২০২১ সালে করোনার প্রকোপ খানিকটা কমার পর কমবেশি সবাই তক্কে তক্কে ছিলেন সুযোগ পেলেই বন্দী সাজ বাক্স খুলে সেজেগুজে বাইরে বের হওয়ার জন্য। প্রতিবছরই যে পোশাক-আশাকের সঙ্গে ছন্দ বদলায়, সঙ্গে মেকআপেরও, সে আমরা জানি। চলতি বছরে চোখের স্মোকি মেকআপের সঙ্গে সঙ্গে মন কেড়েছিল উইংড আইলাইনার, কর্নার লাইনার, ভারী ফলস ল্যাশ। এদিকে ডিউই স্কিন বলে খ্যাত চকচকে উজ্জ্বল মেকআপও আধিপত্য বিস্তার করেছে এ বছর।
অনেকেরই আবার পছন্দ ছিল আশির দশকের টকটকে ম্যাট লিপস্টিক ও রোজি ব্লাশঅন লুক। গুনতে গুনতে বছরের শেষ দিনে এসে পৌঁছেছি আমরা। রাত পোহালেই নতুন একটি দিন, নতুন বছর। সবাই চায়, নতুন বছরে রূপেগুণে নজর কাড়তে। সে জন্যই চলে তোড়জোড়। তার আগে আছে বছর শেষের দিনটিকে আনন্দের সঙ্গে পালন করার আয়োজন— বছর শেষের পার্টি বা গেট টুগেদার। এসব অনুষ্ঠানে কি আর সাদামাটাভাবে উপস্থিত হওয়া চলে?
রূপবিশেষজ্ঞ শারমিন কচি বলেন, ‘মেকআপ সব সময় এমন হওয়া উচিত, যা নিজেকে ছাপিয়ে যাবে না। এমন মেকআপ করা উচিত, যা নিজের প্রাকৃতিক সৌন্দর্যকে আরও সুন্দরভাবে ফুটিয়ে তুলবে। তবে বিশেষ দিনের জন্য মেকআপের ধরন একটু ভিন্নও হতে পারে।’
ভিন্ন হতে পারে বটে। মেকআপ আসলে একেবারেই নিজের পছন্দে হওয়া উচিত। ট্রেন্ড ফলো করতে পারেন। কিন্তু তাতেও নিজের একটু ছোঁয়া থাকলে আপনি হয়ে উঠবেন অনন্য। সব সময় ট্রেন্ড আপনার স্বতন্ত্র বৈশিষ্ট্য প্রকাশ করবে না। একজন মানুষ হিসেবে আপনার নিজস্বতা তুলে ধরতে হবে আপনাকেই। ট্রেন্ড সেটা তুলে ধরবে না।
ত্বকের প্রস্তুতি
শারমিন কচি বলেন, ‘মেকআপ করার আগে ত্বক প্রস্তুত করে নেওয়াটা খুবই জরুরি। এ সময়ে ত্বকে তুলনামূলক মরা কোষ বেশি থাকে। আর মরা কোষ পরিষ্কার না করে মেকআপ করলে তা ভালোভাবে বসে না।’ তাই মেকআপের আগে ত্বকের মরা কোষ ঝরিয়ে ফেলতে হবে। এর জন্য প্রথমে ত্বকের উপযোগী ক্লিনজার দিয়ে ভালোভাবে মুখ ধুয়ে নিতে হবে।
এরপর প্রয়োজনমতো চিনির সঙ্গে নারকেল বা অলিভ অয়েল মিশিয়ে ত্বকে ঘুরিয়ে ঘুরিয়ে ম্যাসাজ করতে হবে চিনি প্রায় মিহি হয়ে যাওয়া পর্যন্ত। তারপর মুখ ধুয়ে তোয়ালে চেপে মুখ মুছে নিতে হবে।
খুব ভালো হয় যদি পাঁচ মিনিট গরম পানির ভাপ নেওয়া যায়। তাহলে ত্বকের উপরিভাগে নরম হবে ও রোমকূপ খুলে যাবে। ভাপ নেওয়ার পর ত্বকের উপযোগী কোনো প্যাক লাগাতে পারেন। প্যাক তোলার পর বেশি করে পানির ঝাপটা দিন। মুখ মুছে অন্তত ৩ মিনিট বরফ ঘুষুন পুরো মুখে। এতে করে খুলে যাওয়া রোমকূপ বন্ধ হবে ও ত্বকে মেকআপ ভালোভাবে বসবে। বরফ ঘষে নেওয়ার পর মুখ মুছে ভালো কোনো ময়েশ্চারাইজার লাগাতে হবে। এরপর ত্বক তৈরি হবে মেকআপের জন্য।
সাজ ও পোশাক যেমন হবে
বছরের শেষ দিন সন্ধ্যা ও রাতের অনুষ্ঠানে যাওয়ার প্রস্তুতিতে কেমন পোশাক ও সাজ হওয়া উচিত? এ প্রসঙ্গে শারমিন কচি বলেন, ‘বছর শেষের পার্টি যেহেতু রাতেই হয়, সেহেতু একটু গাঢ় মেকআপই জুতসই। সে ক্ষেত্রে চোখের মেকআপ স্মোকি হতে পারে। যারা ওয়েস্টার্ন পোশাক পরবেন, তারা চুলটা ওয়েভি রাখলে ভালো লাগবে। যেহেতু আড্ডা, বারবিকিউ পার্টি বা ঘুরে বেড়ানোর ব্যাপারই থাকবে, সেহেতু চুল আঁটসাঁট করে বাঁধা ঠিক হবে না। এতে চলাফেরায় স্বাচ্ছন্দ্যবোধটা থাকবে না।’
তিনি জানান, থার্টি ফার্স্টে যেহেতু রাতের অনুষ্ঠানে ভারী মেকআপ করা হবে, সেহেতু নতুন বছরের প্রথম দিনে অনুষ্ঠান থাকলে হালকা মেকআপ করলে ভালো দেখাবে। পোশাকের ক্ষেত্রে রাতের বেলায় কালো বা যেকোনো গাঢ় রং পরলে মানাবে। তবে পোশাকের রঙের ক্ষেত্রে তিনি মনে করেন, ব্যক্তি নিজে যে রঙে স্বাচ্ছন্দ্যবোধ করেন, তাঁকে সে রঙেই সুন্দর লাগে। তবে সারাক্ষণ টিপটপ থাকতে ব্যাগে অবশ্যই রাখতে হবে চিরুনি, লিপস্টিক, হাইলাইটার ও ব্লাশঅন।
এড়িয়ে চলুন
সতর্ক থাকুন
২০২১ সালে করোনার প্রকোপ খানিকটা কমার পর কমবেশি সবাই তক্কে তক্কে ছিলেন সুযোগ পেলেই বন্দী সাজ বাক্স খুলে সেজেগুজে বাইরে বের হওয়ার জন্য। প্রতিবছরই যে পোশাক-আশাকের সঙ্গে ছন্দ বদলায়, সঙ্গে মেকআপেরও, সে আমরা জানি। চলতি বছরে চোখের স্মোকি মেকআপের সঙ্গে সঙ্গে মন কেড়েছিল উইংড আইলাইনার, কর্নার লাইনার, ভারী ফলস ল্যাশ। এদিকে ডিউই স্কিন বলে খ্যাত চকচকে উজ্জ্বল মেকআপও আধিপত্য বিস্তার করেছে এ বছর।
অনেকেরই আবার পছন্দ ছিল আশির দশকের টকটকে ম্যাট লিপস্টিক ও রোজি ব্লাশঅন লুক। গুনতে গুনতে বছরের শেষ দিনে এসে পৌঁছেছি আমরা। রাত পোহালেই নতুন একটি দিন, নতুন বছর। সবাই চায়, নতুন বছরে রূপেগুণে নজর কাড়তে। সে জন্যই চলে তোড়জোড়। তার আগে আছে বছর শেষের দিনটিকে আনন্দের সঙ্গে পালন করার আয়োজন— বছর শেষের পার্টি বা গেট টুগেদার। এসব অনুষ্ঠানে কি আর সাদামাটাভাবে উপস্থিত হওয়া চলে?
রূপবিশেষজ্ঞ শারমিন কচি বলেন, ‘মেকআপ সব সময় এমন হওয়া উচিত, যা নিজেকে ছাপিয়ে যাবে না। এমন মেকআপ করা উচিত, যা নিজের প্রাকৃতিক সৌন্দর্যকে আরও সুন্দরভাবে ফুটিয়ে তুলবে। তবে বিশেষ দিনের জন্য মেকআপের ধরন একটু ভিন্নও হতে পারে।’
ভিন্ন হতে পারে বটে। মেকআপ আসলে একেবারেই নিজের পছন্দে হওয়া উচিত। ট্রেন্ড ফলো করতে পারেন। কিন্তু তাতেও নিজের একটু ছোঁয়া থাকলে আপনি হয়ে উঠবেন অনন্য। সব সময় ট্রেন্ড আপনার স্বতন্ত্র বৈশিষ্ট্য প্রকাশ করবে না। একজন মানুষ হিসেবে আপনার নিজস্বতা তুলে ধরতে হবে আপনাকেই। ট্রেন্ড সেটা তুলে ধরবে না।
ত্বকের প্রস্তুতি
শারমিন কচি বলেন, ‘মেকআপ করার আগে ত্বক প্রস্তুত করে নেওয়াটা খুবই জরুরি। এ সময়ে ত্বকে তুলনামূলক মরা কোষ বেশি থাকে। আর মরা কোষ পরিষ্কার না করে মেকআপ করলে তা ভালোভাবে বসে না।’ তাই মেকআপের আগে ত্বকের মরা কোষ ঝরিয়ে ফেলতে হবে। এর জন্য প্রথমে ত্বকের উপযোগী ক্লিনজার দিয়ে ভালোভাবে মুখ ধুয়ে নিতে হবে।
এরপর প্রয়োজনমতো চিনির সঙ্গে নারকেল বা অলিভ অয়েল মিশিয়ে ত্বকে ঘুরিয়ে ঘুরিয়ে ম্যাসাজ করতে হবে চিনি প্রায় মিহি হয়ে যাওয়া পর্যন্ত। তারপর মুখ ধুয়ে তোয়ালে চেপে মুখ মুছে নিতে হবে।
খুব ভালো হয় যদি পাঁচ মিনিট গরম পানির ভাপ নেওয়া যায়। তাহলে ত্বকের উপরিভাগে নরম হবে ও রোমকূপ খুলে যাবে। ভাপ নেওয়ার পর ত্বকের উপযোগী কোনো প্যাক লাগাতে পারেন। প্যাক তোলার পর বেশি করে পানির ঝাপটা দিন। মুখ মুছে অন্তত ৩ মিনিট বরফ ঘুষুন পুরো মুখে। এতে করে খুলে যাওয়া রোমকূপ বন্ধ হবে ও ত্বকে মেকআপ ভালোভাবে বসবে। বরফ ঘষে নেওয়ার পর মুখ মুছে ভালো কোনো ময়েশ্চারাইজার লাগাতে হবে। এরপর ত্বক তৈরি হবে মেকআপের জন্য।
সাজ ও পোশাক যেমন হবে
বছরের শেষ দিন সন্ধ্যা ও রাতের অনুষ্ঠানে যাওয়ার প্রস্তুতিতে কেমন পোশাক ও সাজ হওয়া উচিত? এ প্রসঙ্গে শারমিন কচি বলেন, ‘বছর শেষের পার্টি যেহেতু রাতেই হয়, সেহেতু একটু গাঢ় মেকআপই জুতসই। সে ক্ষেত্রে চোখের মেকআপ স্মোকি হতে পারে। যারা ওয়েস্টার্ন পোশাক পরবেন, তারা চুলটা ওয়েভি রাখলে ভালো লাগবে। যেহেতু আড্ডা, বারবিকিউ পার্টি বা ঘুরে বেড়ানোর ব্যাপারই থাকবে, সেহেতু চুল আঁটসাঁট করে বাঁধা ঠিক হবে না। এতে চলাফেরায় স্বাচ্ছন্দ্যবোধটা থাকবে না।’
তিনি জানান, থার্টি ফার্স্টে যেহেতু রাতের অনুষ্ঠানে ভারী মেকআপ করা হবে, সেহেতু নতুন বছরের প্রথম দিনে অনুষ্ঠান থাকলে হালকা মেকআপ করলে ভালো দেখাবে। পোশাকের ক্ষেত্রে রাতের বেলায় কালো বা যেকোনো গাঢ় রং পরলে মানাবে। তবে পোশাকের রঙের ক্ষেত্রে তিনি মনে করেন, ব্যক্তি নিজে যে রঙে স্বাচ্ছন্দ্যবোধ করেন, তাঁকে সে রঙেই সুন্দর লাগে। তবে সারাক্ষণ টিপটপ থাকতে ব্যাগে অবশ্যই রাখতে হবে চিরুনি, লিপস্টিক, হাইলাইটার ও ব্লাশঅন।
এড়িয়ে চলুন
সতর্ক থাকুন
সম্প্রতি নেপাল সরকার ঘোষণা করেছে, দেশের দূরবর্তী পশ্চিমাঞ্চলের ৯৭টি পাহাড়ে চূড়ায় ওঠার ফি আগামী দুই বছরের জন্য সম্পূর্ণ মওকুফ থাকবে। এই ৯৭টি পাহাড়ের মধ্যে ২০টি নেপালের একেবারে সুদূর পশ্চিম প্রদেশে এবং ৭৭টি কার্নালি প্রদেশে অবস্থিত। এই অঞ্চলগুলোকে নেপালের কম উন্নত ও দরিদ্র এলাকা হিসেবে ধরা হয়।
২ ঘণ্টা আগেহিমালয়ের অষ্টম উচ্চতম পর্বত মানাসলু অভিযানে যাচ্ছেন বাংলাদেশের পর্বতারোহী তৌফিক আহমেদ তমাল। ৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে তাঁর মূল অভিযান। রাজধানীর বাংলামোটরের বিশ্বসাহিত্য কেন্দ্রে ‘অলটিটিউড হান্টার বিডি’র ‘মানাসলুর প্রকৃত শিখরে পৌঁছানোর প্রয়াস’ শীর্ষক অনুষ্ঠানে তমালের হাতে জাতীয় পতাকা তুলে দেওয়া হয়।
১৩ ঘণ্টা আগেচীনে সাম্প্রতিক সময়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে অ্যাডাল্ট প্যাসিফায়ার বা প্রাপ্তবয়স্কদের চুষনি। এগুলো আকারে বড় এবং বৈচিত্র্যময় নকশায় বিশেষভাবে প্রাপ্তবয়স্কদের জন্য তৈরি। দাঁত বিশেষজ্ঞরা এই প্রবণতাকে ঝুঁকিপূর্ণ বলে সতর্ক করেছেন।
১৫ ঘণ্টা আগেসিদ্ধান্ত গ্রহণ কোনো জাদুবিদ্যা নয়, এটা চর্চার বিষয়। আপনি যত বেশি সিদ্ধান্ত নেবেন, তত বেশি শিখবেন। ভুল করলেও পিছিয়ে যাবেন না। মনে রাখবেন, আপনি সিদ্ধান্তের দাস নন, বরং সিদ্ধান্ত আপনার নিয়ন্ত্রণে! সিদ্ধান্ত গ্রহণের দক্ষতাও অনুশীলনের মাধ্যমে বাড়ে। প্রতিদিন ছোট ছোট সিদ্ধান্ত নেওয়ার অভ্যাস করুন।
১৬ ঘণ্টা আগে