্যাডো ব্যবহার করে সাজটাকে করে তুলতে পারেন অনবদ্য।
ডানাকাটা চোখ
যদি আপনার চোখকে আকর্ষণের মূল কেন্দ্রবিন্দুতে রাখতে চান, তবে চোখের ওপর মোটা করে আইলাইনার টেনে দিন। আইলাইনার চোখের সীমা ছেড়ে খানিকটা বেশিই টানুন। কালো উইং আইলাইন যাকে বলে। এ ক্ষেত্রে লিপস্টিকের রং লাল বাদে অন্য যেকোনো নিউট্রাল রং হলে ভালো হয়। টানা কাজল বা ডানাকাটা চোখ যেকোনো পোশাকের সঙ্গেই খুব সুন্দর মানিয়ে যায়।
ন্যাচারাল মেকআপ লুক
খুব হালকা করে ফাউন্ডেশন বা বিবি ক্রিম ব্যবহার করুন। সঙ্গে ব্লাশ, কনসিলার ও হাইলাইটার খুবই হালকা করে ব্যবহার করুন, যাতে একটা ন্যাচারাল লুক তৈরি হয়।
সাজের সঙ্গে অলংকার
সোনালি বা লাল রঙের সঙ্গে খুব মানায়। লাল রঙের পোশাকের সঙ্গে অলংকার হালকা পরলেই ভালো। এ ক্ষেত্রে হাতে সোনালি ব্রেসলেট, কানে ছোট টপ, গলায় একটা গোল্ডেন চেইন ও আঙুলে আংটি পরলেই দেখতে চমৎকার লাগবে। বেশি কিছুর দরকার নেই। তবে লাল শাড়ি হলে হাতভর্তি লাল রেশমি চুরি ও একটু ভারী অলংকার পরলে বেশ মানাবে। সঙ্গে কপালে একটা টিপ দিতে যেন ভুলবেন না।
সূত্র: লঁরিয়েল প্যারিস ইউএসএ ও অন্যান্য
টক দইয়ে চিনি, নাকি লবণ মেশাবেন, সেটা নির্ভর করছে দই খাওয়ার কারণের ওপর। অর্থাৎ কেন দই খাচ্ছেন, তার ওপর। দুটির স্বাস্থ্যের ওপর প্রভাব ভিন্ন ভিন্ন। টক দইয়ে উপস্থিত প্রচুর পুষ্টি উপাদান এবং প্রোবায়োটিকসের কারণে নিয়মিত টাটকা দই খাওয়া কিছু রোগ প্রতিরোধে সহায়ক হতে পারে।
১২ ঘণ্টা আগেবলিউড নায়িকারা মা হওয়ার পরও কী করে ফিট থাকেন, এটা নিয়ে সবারই প্রশ্ন। এরপরের প্রশ্নটি হলো, মা হওয়ার পরও কীভাবে তাঁরা ক্যারিয়ার সামলাচ্ছেন। ভোগ ম্যাগাজিনে প্রকাশিত একটি ফিচারে জানা গেছে, বলিউড তারকা মায়েদের প্যারেন্টিং বিষয়ে। এতে নতুন ও কর্মজীবী মায়েদেরও কিছু টিপস দিয়েছেন তাঁরা।
১৪ ঘণ্টা আগেকচি লাউ দিয়ে মজাদার ডেজার্ট তৈরি করা যায়। রাতে খাওয়ার পর মিষ্টি কিছু খেতে ইচ্ছা হওয়াটা দোষের কিছু নয়। লাউ দিয়েই বানিয়ে ফেলুন মজাদার বরফি। আপনাদের জন্য লাউয়ের বরফির রেসিপি ও ছবি দিয়েছেন রন্ধনশিল্পী সানিয়া সোমা।
২ দিন আগেবলা হয়, ফ্যাশন উইকগুলোয় র্যাম্পে মডেলরা যেসব পোশাক পরে হেঁটে বেড়ান, সেগুলো আদৌ সাধারণ মানুষের আলমারিতে তোলার উপযোগী নয়। তাহলে অত দামি ফ্যাব্রিক গায়ে তোলেন কারা? হ্যাঁ, বলিউডের সোনম বা আলিয়াদের গায়ে কখনো কখনো রানওয়ে পোশাকের নকশা বা প্রিন্ট দেখা যায়; তবে সেখানেও প্রশ্ন যে উদ্ভট নকশাওয়ালা পোশাকগুলো..
২ দিন আগে