কাশফিয়া আলম ঝিলিক, ঢাকা
নতুন জামা ছাড়া যেন ঈদটা জমে ওঠে না। সেই জামা পরে ঘুরে বেড়ানোর আনন্দই আলাদা। বয়সভেদে ঈদের আয়োজন একেক রকম হলেও নতুন জামা যেন সবার চাই-ই চাই। ঈদের দিনের জন্য নতুন জামা কেনার আয়োজন মানেই বিশেষ কিছু। অনেকে তো রমজান মাসের আগেই শুরু করেন ঈদের কেনাকাটা। আবার অনেকেই করেন ঈদের আগের দিনে। সামর্থ্য অনুযায়ী সবাই ঠিকই কিনে ফেলেন নতুন কাপড়। মার্কেটগুলোতে থাকে বেচাকেনার ব্যস্ততা। প্রতিবার বাহারি নামে আর ডিজাইনে আসে নতুন পোশাক। আর এসব পণ্যে থাকে বিশেষ আকর্ষণ।
কীভাবে সেজেছে ঈদবাজার? গাউছিয়া, চাঁদনী চক আর নিউমার্কেট ঘুরে দেখা গেছে, এবার সবচেয়ে চাহিদা আছে নায়রা কাটের জামার। বিশেষ ধরনের কাটের এই জামা কম বয়সী নারীদের আকর্ষণের লক্ষ্যবস্তু। তবে বিভিন্ন বয়সের নারীর পছন্দের তালিকায় রয়েছে এই কাট। বিক্রেতারা বলছেন, এবারের ঈদবাজারে নায়রা কাট, শারারা, ঘারারা ও গাউনের দিকে ঝুঁকছে মানুষ। পাশাপাশি অন্যান্য থ্রি পিস তো আছেই। নায়রা কাট পোশাক মূলত তিন ধরনের নকশার মধ্যে হয়ে থাকে। লম্বা এই কামিজগুলোর পায়জামার ডিজাইন ভিন্ন হয়, কিংবা কোনো জামার পাশে থাকে ফিতা দিয়ে বাঁধা নকশা।
গাউছিয়া মার্কেটের দোতলার বিভিন্ন দোকানে দেখা গেল, নায়রা কাট জামার দাম ৪ হাজার থেকে শুরু হয়ে সর্বোচ্চ ১০ হাজার টাকায় উঠেছে। নেট ও সিল্ক ধরনের কাপড়ের তৈরি এই পোশাক মূলত নকশার কারণে জনপ্রিয়তা পাচ্ছে।
পাশাপাশি নারীদের পছন্দের মধ্যে রয়েছে বড় ঘের দেওয়া পায়জামাসহ থ্রিপিস ঘারারা। জরি, স্টোন আর সুতার কাজ দিয়ে নকশা করা এই পোশাকের দাম ৩ হাজার থেকে ৬ হাজার টাকার মধ্যে। একটু ভারী নকশার জামা যাঁদের পছন্দ, তাঁদের কাছে আছে এই পোশাকের কদর। এ ছাড়া আছে বিভিন্ন নকশার গাউন, যেগুলো ২ হাজার থেকে ৪ হাজারের মধ্যে বিক্রি করছেন বিক্রেতারা।
চাঁদনী চকে পাকিস্তানি রং রসিয়া জামাগুলো বেশি বিক্রি হচ্ছে। এগুলো আড়াই থেকে সাড়ে ৫ হাজার টাকার মধ্যে পাচ্ছেন ক্রেতারা। জর্জেট কাপড়ের ওপরে সুতা ও হালকা চুমকি দিয়ে কাজ করা জামা, পায়জামা ও ওড়না এই পোশাকের মূল নকশা। বিক্রেতারা বলছেন, গরমের দিন হলেও এই কাপড়গুলো আরামদায়ক। পাকিস্তানি ও ভারতীয় থ্রিপিসগুলো দেদার বিক্রি হচ্ছে। পাশাপাশি চলছে মন্দাকিনির বিভিন্ন ভলিউম। যেগুলো তিন হাজার থেকে পাঁচ হাজার টাকায় মিলবে। এই পোশাকগুলো তরুণী, মধ্যবয়সী নারীসহ সবার পছন্দের তালিকায় রয়েছে। পাকিস্তানি নুরসও ভালো বিক্রি হচ্ছে বলে জানান বিক্রেতারা। ক্রেতারা নুরস পাচ্ছেন ৫ হাজার থেকে ৬ হাজার টাকার মধ্যে।
পাকিস্তানি বারিশ, মুসলিন অরগাঞ্জা ও সুতির থ্রিপিসে আছে বিশেষ ছাড়। মূল্যছাড়ে পাকিস্তানি বারিশ পাওয়া যাবে ৬৫০ থেকে শুরু করে ৯৫০ টাকার মধ্যে। সুতির থ্রিপিসগুলো ৪৫০ থেকে ১ হাজার টাকায় পাচ্ছেন ক্রেতারা।
নতুন জামা ছাড়া যেন ঈদটা জমে ওঠে না। সেই জামা পরে ঘুরে বেড়ানোর আনন্দই আলাদা। বয়সভেদে ঈদের আয়োজন একেক রকম হলেও নতুন জামা যেন সবার চাই-ই চাই। ঈদের দিনের জন্য নতুন জামা কেনার আয়োজন মানেই বিশেষ কিছু। অনেকে তো রমজান মাসের আগেই শুরু করেন ঈদের কেনাকাটা। আবার অনেকেই করেন ঈদের আগের দিনে। সামর্থ্য অনুযায়ী সবাই ঠিকই কিনে ফেলেন নতুন কাপড়। মার্কেটগুলোতে থাকে বেচাকেনার ব্যস্ততা। প্রতিবার বাহারি নামে আর ডিজাইনে আসে নতুন পোশাক। আর এসব পণ্যে থাকে বিশেষ আকর্ষণ।
কীভাবে সেজেছে ঈদবাজার? গাউছিয়া, চাঁদনী চক আর নিউমার্কেট ঘুরে দেখা গেছে, এবার সবচেয়ে চাহিদা আছে নায়রা কাটের জামার। বিশেষ ধরনের কাটের এই জামা কম বয়সী নারীদের আকর্ষণের লক্ষ্যবস্তু। তবে বিভিন্ন বয়সের নারীর পছন্দের তালিকায় রয়েছে এই কাট। বিক্রেতারা বলছেন, এবারের ঈদবাজারে নায়রা কাট, শারারা, ঘারারা ও গাউনের দিকে ঝুঁকছে মানুষ। পাশাপাশি অন্যান্য থ্রি পিস তো আছেই। নায়রা কাট পোশাক মূলত তিন ধরনের নকশার মধ্যে হয়ে থাকে। লম্বা এই কামিজগুলোর পায়জামার ডিজাইন ভিন্ন হয়, কিংবা কোনো জামার পাশে থাকে ফিতা দিয়ে বাঁধা নকশা।
গাউছিয়া মার্কেটের দোতলার বিভিন্ন দোকানে দেখা গেল, নায়রা কাট জামার দাম ৪ হাজার থেকে শুরু হয়ে সর্বোচ্চ ১০ হাজার টাকায় উঠেছে। নেট ও সিল্ক ধরনের কাপড়ের তৈরি এই পোশাক মূলত নকশার কারণে জনপ্রিয়তা পাচ্ছে।
পাশাপাশি নারীদের পছন্দের মধ্যে রয়েছে বড় ঘের দেওয়া পায়জামাসহ থ্রিপিস ঘারারা। জরি, স্টোন আর সুতার কাজ দিয়ে নকশা করা এই পোশাকের দাম ৩ হাজার থেকে ৬ হাজার টাকার মধ্যে। একটু ভারী নকশার জামা যাঁদের পছন্দ, তাঁদের কাছে আছে এই পোশাকের কদর। এ ছাড়া আছে বিভিন্ন নকশার গাউন, যেগুলো ২ হাজার থেকে ৪ হাজারের মধ্যে বিক্রি করছেন বিক্রেতারা।
চাঁদনী চকে পাকিস্তানি রং রসিয়া জামাগুলো বেশি বিক্রি হচ্ছে। এগুলো আড়াই থেকে সাড়ে ৫ হাজার টাকার মধ্যে পাচ্ছেন ক্রেতারা। জর্জেট কাপড়ের ওপরে সুতা ও হালকা চুমকি দিয়ে কাজ করা জামা, পায়জামা ও ওড়না এই পোশাকের মূল নকশা। বিক্রেতারা বলছেন, গরমের দিন হলেও এই কাপড়গুলো আরামদায়ক। পাকিস্তানি ও ভারতীয় থ্রিপিসগুলো দেদার বিক্রি হচ্ছে। পাশাপাশি চলছে মন্দাকিনির বিভিন্ন ভলিউম। যেগুলো তিন হাজার থেকে পাঁচ হাজার টাকায় মিলবে। এই পোশাকগুলো তরুণী, মধ্যবয়সী নারীসহ সবার পছন্দের তালিকায় রয়েছে। পাকিস্তানি নুরসও ভালো বিক্রি হচ্ছে বলে জানান বিক্রেতারা। ক্রেতারা নুরস পাচ্ছেন ৫ হাজার থেকে ৬ হাজার টাকার মধ্যে।
পাকিস্তানি বারিশ, মুসলিন অরগাঞ্জা ও সুতির থ্রিপিসে আছে বিশেষ ছাড়। মূল্যছাড়ে পাকিস্তানি বারিশ পাওয়া যাবে ৬৫০ থেকে শুরু করে ৯৫০ টাকার মধ্যে। সুতির থ্রিপিসগুলো ৪৫০ থেকে ১ হাজার টাকায় পাচ্ছেন ক্রেতারা।
বছরের পর বছর ধরে যদি প্রিয় ডেনিমের পোশাকগুলো পরতে চান, তাহলে যত্ন তো নিতেই হবে। কিছু উপায় জেনে নিলে যত্ন নেওয়াটাও হবে সহজ। আজ ৩০ এপ্রিল, ডেনিম দিবস। আজ থেকেই মেনে চলুন ডেনিমের পোশাক ভালো রাখার উপায়গুলো।
৪ ঘণ্টা আগেটক দইয়ে চিনি, নাকি লবণ মেশাবেন, সেটা নির্ভর করছে দই খাওয়ার কারণের ওপর। অর্থাৎ কেন দই খাচ্ছেন, তার ওপর। দুটির স্বাস্থ্যের ওপর প্রভাব ভিন্ন ভিন্ন। টক দইয়ে উপস্থিত প্রচুর পুষ্টি উপাদান এবং প্রোবায়োটিকসের কারণে নিয়মিত টাটকা দই খাওয়া কিছু রোগ প্রতিরোধে সহায়ক হতে পারে।
১৯ ঘণ্টা আগেবলিউড নায়িকারা মা হওয়ার পরও কী করে ফিট থাকেন, এটা নিয়ে সবারই প্রশ্ন। এরপরের প্রশ্নটি হলো, মা হওয়ার পরও কীভাবে তাঁরা ক্যারিয়ার সামলাচ্ছেন। ভোগ ম্যাগাজিনে প্রকাশিত একটি ফিচারে জানা গেছে, বলিউড তারকা মায়েদের প্যারেন্টিং বিষয়ে। এতে নতুন ও কর্মজীবী মায়েদেরও কিছু টিপস দিয়েছেন তাঁরা।
২১ ঘণ্টা আগেকচি লাউ দিয়ে মজাদার ডেজার্ট তৈরি করা যায়। রাতে খাওয়ার পর মিষ্টি কিছু খেতে ইচ্ছা হওয়াটা দোষের কিছু নয়। লাউ দিয়েই বানিয়ে ফেলুন মজাদার বরফি। আপনাদের জন্য লাউয়ের বরফির রেসিপি ও ছবি দিয়েছেন রন্ধনশিল্পী সানিয়া সোমা।
২ দিন আগে