Ajker Patrika

অমিত শাহ একদিন ‘মীরজাফর’ হয়ে উঠবেন—মোদিকে সতর্ক করলেন মমতা

আজকের পত্রিকা ডেস্ক­
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

গুজরাট থেকে সর্বভারতীয় রাজনীতিতে বরাবরই পরস্পরের বিশ্বস্ত সঙ্গী মোদি ও অমিত শাহ। অনেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডান হাত বলেও দাবি করেন। কিন্তু সেই অমিত শাহ সম্পর্কে এবার মোদিকে সতর্ক করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, অমিত শাহকে এত বিশ্বাস করা ঠিক নয় মোদির। একদিন এই অমিত শাহ ‘মীরজাফর’ হয়ে উঠবেন।

ভারতীয় সংবাদমাধ্যম পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, আজ বুধবার উত্তরবঙ্গ থেকে ফিরে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও অভিযোগ করেন, অমিত শাহ ‘ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীর’ মতো আচরণ করছেন। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অনুরোধ করেছেন, যেন ‘সব সময় তাঁকে বিশ্বাস না করেন’।

প্রসঙ্গত, মীরজাফর ছিলেন ১৮ শ শতাব্দীর একজন সামরিক সেনাপতি। তিনি পলাশীর যুদ্ধে ব্রিটিশদের পক্ষ নিয়ে নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন। তার পর থেকে বিশ্বাসঘাতকতার প্রসঙ্গে মানুষ মীরজাফরের কথা বলে থাকে।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, অমিত শাহ হয়তো একদিন ‘মোদি সরকারের মীরজাফর’ হয়ে উঠবেন। নির্বাচন কমিশন ভোটার তালিকার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের (এসআইআর) নামে যা কিছু করছে, তা অমিত শাহের নির্দেশেই করছে।

মমতা সতর্ক করে বলেন, ‘আমরা প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি, তিনি যেন সব সময় অমিত শাহকে বিশ্বাস না করেন। সময় থাকতে সতর্ক হোন, কারণ সকালই দিন দেখিয়ে দেয়।’

মমতার এ মন্তব্য এমন এক সময়ে এল, যখন নির্বাচন কমিশনের (ইসি) বিরুদ্ধে বিরোধী দলের সমালোচনা বাড়ছে। বিরোধীরা ইসির বিরুদ্ধে বিজেপির নির্দেশে কাজ করার অভিযোগ তুলেছে। এ ছাড়া বিরোধীরা একাধিকবার বিহারের ভোটার তালিকায় (এসআইআর) বড় ধরনের অনিয়মের অভিযোগ করেছে।

মমতা প্রশ্ন করেন, ‘তাদের নেতা একটা বৈঠক করেন। তারপর এখানে এসে বলেন, তিনি বাংলার ভোটার তালিকা থেকে কয়েক লাখ নাম বাদ দেবেন। আমাকে বলুন, আমরা এখন একটা দুর্যোগপূর্ণ সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। বর্তমান পরিস্থিতিতে কি ১৫ দিনের মধ্যে এসআইআর প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব?’

উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারসহ একাধিক জেলার বন্যা পরিস্থিতি নিয়েও এ দিন কেন্দ্রকে আক্রমণ করেন মমতা। তাঁর দাবি, কেন্দ্র বাজেটে বাংলার বন্যার জন্য একটি টাকাও বরাদ্দ করেনি। কিন্তু নির্বাচনের সময় রাজ্যে এসে বড় বড় কথা বলে যান বিজেপি নেতারা। শুধু তাই নয়, বিপর্যয়ে থাকা উত্তরবঙ্গে বিমানের ভাড়া এক ধাক্কায় ১৮ হাজার করা হলো কোন যুক্তিতে, এ নিয়েও প্রশ্ন তোলেন মমতা।

গত আগস্টে কলকাতা সফর করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এ সময় তিনি বাংলার বিজেপি সাংসদদের সঙ্গে এসআইআর নিয়ে আলোচনা করেন। তখন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য অভিযোগ করেছিলেন, পশ্চিমবঙ্গে এসআইআর করা হলে ইসি ভুয়া ভোটারদের খুঁজে বের করবে—এই ভয়ে টিএমসি (তৃণমূল কংগ্রেস) চিন্তিত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিনা খরচে টাইফয়েডের টিকা পাবে ১৩ লাখ শিশু, পেতে যা করতে হবে

বাগরামে যুক্তরাষ্ট্রের উপস্থিতি ‘অগ্রহণযোগ্য’, পাকিস্তান–চীনের সঙ্গে এক সুর ভারতের

আমাকে ইসরায়েলের দখলদার বাহিনী অপহরণ করেছে: শহিদুল আলম

৭৫ কোটি টাকার কর ফাঁকি: এনবিআর কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

মহাসড়কের বেহাল দশা দেখতে গিয়ে নিজেই যানজটে আটকা উপদেষ্টা, রওনা দিলেন মোটরসাইকেলে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত