আফরোজা পারভীন
প্রশ্ন: এখন তো রোজা। তা ছাড়া গরমও পড়তে শুরু করেছে। আমার ত্বক শুষ্ক। পানিশূন্যতার কারণে ত্বক আরও বেশি শুষ্ক হয়ে পড়ে এ সময়। দিনে কতবার, কোন কোন সময়ে স্নান করলে শরীর ও ত্বক ভালো থাকবে? সিদ্রাতুন সাদিয়া, ঢাকা
উত্তর: গরমের সময় অনেকে রাতে ঘুমানোর আগে গোসল করেন। এতে ঘুম ভালো হয়। শীতকালে শরীরের তাপমাত্রা কম থাকে বলে দ্রুত ঘুমাতে খুব একটা অসুবিধা হয় না। কিন্তু গরমের সময় ত্বক এমনিতেই গরম থাকে। ফলে ঘুমানোর আগে যদি অল্প সময়ের একটা গোসল সেরে ফেলা যায়, তাহলে আরামবোধ হয়। তবে দিনে সর্বোচ্চ তিনবার গোসল করা যেতে পারে। তার বেশি কোনোভাবেই নয়।
প্রশ্ন: রান্নাঘরে কাজ করতে করতে আমার হাতের ত্বক খুব খসখসে ও কালচে হয়ে যায়। কী করলে হাতের ত্বক নরম এবং কালচে ভাব দূর হবে? লামিয়া, কুষ্টিয়া
উত্তর: হাতের ত্বক খুব খসখসে হলে কিছু খাবারে পরিবর্তন আনতে হবে। প্রয়োজনে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এর পাশাপাশি প্রতিবার হাত ধোয়ার সঙ্গে সঙ্গে হাতে অলিভ অয়েল বা ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে। ঠান্ডা পানি ব্যবহার না করে কুসুম গরম পানি ব্যবহার করলে উপকার পাবেন। কালচে ভাব দূর করতে হাতে লেবুর রসের সঙ্গে চিনি মিশিয়ে ঘষলে ধীরে ধীরে কালচে ভাব দূর হয়ে যাবে।
প্রশ্ন: গরমে ত্বকের ময়লা কাটাতে কোন ধরনের প্যাক ব্যবহার করতে পারি? সুমি ফারহানা, ঢাকা
উত্তর: গরমে যেহেতু অনেক বেশি ঘাম হয়, তাই ত্বকে ময়লা একটু বেশি জমে। সে জন্য সপ্তাহে অন্তত দুই দিন প্যাক লাগাতে হবে। এ সময় রোদের তাপ বেশি থাকার ফলে ত্বকে সানট্যান পড়ে। এটি দূর করতে টক দইয়ের সঙ্গে মধু মিশিয়ে ত্বকে লাগাতে পারেন। এই প্যাক ত্বকের ময়লা ও সানট্যান—দুটোই দূর করতে সাহায্য করবে। ত্বকের ময়লা কাটাতে মুলতানি মাটির সঙ্গে শসার রস মিশিয়েও ত্বকে ম্যাসাজ করা যেতে পারে। হালকা শুকিয়ে এলে তোয়ালে দিয়ে আলতো করে রগড়ে ধুয়ে ফেললে ত্বক অনেক পরিচ্ছন্ন দেখাবে।
পরামর্শ দিয়েছেন, আফরোজা পারভীন, রূপ বিশেষজ্ঞ স্বত্বাধিকারী রেড বিউটি স্যালন এবং কো-ফাউন্ডার ও ম্যানেজিং ডিরেক্টর, উজ্জ্বলা
প্রশ্ন: এখন তো রোজা। তা ছাড়া গরমও পড়তে শুরু করেছে। আমার ত্বক শুষ্ক। পানিশূন্যতার কারণে ত্বক আরও বেশি শুষ্ক হয়ে পড়ে এ সময়। দিনে কতবার, কোন কোন সময়ে স্নান করলে শরীর ও ত্বক ভালো থাকবে? সিদ্রাতুন সাদিয়া, ঢাকা
উত্তর: গরমের সময় অনেকে রাতে ঘুমানোর আগে গোসল করেন। এতে ঘুম ভালো হয়। শীতকালে শরীরের তাপমাত্রা কম থাকে বলে দ্রুত ঘুমাতে খুব একটা অসুবিধা হয় না। কিন্তু গরমের সময় ত্বক এমনিতেই গরম থাকে। ফলে ঘুমানোর আগে যদি অল্প সময়ের একটা গোসল সেরে ফেলা যায়, তাহলে আরামবোধ হয়। তবে দিনে সর্বোচ্চ তিনবার গোসল করা যেতে পারে। তার বেশি কোনোভাবেই নয়।
প্রশ্ন: রান্নাঘরে কাজ করতে করতে আমার হাতের ত্বক খুব খসখসে ও কালচে হয়ে যায়। কী করলে হাতের ত্বক নরম এবং কালচে ভাব দূর হবে? লামিয়া, কুষ্টিয়া
উত্তর: হাতের ত্বক খুব খসখসে হলে কিছু খাবারে পরিবর্তন আনতে হবে। প্রয়োজনে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এর পাশাপাশি প্রতিবার হাত ধোয়ার সঙ্গে সঙ্গে হাতে অলিভ অয়েল বা ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে। ঠান্ডা পানি ব্যবহার না করে কুসুম গরম পানি ব্যবহার করলে উপকার পাবেন। কালচে ভাব দূর করতে হাতে লেবুর রসের সঙ্গে চিনি মিশিয়ে ঘষলে ধীরে ধীরে কালচে ভাব দূর হয়ে যাবে।
প্রশ্ন: গরমে ত্বকের ময়লা কাটাতে কোন ধরনের প্যাক ব্যবহার করতে পারি? সুমি ফারহানা, ঢাকা
উত্তর: গরমে যেহেতু অনেক বেশি ঘাম হয়, তাই ত্বকে ময়লা একটু বেশি জমে। সে জন্য সপ্তাহে অন্তত দুই দিন প্যাক লাগাতে হবে। এ সময় রোদের তাপ বেশি থাকার ফলে ত্বকে সানট্যান পড়ে। এটি দূর করতে টক দইয়ের সঙ্গে মধু মিশিয়ে ত্বকে লাগাতে পারেন। এই প্যাক ত্বকের ময়লা ও সানট্যান—দুটোই দূর করতে সাহায্য করবে। ত্বকের ময়লা কাটাতে মুলতানি মাটির সঙ্গে শসার রস মিশিয়েও ত্বকে ম্যাসাজ করা যেতে পারে। হালকা শুকিয়ে এলে তোয়ালে দিয়ে আলতো করে রগড়ে ধুয়ে ফেললে ত্বক অনেক পরিচ্ছন্ন দেখাবে।
পরামর্শ দিয়েছেন, আফরোজা পারভীন, রূপ বিশেষজ্ঞ স্বত্বাধিকারী রেড বিউটি স্যালন এবং কো-ফাউন্ডার ও ম্যানেজিং ডিরেক্টর, উজ্জ্বলা
চল্লিশ বছর বয়সের পর চোখের নিচে বলিরেখা দেখা, ত্বকের অনুজ্জ্বল ভাব আরও স্পষ্ট হতে শুরু করে। এ সময় যত ব্যস্তই থাকুন না কেন, দিনের একটু সময় নিজের জন্য বরাদ্দ রাখুন, নিজের যত্ন নিন। খাদ্যতালিকায় শরীর ও ত্বকের উপযোগী খাবারকে প্রাধান্য দিন। তবেই ত্বক হাসবে নতুন করে।
৭ ঘণ্টা আগেসারা দিন হাতের ত্বকের ওপর সূর্যরশ্মির প্রচণ্ড অত্যাচার চলে। ফলে খুব স্বাভাবিকভাবে হাতের ত্বকের রং মুখের ত্বকের তুলনায় গাঢ় হয়ে যায়। প্রায় সবার ক্ষেত্রে দেখা যায় মুখের রঙের তুলনায় হাতের রং একটু গাঢ়। ফলে পুরো দেহের ত্বকের রঙের এই ভারসাম্যহীনতা দূর করতে হাতের যত্ন নিতে হবে একটু মনে করেই।
১৭ ঘণ্টা আগেনবম থেকে এগারো শতকের জাপানে ছাতা ছিল কেবল ক্ষমতাবানদের ব্যবহার্য জিনিস। তখন শাসক বা ধর্মীয় নেতাদের মাথার ওপর সম্মান ও আধ্যাত্মিক ছায়ার প্রতীক হিসেবে দীর্ঘ হাতলযুক্ত বড় ছাতা ধরা হতো। বারো শতকের পর সাধারণ মানুষও ছাতা ব্যবহার শুরু করে।
১ দিন আগেড. উইনগার্ডের মতে, মশা কাকে বেশি কামড়াবে, তার ৮৫ শতাংশ নির্ভর করে আমাদের জেনেটিক বৈশিষ্ট্যের ওপর। তবে বাকি অংশ আমরা নিয়ন্ত্রণ করতে পারি কিছু সাধারণ অভ্যাস পরিবর্তনের মাধ্যমে। তিনি গ্রীষ্মকালে মশার হাত থেকে বাঁচতে ৫টি বৈজ্ঞানিক উপায় জানিয়েছেন।
১ দিন আগে