Ajker Patrika

নামাজে সতর ঢাকা সম্পর্কে সতর্কতা

ইসলাম ডেস্ক 
ফাইল ছবি
ফাইল ছবি

অনেক সময় দেখা যায়, মুসল্লিরা সতর ঢাকার বিষয়ে সতর্ক থাকেন না। অনিচ্ছা সত্ত্বেও পোশাকের কারণে সতর খুলে যেতে পারে। যেমন যেসব পুরুষ শার্ট-প্যান্ট পরিধান করেন, তাঁদের ক্ষেত্রে এমনটি হতে পারে। শার্টের নিচের দিকের দৈর্ঘ্য কম হওয়া এবং টাইট প্যান্টের কারণে সিজদায় গেলে সতরের কিছু অংশ দেখা যেতে পারে। এসব ক্ষেত্রে নামাজের ক্ষতি হতে পারে।

কারণ নামাজে পুরুষের নাভির নিচ থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে রাখা ফরজ। নারীদের মুখমণ্ডল, দুই হাত কবজি পর্যন্ত ও টাখনুর নিচে পায়ের পাতা ছাড়া সব অঙ্গ ঢেকে রাখা ফরজ। তবে বিনা ওজরে পুরুষের মাথা, পেট-পিঠ, হাতের কনুই খোলা রেখে নামাজ পড়লে তা আদায় হবে; তবে মাকরুহ হবে। (ফতোয়ায়ে হিন্দিয়া ১ / ১০৬)

ঢেকে রাখা অঙ্গগুলোর কোনো একটির এক-চতুর্থাংশ বা এর অধিক ইচ্ছাকৃত এক মুহূর্তের জন্য খুললেও নামাজ নষ্ট হয়ে যাবে। আর যদি অনিচ্ছাকৃত এক-চতুর্থাংশ বা ততোধিক খুলে যায় এবং তিন তাসবিহ পরিমাণ সময় খোলা থাকলে নামাজ নষ্ট হয়ে যাবে। এক-চতুর্থাংশের কম হলে চাই ইচ্ছায় হোক বা অনিচ্ছায় নামাজ নষ্ট হবে না। যদি একাধিক জায়গায় সামান্য করে খোলা থাকে, তাহলে এর সমষ্টি ছোট একটি অঙ্গের এক-চতুর্থাংশ পরিমাণ হলেও নামাজ হবে না।’ (রদ্দুল মুহতার ১ / ৩৭৯)

নারীদের সতরের অন্তর্ভুক্ত, একটি চুলের এক-চতুর্থাংশ বা ততোধিক খুলে গেলেও নামাজ নষ্ট হয়ে যাবে। (তাবয়িনুল হাকায়েক: ১ / ৯৭)

পাতলা পোশাক, যাতে বাইরে থেকে ভেতরের অঙ্গগুলোর রং দেখা যায় তা দিয়েও নামাজ শুদ্ধ হবে না। (রদ্দুল মুহতার ১ / ৩৮১)।

তাই নিচে প্যান্ট পরিধানকারী, যাদের সতরের অংশবিশেষ খুলে যায়, তাদের নামাজ হচ্ছে কি না, তা ভাবার বিষয়। শর্তের মারপ্যাঁচে শুদ্ধ হলেও তা যে মাকরুহ হচ্ছে, তাতে কোনো সন্দেহ নেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত