যুদ্ধ বন্ধের পর যেভাবে শাসিত হবে গাজা, ৫ মূলনীতি দিলেন নেতানিয়াহু
বিবৃতি অনুযায়ী, মূলনীতিগুলো হলো—হামাসকে নিরস্ত্র করা, জীবিত অথবা মৃত সব জিম্মিকে ইসরায়েলে ফিরিয়ে নেওয়া, গাজা উপত্যকার সামরিকীকরণ ঠেকানো, গাজা উপত্যকায় ইসরায়েলের নিরাপত্তা নিয়ন্ত্রণ এবং হামাস অথবা প্যালেস্টাইন অথোরিটি বাদে অন্য একটি বিকল্প বেসামরিক প্রশাসন গঠন।