আজকের পত্রিকা ডেস্ক
যুক্তরাষ্ট্রে এক এক বন্দুকধারীর গুলিতে ইসরায়েলি দূতাবাসের দুই কর্মী নিহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল বুধবার রাত ৯টায় মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল রাজধানীর জিউয়িশ মিউজিয়াম বা জাদুঘরের সামনে এ ঘটনা ঘটে। এই ঘটনায় বন্দুকধারীকে আটক করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গুলি করার পর ‘ফ্রি প্যালেস্টাইন’ বলে স্লোগান দিচ্ছিলেন ওই ব্যক্তি। বর্তমানে তিনি পুলিশের হেফাজতে আছেন।
পুলিশ জানিয়েছে, একটি অনুষ্ঠান শেষে ক্যাপিটাল জিউইশ মিউজিয়াম থেকে বের হচ্ছিলেন ইসরয়েলি ওই দুই ব্যক্তি। এ সময় তাদের গুলি করেন ওই ব্যক্তি। নিহতদের নাম এখনো প্রকাশ করা হয়নি। তবে, হামলকারীর নাম-পরিচয় প্রকাশ করা হয়েছে।
স্থানীয় পুলিশ প্রধান পামেলা স্মিথ এক সংবাদ সম্মেলনে জানান, অভিযুক্ত ব্যক্তির নাম এলিয়াস রদ্রিগেজ। ৩০ বছর বয়সী ওই ব্যক্তি শিকাগোর বাসিন্দা। গুলি চালানোর আগে তাঁকে জাদুঘরের বাইরে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করতে দেখা যায়। হামলার পর রদ্রিগেজ জাদুঘরের ভেতরে প্রবেশের চেষ্টা করে। কিন্তু নিরাপত্তাকর্মীরা তাঁকে আটক করে।
সংবাদ সম্মেলনেই যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ইয়েখিয়েল লেইতার জানান, নিহত দুই তরুণ-তরুণীর খুব শিগগিরই বাগদান করার পরিকল্পনা ছিল। রাষ্ট্রদূত বলেন, ‘মেয়েটিকে বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য ছেলেটি এই সপ্তাহেই একটি আংটি কিনেছিল। পরিকল্পনা ছিল, আর কিছুদিনের মধ্যেই জেরুজালেম যাবেন তারা। সেখানে গিয়ে মেয়েটিকে বিয়ের প্রস্তাব দেওয়ার কথা ছিল।’
ঘটনার পরপরই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। নগরীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ করে দেওয়া হয়।
তাৎক্ষণিকভাবে এই ঘটনার নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রে ইহুদিবিদ্বেষের কোনো স্থান নেই বলে হুঁশিয়ারিও দেন তিনি। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘ওয়াশিংটন ডিসিতে ইসরায়েলি দূতাবাসের দুই কর্মীকে হত্যার ঘটনা ভয়ানক। এটি সুস্পষ্ট ইহুদিবিদ্বেষ। যুক্তরাষ্ট্রের মাটিতে বিদ্বেষ ও উগ্রপন্থার কোনো স্থান নেই। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। ঈশ্বর তাদের এই শোক সইবার শক্তি দিক।’
যুক্তরাষ্ট্রে এক এক বন্দুকধারীর গুলিতে ইসরায়েলি দূতাবাসের দুই কর্মী নিহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল বুধবার রাত ৯টায় মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল রাজধানীর জিউয়িশ মিউজিয়াম বা জাদুঘরের সামনে এ ঘটনা ঘটে। এই ঘটনায় বন্দুকধারীকে আটক করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গুলি করার পর ‘ফ্রি প্যালেস্টাইন’ বলে স্লোগান দিচ্ছিলেন ওই ব্যক্তি। বর্তমানে তিনি পুলিশের হেফাজতে আছেন।
পুলিশ জানিয়েছে, একটি অনুষ্ঠান শেষে ক্যাপিটাল জিউইশ মিউজিয়াম থেকে বের হচ্ছিলেন ইসরয়েলি ওই দুই ব্যক্তি। এ সময় তাদের গুলি করেন ওই ব্যক্তি। নিহতদের নাম এখনো প্রকাশ করা হয়নি। তবে, হামলকারীর নাম-পরিচয় প্রকাশ করা হয়েছে।
স্থানীয় পুলিশ প্রধান পামেলা স্মিথ এক সংবাদ সম্মেলনে জানান, অভিযুক্ত ব্যক্তির নাম এলিয়াস রদ্রিগেজ। ৩০ বছর বয়সী ওই ব্যক্তি শিকাগোর বাসিন্দা। গুলি চালানোর আগে তাঁকে জাদুঘরের বাইরে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করতে দেখা যায়। হামলার পর রদ্রিগেজ জাদুঘরের ভেতরে প্রবেশের চেষ্টা করে। কিন্তু নিরাপত্তাকর্মীরা তাঁকে আটক করে।
সংবাদ সম্মেলনেই যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ইয়েখিয়েল লেইতার জানান, নিহত দুই তরুণ-তরুণীর খুব শিগগিরই বাগদান করার পরিকল্পনা ছিল। রাষ্ট্রদূত বলেন, ‘মেয়েটিকে বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য ছেলেটি এই সপ্তাহেই একটি আংটি কিনেছিল। পরিকল্পনা ছিল, আর কিছুদিনের মধ্যেই জেরুজালেম যাবেন তারা। সেখানে গিয়ে মেয়েটিকে বিয়ের প্রস্তাব দেওয়ার কথা ছিল।’
ঘটনার পরপরই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। নগরীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ করে দেওয়া হয়।
তাৎক্ষণিকভাবে এই ঘটনার নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রে ইহুদিবিদ্বেষের কোনো স্থান নেই বলে হুঁশিয়ারিও দেন তিনি। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘ওয়াশিংটন ডিসিতে ইসরায়েলি দূতাবাসের দুই কর্মীকে হত্যার ঘটনা ভয়ানক। এটি সুস্পষ্ট ইহুদিবিদ্বেষ। যুক্তরাষ্ট্রের মাটিতে বিদ্বেষ ও উগ্রপন্থার কোনো স্থান নেই। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। ঈশ্বর তাদের এই শোক সইবার শক্তি দিক।’
ওয়াশিংটনে ছয় বছরের মধ্যে প্রথমবারের মতো তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, তুরস্কের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করে দেশটির কাছে আবারও নিজেদের তৈরি উন্নত এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির সুযোগ দেওয়া হতে পারে।
২ ঘণ্টা আগেইউক্রেনের রাজধানী কিয়েভের পাঁচ বছরের শিশু টিম হ্রিশচুক কল্পনাও করেনি, তার স্কুলজীবনের প্রথম দিনটি কাটাতে হবে ভূগর্ভস্থ আশ্রয়ে। ২ সেপ্টেম্বর সকালে যখন বিমান হামলার সাইরেন বাজল, তখন সে এবং তার সহপাঠীরা ক্লাসরুম ছেড়ে সোজা চলে যায় বাংকারে।
৩ ঘণ্টা আগেপ্রায় ৬০ বছর পর প্রথমবারের মতো জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিলেন সিরিয়ার কোনো নেতা। এ নেতা আর কেউ নন, সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ আল-শারা। তাঁর এ যাত্রা এক অপ্রত্যাশিত মাইলফলক। একসময় আবু মোহাম্মদ আল-জোলানি নামে পরিচিত শারা ছিলেন সিরিয়ার আল-কায়েদা শাখার নেতা।
৪ ঘণ্টা আগেব্যবসার সংকট কাটিয়ে ওঠার লক্ষ্যে বড় ধরনের পদক্ষেপ নিচ্ছে কফি জায়ান্ট স্টারবাকস। কোম্পানিটি ঘোষণা দিয়েছে, তাদের কয়েক শ ক্যাফে বন্ধ করে দেওয়া হবে এবং সদর দপ্তরে নতুন করে ছাঁটাই করা হবে। এসব উদ্যোগ নেওয়া হচ্ছে প্রতিষ্ঠানটির বর্তমান সিইও ব্রায়ান নিকোলের নেতৃত্বে।
৫ ঘণ্টা আগে