মুফতি আবু দারদা
ইসলামে শাবান মাসের ১৪ তারিখের রাতটি শবে বরাত হিসেবে পরিচিত। এই রাতের বিশেষ ফজিলত ও মর্যাদা ইসলামে স্বীকৃত। শবে বরাতের কয়েকটি আমল সম্পর্কে আলোকপাত করা হলো—
এক. ক্ষমাপ্রার্থনা: এই রাতে মহান আল্লাহ বান্দাদের প্রতি বিশেষভাবে মনোযোগী হন এবং ক্ষমা করেন। মহানবী (সা.) বলেন, ‘এই দিন সূর্যাস্তের পরই আল্লাহ দুনিয়ার আকাশে অবতরণ করেন এবং বলেন, ‘কে আছো ক্ষমা প্রার্থনাকারী, আমি তাকে ক্ষমা করে দেব। কে আছো রিজিকপ্রার্থী, আমি তাকে রিজিক দেব। কে আছ বিপদগ্রস্ত, আমি তাকে বিপদমুক্ত করব। ফজর হওয়া পর্যন্ত আল্লাহ তাআলা এ কথা বলতে থাকেন।’ (ইবন মাজাহ: ১৩৮৮)
দুই. নফল নামাজ ও নফল রোজা: এই রাতে বেশি পরিমাণে নফল নামাজ আদায় করা সুন্নত। বিশেষভাবে তাহাজ্জুদ নামাজ আদায় করা উচিত। তবে শবে বরাতের নির্দিষ্ট কোনো নামাজের কথা হাদিসে উল্লেখ নেই। আর পরদিন নফল রোজা রাখাও সুন্নত। মহানবী (সা.) বলেন, ‘যখন শাবান মাসের মধ্যবর্তী রাত আসবে, তখন তোমরা এ রাতে দাঁড়িয়ে নামাজ আদায় করবে এবং দিনে রোজা পালন করবে।’ (ইবন মাজাহ: ১৩৮৮)
তিন. কবর জিয়ারত করা: এই রাতে মহানবী (সা.) মদিনার জান্নাতুল বাকিতে গিয়ে কবর জিয়ারত করেছেন। তাই কবর জিয়ারত করা সুন্নত। আয়েশা (রা.) বলেন, ‘একবার রাতে আমি মহানবী (সা.)-কে না পেয়ে খুঁজতে থাকি। এরপর আমি তাঁকে জান্নাতুল বাকিতে দুই হাত তোলা অবস্থায় পেলাম।’ (ইবন মাজাহ: ১৩৮৯)
চার. দান-সদকা করা: এ রাতে ভালো খাবার খেলে ভাগ্য ভালো হবে—এই বিশ্বাসের কোনো ভিত্তি নেই। তাই নিজেদের জন্য আয়েশি খাবারের আয়োজন না করে অসহায় মানুষকে দান-সদকা করা এবং তাদের জন্য ভালো খাবার-দাবারের ব্যবস্থা করা উত্তম। মহানবী (সা.) বলেন, ‘সদকা গুনাহকে সেভাবে মিটিয়ে দেয়, যেভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়।’ (মুসনাদ আহমাদ: ২২১৩৩)
মুফতি আবু দারদা, ইসলামবিষয়ক গবেষক
ইসলামে শাবান মাসের ১৪ তারিখের রাতটি শবে বরাত হিসেবে পরিচিত। এই রাতের বিশেষ ফজিলত ও মর্যাদা ইসলামে স্বীকৃত। শবে বরাতের কয়েকটি আমল সম্পর্কে আলোকপাত করা হলো—
এক. ক্ষমাপ্রার্থনা: এই রাতে মহান আল্লাহ বান্দাদের প্রতি বিশেষভাবে মনোযোগী হন এবং ক্ষমা করেন। মহানবী (সা.) বলেন, ‘এই দিন সূর্যাস্তের পরই আল্লাহ দুনিয়ার আকাশে অবতরণ করেন এবং বলেন, ‘কে আছো ক্ষমা প্রার্থনাকারী, আমি তাকে ক্ষমা করে দেব। কে আছো রিজিকপ্রার্থী, আমি তাকে রিজিক দেব। কে আছ বিপদগ্রস্ত, আমি তাকে বিপদমুক্ত করব। ফজর হওয়া পর্যন্ত আল্লাহ তাআলা এ কথা বলতে থাকেন।’ (ইবন মাজাহ: ১৩৮৮)
দুই. নফল নামাজ ও নফল রোজা: এই রাতে বেশি পরিমাণে নফল নামাজ আদায় করা সুন্নত। বিশেষভাবে তাহাজ্জুদ নামাজ আদায় করা উচিত। তবে শবে বরাতের নির্দিষ্ট কোনো নামাজের কথা হাদিসে উল্লেখ নেই। আর পরদিন নফল রোজা রাখাও সুন্নত। মহানবী (সা.) বলেন, ‘যখন শাবান মাসের মধ্যবর্তী রাত আসবে, তখন তোমরা এ রাতে দাঁড়িয়ে নামাজ আদায় করবে এবং দিনে রোজা পালন করবে।’ (ইবন মাজাহ: ১৩৮৮)
তিন. কবর জিয়ারত করা: এই রাতে মহানবী (সা.) মদিনার জান্নাতুল বাকিতে গিয়ে কবর জিয়ারত করেছেন। তাই কবর জিয়ারত করা সুন্নত। আয়েশা (রা.) বলেন, ‘একবার রাতে আমি মহানবী (সা.)-কে না পেয়ে খুঁজতে থাকি। এরপর আমি তাঁকে জান্নাতুল বাকিতে দুই হাত তোলা অবস্থায় পেলাম।’ (ইবন মাজাহ: ১৩৮৯)
চার. দান-সদকা করা: এ রাতে ভালো খাবার খেলে ভাগ্য ভালো হবে—এই বিশ্বাসের কোনো ভিত্তি নেই। তাই নিজেদের জন্য আয়েশি খাবারের আয়োজন না করে অসহায় মানুষকে দান-সদকা করা এবং তাদের জন্য ভালো খাবার-দাবারের ব্যবস্থা করা উত্তম। মহানবী (সা.) বলেন, ‘সদকা গুনাহকে সেভাবে মিটিয়ে দেয়, যেভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়।’ (মুসনাদ আহমাদ: ২২১৩৩)
মুফতি আবু দারদা, ইসলামবিষয়ক গবেষক
ক্ষমতা বা রাজত্ব পেলে মানুষ আল্লাহ ভোলা হয়ে যায়। হয়ে ওঠে বেপরোয়া ও অহংকারী। দুর্বলের ওপর অবাধে চালায় অত্যাচার ও নিপীড়ন। আসলে ক্ষমতাসীনদের জন্য আল্লাহর পক্ষ থেকে এটা একটা বড় পরীক্ষা। ক্ষমতা পেয়ে বান্দা কেমন আচরণ করে, সেটাই দেখতে চান আল্লাহ তাআলা। তবে সবাই তো এক না।
১১ ঘণ্টা আগেআল্লাহ তাআলার অফুরন্ত নেয়ামতের অবারিত ঠিকানা জান্নাত। জান্নাতকে পার্থিব নেয়ামত দ্বারা আল্লাহ তাআলা সাজিয়েছেন—যা কোনো চোখ চোখ দেখেনি, কোনো কান শোনেনি এবং কোনো ব্যক্তির অন্তর তা কল্পনাও করতে পারেনি।
১৩ ঘণ্টা আগেমহান আল্লাহ আমাদের একমাত্র রিজিকদাতা। সমগ্র সৃষ্টিকুলের রিজিকের ব্যবস্থা তিনিই করে থাকেন। তাই রিজিকের সন্ধানে দিশেহারা নয়, বরং আল্লাহর ইবাদতে মগ্ন থাকা জরুরি। কোরআন ও হাদিসের আলোকে ৪টি আমল করলে রিজিক বৃদ্ধি হবে বলে আশা করা যায়।
১৪ ঘণ্টা আগেইসলামে দান-সদকা অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি আমল। পবিত্র কোরআন ও হাদিসে এর অসংখ্য ফজিলতের কথা উল্লেখ করা হয়েছে। সদকা কেবল দরিদ্রের প্রয়োজনই মেটায় না, বরং এটি বান্দা ও তার প্রতিপালকের মধ্যে সম্পর্ককে আরও মজবুত করে।
২১ ঘণ্টা আগে