বাংলার জমিদার ও ইউরোপীয় নীলকরদের অত্যাচার থেকে কৃষকদের সংগঠিত করেছিলেন তিতুমীর। তাঁদের রক্ষা করতে লড়াই করেছিলেন। প্রতিরোধ গড়ে তুলেছিলেন বাঁশের কেল্লা থেকে। ব্রিটিশ সেনাদের সঙ্গে যুদ্ধ করার সময় বাঁশের কেল্লাতেই শহীদ হন তিনি। ভারতীয় উপমহাদেশের স্বাধীনতাসংগ্রামের ইতিহাসে তিতুমীর উজ্জ্বল এক নাম। ১৭৮২ সালের এই দিনে পৃথিবীতে এসেছিলেন তিনি।
তিতুমীর নামে পরিচিত হলেও তাঁর পুরো নাম সৈয়দ মীর নিসার আলী। পশ্চিমবঙ্গের ২৪ পরগণা জেলার বশিরহাট মহকুমার (কোনো কোনো সূত্র অনুযায়ী বারাসত মহকুমায়) চাঁদপুর গ্রামে তাঁর জন্ম। বাবার নাম সৈয়দ মীর হাসান আলী এবং মা আবিদা রোকেয়া খাতুন।
গ্রামের স্কুলে প্রাথমিক শিক্ষা শেষে স্থানীয় একটি মাদ্রাসায় লেখাপড়া করেন তিতুমীর। তিনি ইসলামি ধর্মশাস্ত্র, আইনশাস্ত্র, দর্শনসহ বিভিন্ন বিষয়ে পণ্ডিত ছিলেন। মাদ্রাসায় পড়ার সময় একজন দক্ষ কুস্তিগির হিসেবেও পরিচিতি পান।
তিতুমীর ১৮২২ সালে পবিত্র হজ পালনের জন্য মক্কায় যান। সেখানে বিখ্যাত ইসলামি ধর্মসংস্কারক ও বিপ্লবী নেতা সাইয়িদ আহমদ শহীদের সান্নিধ্যে আসেন। ১৮২৭ সালে মক্কা থেকে দেশে ফিরে চব্বিশ পরগনা ও নদীয়া জেলায় মুসলমানদের মধ্যে ইসলামি অনুশাসন প্রচার শুরু করেন। প্রাথমিক পর্যায়ে তাঁর আন্দোলনের লক্ষ্য ছিল সামাজিক ও ধর্মীয় সংস্কার। একপর্যায়ে মুসলমানদের ওপর অবৈধ কর আরোপের জন্য জমিদার কৃষ্ণদেব রায়ের সঙ্গে তিতুমীরের সংঘর্ষ হয়। পরে অন্য জমিদারদের সঙ্গেও তিতুমীরের লড়াই বাধে।
তিতুমীর নীলচাষিদের ব্রিটিশ নীলকর ও জমিদারদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করে তোলেন। নীলচাষিদের বিদ্রোহে বড় ভূমিকা ছিল অর্ধশতাব্দী ধরে তাঁদের ওপর ব্রিটিশ নীলকরদের নিপীড়ন। ঐতিহাসিক সুপ্রকাশ রায়ের ভাষায়, তিতুমীরের এই সংগ্রাম ছিল প্রকৃত কৃষক বিদ্রোহ, যার লক্ষ্য ছিল অত্যাচারী জমিদার ও নীলকর সাহেবরা।
জমিদারদের মোকাবিলা এবং কৃষকদের নিরাপত্তায় তিতুমীর একটি বাহিনী গড়ে তোলেন। সদস্যদের লাঠি ও দেশীয় অস্ত্র চালনায় প্রশিক্ষণ দেন। তাঁর অনুসারী ও ভাগনে গোলাম মাসুমকে বাহিনীর অধিনায়ক করা হয়। শঙ্কিত হয়ে জমিদারেরা তাঁর বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ শুরু করেন। গোবরডাঙ্গার জমিদারের ইন্ধনে ইংরেজ কুঠিয়াল ডেভিস তাঁর বাহিনী নিয়ে তিতুমীরের বিরুদ্ধে যুদ্ধে নেমে পড়নে। তবে এতে জয় হয় তিতুমীরেরই। তিতুমীরের সঙ্গে সংঘর্ষে গোবরা-গোবিন্দপুরের জমিদার নিহত হন। এ সময় তিতুমীর ইস্ট ইন্ডিয়া কোম্পানি সরকারের কাছে জমিদারদের অত্যাচারের বিরুদ্ধে অভিযোগ দেন। কিন্তু তাতে লাভ হয়নি।
একপর্যায়ে তিতুমীর ২৪ পরগণার কিছু অংশ, নদীয়া ও ফরিদপুরের একাংশ নিয়ে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করেন। অত্যাচারী জমিদার ও নীলকরদের বিরুদ্ধে তিতুমীরের এই বিদ্রোহ পরিচিত ‘বারাসতের বিদ্রোহ’ নামে।
১৮৩১ সালে বারাসতের কাছে নারিকেলবাড়িয়া গ্রামে একটি বাঁশের কেল্লা নির্মাণ করেন তিতুমীর ও তাঁর অনুসারীরা। সেখানে অস্ত্র জমা করেন তাঁরা। কলকাতা থেকে ইংরেজদের একটি বাহিনী তিতুমীরের সঙ্গে লড়াই করতে পাঠানো হয়। কিন্তু ইংরেজ ও জমিদারদের বাহিনী তিতুমীরের বাহিনীর কাছে পরাজিত হয়।
অবশেষে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্নেল স্টুয়ার্টের নেতৃত্বে পদাতিক, অশ্বারোহী ও বন্দুকধারী সৈন্যদের একটি বিশাল বাহিনী পাঠায় তিতুমীরের সঙ্গে লড়াই করতে। ১৮৩১ সালের ১৪ নভেম্বর ইংরেজ সেনারা তিতুমীরের বাহিনীর ওপর আক্রমণ চালায়। সাধারণ, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আধুনিক অস্ত্রসজ্জিত ইংরেজ বাহিনীকে প্রতিরোধ করতে না পেরে বাঁশের কেল্লায় আশ্রয় নেন তিতুমীর ও তাঁর সঙ্গীরা। ইংরেজদের কামানের গোলা বাঁশের কেল্লা সম্পূর্ণ বিধ্বস্ত করে দেয়। বহু অনুসারীসহ তিতুমীর যুদ্ধে শহীদ হন। দিনটি ছিল ১৮৩১ সালের ১৯ নভেম্বর।
সূত্র. বাংলাপিডিয়া, বিবিসি বাংলা, উইকিপিডিয়া
বাংলার জমিদার ও ইউরোপীয় নীলকরদের অত্যাচার থেকে কৃষকদের সংগঠিত করেছিলেন তিতুমীর। তাঁদের রক্ষা করতে লড়াই করেছিলেন। প্রতিরোধ গড়ে তুলেছিলেন বাঁশের কেল্লা থেকে। ব্রিটিশ সেনাদের সঙ্গে যুদ্ধ করার সময় বাঁশের কেল্লাতেই শহীদ হন তিনি। ভারতীয় উপমহাদেশের স্বাধীনতাসংগ্রামের ইতিহাসে তিতুমীর উজ্জ্বল এক নাম। ১৭৮২ সালের এই দিনে পৃথিবীতে এসেছিলেন তিনি।
তিতুমীর নামে পরিচিত হলেও তাঁর পুরো নাম সৈয়দ মীর নিসার আলী। পশ্চিমবঙ্গের ২৪ পরগণা জেলার বশিরহাট মহকুমার (কোনো কোনো সূত্র অনুযায়ী বারাসত মহকুমায়) চাঁদপুর গ্রামে তাঁর জন্ম। বাবার নাম সৈয়দ মীর হাসান আলী এবং মা আবিদা রোকেয়া খাতুন।
গ্রামের স্কুলে প্রাথমিক শিক্ষা শেষে স্থানীয় একটি মাদ্রাসায় লেখাপড়া করেন তিতুমীর। তিনি ইসলামি ধর্মশাস্ত্র, আইনশাস্ত্র, দর্শনসহ বিভিন্ন বিষয়ে পণ্ডিত ছিলেন। মাদ্রাসায় পড়ার সময় একজন দক্ষ কুস্তিগির হিসেবেও পরিচিতি পান।
তিতুমীর ১৮২২ সালে পবিত্র হজ পালনের জন্য মক্কায় যান। সেখানে বিখ্যাত ইসলামি ধর্মসংস্কারক ও বিপ্লবী নেতা সাইয়িদ আহমদ শহীদের সান্নিধ্যে আসেন। ১৮২৭ সালে মক্কা থেকে দেশে ফিরে চব্বিশ পরগনা ও নদীয়া জেলায় মুসলমানদের মধ্যে ইসলামি অনুশাসন প্রচার শুরু করেন। প্রাথমিক পর্যায়ে তাঁর আন্দোলনের লক্ষ্য ছিল সামাজিক ও ধর্মীয় সংস্কার। একপর্যায়ে মুসলমানদের ওপর অবৈধ কর আরোপের জন্য জমিদার কৃষ্ণদেব রায়ের সঙ্গে তিতুমীরের সংঘর্ষ হয়। পরে অন্য জমিদারদের সঙ্গেও তিতুমীরের লড়াই বাধে।
তিতুমীর নীলচাষিদের ব্রিটিশ নীলকর ও জমিদারদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করে তোলেন। নীলচাষিদের বিদ্রোহে বড় ভূমিকা ছিল অর্ধশতাব্দী ধরে তাঁদের ওপর ব্রিটিশ নীলকরদের নিপীড়ন। ঐতিহাসিক সুপ্রকাশ রায়ের ভাষায়, তিতুমীরের এই সংগ্রাম ছিল প্রকৃত কৃষক বিদ্রোহ, যার লক্ষ্য ছিল অত্যাচারী জমিদার ও নীলকর সাহেবরা।
জমিদারদের মোকাবিলা এবং কৃষকদের নিরাপত্তায় তিতুমীর একটি বাহিনী গড়ে তোলেন। সদস্যদের লাঠি ও দেশীয় অস্ত্র চালনায় প্রশিক্ষণ দেন। তাঁর অনুসারী ও ভাগনে গোলাম মাসুমকে বাহিনীর অধিনায়ক করা হয়। শঙ্কিত হয়ে জমিদারেরা তাঁর বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ শুরু করেন। গোবরডাঙ্গার জমিদারের ইন্ধনে ইংরেজ কুঠিয়াল ডেভিস তাঁর বাহিনী নিয়ে তিতুমীরের বিরুদ্ধে যুদ্ধে নেমে পড়নে। তবে এতে জয় হয় তিতুমীরেরই। তিতুমীরের সঙ্গে সংঘর্ষে গোবরা-গোবিন্দপুরের জমিদার নিহত হন। এ সময় তিতুমীর ইস্ট ইন্ডিয়া কোম্পানি সরকারের কাছে জমিদারদের অত্যাচারের বিরুদ্ধে অভিযোগ দেন। কিন্তু তাতে লাভ হয়নি।
একপর্যায়ে তিতুমীর ২৪ পরগণার কিছু অংশ, নদীয়া ও ফরিদপুরের একাংশ নিয়ে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করেন। অত্যাচারী জমিদার ও নীলকরদের বিরুদ্ধে তিতুমীরের এই বিদ্রোহ পরিচিত ‘বারাসতের বিদ্রোহ’ নামে।
১৮৩১ সালে বারাসতের কাছে নারিকেলবাড়িয়া গ্রামে একটি বাঁশের কেল্লা নির্মাণ করেন তিতুমীর ও তাঁর অনুসারীরা। সেখানে অস্ত্র জমা করেন তাঁরা। কলকাতা থেকে ইংরেজদের একটি বাহিনী তিতুমীরের সঙ্গে লড়াই করতে পাঠানো হয়। কিন্তু ইংরেজ ও জমিদারদের বাহিনী তিতুমীরের বাহিনীর কাছে পরাজিত হয়।
অবশেষে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্নেল স্টুয়ার্টের নেতৃত্বে পদাতিক, অশ্বারোহী ও বন্দুকধারী সৈন্যদের একটি বিশাল বাহিনী পাঠায় তিতুমীরের সঙ্গে লড়াই করতে। ১৮৩১ সালের ১৪ নভেম্বর ইংরেজ সেনারা তিতুমীরের বাহিনীর ওপর আক্রমণ চালায়। সাধারণ, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আধুনিক অস্ত্রসজ্জিত ইংরেজ বাহিনীকে প্রতিরোধ করতে না পেরে বাঁশের কেল্লায় আশ্রয় নেন তিতুমীর ও তাঁর সঙ্গীরা। ইংরেজদের কামানের গোলা বাঁশের কেল্লা সম্পূর্ণ বিধ্বস্ত করে দেয়। বহু অনুসারীসহ তিতুমীর যুদ্ধে শহীদ হন। দিনটি ছিল ১৮৩১ সালের ১৯ নভেম্বর।
সূত্র. বাংলাপিডিয়া, বিবিসি বাংলা, উইকিপিডিয়া
চীনের বেইজিং শহরের কেন্দ্রে অবস্থিত ‘নিষিদ্ধ শহর’ বা ফরবিডেন সিটি চীনের ইতিহাস ও স্থাপত্যের এক অমূল্য সম্পদ। ১৬৪৪ থেকে ১৯১২ সাল পর্যন্ত মিং ও কিং রাজবংশের সম্রাটদের আবাসস্থল হিসেবে এটি ব্যবহৃত হয়েছিল।
৫ ঘণ্টা আগেভ্রমণ সব বয়সের মানুষের জন্য আনন্দদায়ক অভিজ্ঞতা। তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের শরীর প্রয়োজনের ধরনও বদলায়। তাই বয়স্ক বা সিনিয়র নাগরিকদের জন্য ভ্রমণের আগে কিছু বাড়তি প্রস্তুতি নেওয়া জরুরি। স্বাস্থ্য, নিরাপত্তা, আরাম, খাওয়াদাওয়া—সবদিকেই বিশেষ মনোযোগ দেওয়া দরকার।
৭ ঘণ্টা আগেছোট হোক বা বড়, প্রায় সবার বাড়িতে একটি বুকশেলফ বা বইয়ের তাক থাকে। একটি বুকশেলফ দীর্ঘদিন ব্যবহার করা যায়, তা সে কাঠ, বেত, বাঁশ, প্লাইউড বা যে উপকরণেই তৈরি হোক। কিন্তু এমন যদি হয়, বহু পুরোনো বুকশেলফের কোনো অংশ ভেঙে গেছে, পায়া নষ্ট হয়ে গেছে বা এই বুকশেলফ পরিবর্তন করে
৮ ঘণ্টা আগেবিদেশ ভ্রমণে মোবাইল ফোনে যোগাযোগ অনেক সময় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায়। নতুন দেশে গিয়ে সিম কেনার আগপর্যন্ত নিয়মিত যোগাযোগ থেকে অনেক সময় বিচ্ছিন্ন থাকতে হয়। তবে এর বিকল্প হিসেবে দেশের সিম দিয়ে রোমিং সুবিধা নেন অনেকে। এর জন্য ডলারে পেমেন্ট করতে হয়। যেটি কারও কারও জন্য বিপত্তি তৈরি করে।
৯ ঘণ্টা আগে