Ajker Patrika

তেলের বোতল দিয়ে টব

আপডেট : ২১ অক্টোবর ২০২২, ১০: ৫৩
তেলের বোতল দিয়ে টব

রান্নার তেলের বোতলগুলোকে ফেলে না দিয়ে কিন্তু বারান্দার সৌন্দর্যবর্ধনের কাজে ব্যবহার করতে পারেন। হাতের কাছের কয়েকটি উপকরণ ব্যবহার করেই তেলের প্লাস্টিকের বোতল দিয়ে বানিয়ে ফেলা যায় টব।

যা যা লাগবে
⦁    ৫ লিটারের তেলের বোতল
⦁    হলুদ এনামেল রং
⦁    লাল ও সবুজ অ্যাক্রিলিক রং
⦁    সাদা আর্ট পেপার
⦁    কালো মার্কার পেন
⦁    কাঁচি
⦁    আইকা
⦁    তুলি

 যেভাবে তৈরি করবেন
⦁    বোতলের মুখের অংশ নিচে ও তলার অংশ ওপরে রেখে তলা থেকে তিন ইঞ্চি নিচ পর্যন্ত কেটে ফেলুন। 
⦁    এবার সবান-পানি ও স্পঞ্জ দিয়ে বোতলটির ভেতর ও বাইরের অংশ ভালোভাবে পরিষ্কার করে নিন। তারপর বোতলটি রোদে শুকোতে দিন।
⦁    শুকিয়ে গেলে বোতলটিতে হলুদ এনামেল রং করে নিন। এবার রং শুকানোর জন্য সময় দিন। 
⦁    বোতলের মুখের অংশ নিচে ও তলার অংশ ওপরে রাখুন। এবার বোতলের গায়ের রেখা ধরে এমন ভাবে লাল রং করুন যাতে পাগড়ির মতো দেখায়। ঠিক ছবির মতো।
⦁    এবার সাদা আর্ট পেপার গোল গোল করে কেটে নিন। কালো মার্কার পেন দিয়ে বর্ডার করুন গোল করে কাটা কাগজের চারপাশে। এই দুটো হবে চোখ। এবার বর্ডারের মাঝ বরাবর গোল করে মণি আঁকুন। আইকা দিয়ে চোখ দুটো বসিয়ে দিন।
⦁    লাল রং দিয়ে ঠোঁট এঁকে নিন।
⦁    এ ধরনের বোতলের গায়ে সাধারণত কিছু নকশা করাই থাকে। সেই নকশার ওপর রং করতে পারেন। 
⦁    রং শুকিয়ে গেলে বোতলের ভেতরে মাটি ভরে এরপর গাছ লাগাতে পারেন। জিআই তারের সাহায্যে বোতলটি ঝুলিয়ে দিতে পারেন বারান্দার গ্রিলের সঙ্গে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভিসা ছাড়া পাকিস্তান সফরের চুক্তি হতে পারে শিগগির

স্ত্রীকে হতে হবে নোরা ফাতেহির মতো, না খাইয়ে রেখে তিন ঘণ্টা করে ব্যায়াম করান স্বামী

ঢাকা কলেজের বাস ভাঙচুর, আবারও শিক্ষার্থীদের সংঘর্ষ, পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড

সাদাপাথর লুট: ৫১ ব্যক্তি ও প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতা পেয়েছে দুদক

বাংলা বলায় কলকাতার মার্কেটে ছুরি, বন্দুকের বাঁট ও হকিস্টিক নিয়ে ছাত্রদের ওপর হামলা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত