Ajker Patrika

যন্ত্রে পরিষ্কার ঘরবাড়ি

মিহিকা মৌরিন
যন্ত্রে পরিষ্কার ঘরবাড়ি

পরিচ্ছন্ন নিপাট একটি ঘর সবাই চায়। পরিচ্ছন্ন ঘর ইতিবাচক শক্তি আনে, মানসিকভাবে প্রফুল্ল রাখে। ঝকঝকে পরিষ্কার ঘর সুস্থ ও সুন্দর মনের জন্য খুবই প্রয়োজনীয়। তবে কর্মজীবী মানুষের পক্ষে এখনকার ব্যস্তজীবনে নিয়মিত সবকিছু পরিষ্কার রাখার চর্চা ধরে রাখা বেশ কঠিন ও সময়সাপেক্ষ। তাই ঘরের কাজগুলো সহজ করে ফেলতে নিতে পারেন পরিচ্ছন্নতাকারী গেজেটের সাহায্য। এই গেজেটগুলো বাড়ি সুন্দর রাখতে সাহায্য করবে এবং একই সঙ্গে বাঁচিয়ে দেবে বেশ খানিকটা 
সময় ও শ্রম। 

ইলেকট্রিক ব্লোয়ার
কম্পিউটার, কিবোর্ড, গেমিং কনসোল, ডিএসএলআর ক্যামেরাসহ স্পর্শকাতর ইলেকট্রনিক ডিভাইসে জমে থাকা ধুলা সহজে পরিষ্কার করা সম্ভব ইলেকট্রিক ব্লোয়ারের মাধ্যমে। বাতাসের গতিনিয়ন্ত্রণ করার জন্য সাধারণত ইলেকট্রিক ব্লোয়ারে দুই রকমের সেটিং থাকে—হাই ও লো। সাধারণত নিয়মিত পরিষ্কার করার জন্য লো সেটিংস যথেষ্ট। নকশা, ক্যাপাসিটি ও ব্লেডের আকারের ওপর এর কার্যক্ষমতা নির্ভর করে। শুধু এই ডিভাইসগুলো নয়, ঝুড়ি, ফ্যান, টোস্টার, এমনকি বইয়ের তাকে, শোপিস রাখার আলমারির আনাচকানাচে জমে থাকা ধুলা ইলেকট্রিক ব্লোয়ারের সাহায্যে পরিষ্কার করা যাবে। ভ্যাকুয়াম ক্লিনারের চেয়ে এর ব্যবহার বেশ সুবিধাজনক ও কার্যকর। 

কার্পেটে বসে যাওয়া দাগ তুলতে অথবা প্রায়ই ময়লা হয় এমন জায়গাগুলো নিয়মিত পরিষ্কার রাখতে কার্পেট স্টেইন-রিমুভাল ব্রাশ ব্যবহার করতে পারেন। যাঁদের বাড়িতে শিশু ও পোষা প্রাণী আছে, এ গেজেটটি তাঁদের জন্য বিশেষভাবে উপকারী। যে জায়গা পরিষ্কার করতে চাইছেন, সেখান থেকে আলগা ময়লা তুলে ফেলুন। অ্যাপ্লিকেটরে হালকা চাপ দিয়ে ফোম তৈরি করুন। দাগের ওপর ফোম ছড়িয়ে দিয়ে কিছুক্ষণ রেখে দিন। এরপর মুছে ফেলুন। ময়লা ও দাগ মোছার পাশাপাশি এটি দুর্গন্ধও দূর করে। প্রথমে ছোট একটি অংশে ফোম ব্যবহার করে নিশ্চিত হয়ে নিন কার্পেটের কোনো ক্ষতি হচ্ছে কি না।

হ্যান্ডহেল্ড স্ক্র্যাবার
হ্যান্ডহেল্ড স্ক্র্যাবার মিনিটে ৩০০ বারের মতো ঘুরতে পারে। এতে সামান্য সাবান বা ক্লিনার দিয়ে টাইলস বা কাচের দরজা-জানালা সহজে পরিষ্কার করা যাবে। স্ক্র্যাবারটি আকারে ছোট, এর সঙ্গে কোনো তার নেই। এটি ব্যবহার করার জন্য প্রথমে চার্জ করে নিতে হবে। একবার চার্জ করলে ৫০ মিনিটের মতো স্ক্র্যাব করা সম্ভব। স্ক্র্যাবারের সঙ্গে কয়েক ধরনের ব্রাশ রয়েছে। আপনি প্রয়োজন অনুযায়ী সেগুলো বদলে নিতে পারেন। বাথটাব বা শাওয়ার স্টল পরিষ্কার করতে হ্যান্ডহেল্ড স্ক্র্যাবার বেশ কার্যকর। এর হাতলটি বড়-ছোট করা যায় বলে ঘরের আনাচকানাচে সহজে পৌঁছাতে পারে।

অটোমেটিক মপঅটোমেটিক মপ
হ্যান্ডহেল্ড স্ক্র্যাবারের মতো আরেকটি ডিভাইস হলো অটোমেটিক মপ। এটি ইলেকট্রিক পাওয়ারে চলে। ব্যবহার করার আগে মেঝে থেকে ঝাড়ু দিয়ে বা ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে আলগা ধুলা পরিষ্কার করে নিন। রিফিলযোগ্য কম্পার্টমেন্টে আপনার পছন্দের টাইলস ও ফ্লোর পরিষ্কারক ঢেলে নিন। মপটি অন করলে 
এখান থেকে অল্প অল্প করে ক্লিনার বের হবে। টাইলস ও কাঠের জন্য এতে দুই রকমের ব্রাশ আছে। একটি স্ক্র্যাবারের কাজ করে, অন্যটি তার তুলনায় নরম আঁশ দিয়ে তৈরি। বড় আকারের বাড়ির জন্য অটোমেটিক মপ বেশ কাজে দেবে।

ওয়াশিং মেশিন
ঘরের সবচেয়ে সময়সাপেক্ষ ও শ্রমসাধ্য কাজগুলোর একটা হলো কাপড় ধোয়া। এ ক্ষেত্রে ওয়াশিং মেশিন খুব সহজেই আপনার জন্য একটি নির্ভরযোগ্য গেজেট হয়ে উঠতে পারে। সময় বাঁচানো অবশ্যই এর সবচেয়ে বড় সুবিধা। ওয়াশিং মেশিন ব্যবহারের সময় কিছু বিষয় মনে রাখা উচিত, যেমন রং ও ধরন অনুযায়ী পৃথকভাবে কাপড় ধুতে হবে। সঠিক পরিমাণে ডিটারজেন্ট, কাপড় নরমকারী উপাদান ও দাগ অপসারণকারী তরল ব্যবহার করতে হবে। ব্যবহারবিধি অনুযায়ী সঠিক সাইকেলটি ব্যবহার করতে হবে। মেশিন ভালো রাখার জন্য মাঝে মাঝে এটিকে পরিষ্কার করতে হবে।
ঘরবাড়ি পরিষ্কার রাখার কাজে গেজেট ব্যবহার এখন কোনো বিলাসিতা নয়; বরং ব্যস্ত শহুরে জীবনে এই গেজেটগুলো ভীষণ জরুরি। তবে যে গেজেটই ব্যবহার করুন না কেন, কেনার সময় আপনার প্রয়োজনের বিষয়টি বিবেচনায় রাখবেন। অযথাই পছন্দ হলেই কিছু কিনে ফেলবেন না। তাতে এক দিকে আপনার অর্থের অপচয় হবে, অন্য দিকে বিদ্যুতেরও অপচয় হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত