অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রে এক এক বন্দুকধারীর গুলিতে ইসরায়েলি দূতাবাসের দুই কর্মী নিহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল বুধবার রাত ৯টায় মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল রাজধানীর জিউয়িশ মিউজিয়াম বা জাদুঘরের সামনে এ ঘটনা ঘটে। এই ঘটনায় বন্দুকধারীকে আটক করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গুলি করার পর ‘ফ্রি প্যালেস্টাইন’ বলে স্লোগান দিচ্ছিলেন ওই ব্যক্তি। বর্তমানে তিনি পুলিশের হেফাজতে আছেন।
পুলিশ জানিয়েছে, একটি অনুষ্ঠান শেষে ক্যাপিটাল জিউইশ মিউজিয়াম থেকে বের হচ্ছিলেন ইসরয়েলি ওই দুই ব্যক্তি। এ সময় তাদের গুলি করেন ওই ব্যক্তি। নিহতদের নাম এখনো প্রকাশ করা হয়নি। তবে, হামলকারীর নাম-পরিচয় প্রকাশ করা হয়েছে।
স্থানীয় পুলিশ প্রধান পামেলা স্মিথ এক সংবাদ সম্মেলনে জানান, অভিযুক্ত ব্যক্তির নাম এলিয়াস রদ্রিগেজ। ৩০ বছর বয়সী ওই ব্যক্তি শিকাগোর বাসিন্দা। গুলি চালানোর আগে তাঁকে জাদুঘরের বাইরে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করতে দেখা যায়। হামলার পর রদ্রিগেজ জাদুঘরের ভেতরে প্রবেশের চেষ্টা করে। কিন্তু নিরাপত্তাকর্মীরা তাঁকে আটক করে।
সংবাদ সম্মেলনেই যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ইয়েখিয়েল লেইতার জানান, নিহত দুই তরুণ-তরুণীর খুব শিগগিরই বাগদান করার পরিকল্পনা ছিল। রাষ্ট্রদূত বলেন, ‘মেয়েটিকে বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য ছেলেটি এই সপ্তাহেই একটি আংটি কিনেছিল। পরিকল্পনা ছিল, আর কিছুদিনের মধ্যেই জেরুজালেম যাবেন তারা। সেখানে গিয়ে মেয়েটিকে বিয়ের প্রস্তাব দেওয়ার কথা ছিল।’
ঘটনার পরপরই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। নগরীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ করে দেওয়া হয়।
তাৎক্ষণিকভাবে এই ঘটনার নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রে ইহুদিবিদ্বেষের কোনো স্থান নেই বলে হুঁশিয়ারিও দেন তিনি। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘ওয়াশিংটন ডিসিতে ইসরায়েলি দূতাবাসের দুই কর্মীকে হত্যার ঘটনা ভয়ানক। এটি সুস্পষ্ট ইহুদিবিদ্বেষ। যুক্তরাষ্ট্রের মাটিতে বিদ্বেষ ও উগ্রপন্থার কোনো স্থান নেই। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। ঈশ্বর তাদের এই শোক সইবার শক্তি দিক।’
যুক্তরাষ্ট্রে এক এক বন্দুকধারীর গুলিতে ইসরায়েলি দূতাবাসের দুই কর্মী নিহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল বুধবার রাত ৯টায় মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল রাজধানীর জিউয়িশ মিউজিয়াম বা জাদুঘরের সামনে এ ঘটনা ঘটে। এই ঘটনায় বন্দুকধারীকে আটক করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গুলি করার পর ‘ফ্রি প্যালেস্টাইন’ বলে স্লোগান দিচ্ছিলেন ওই ব্যক্তি। বর্তমানে তিনি পুলিশের হেফাজতে আছেন।
পুলিশ জানিয়েছে, একটি অনুষ্ঠান শেষে ক্যাপিটাল জিউইশ মিউজিয়াম থেকে বের হচ্ছিলেন ইসরয়েলি ওই দুই ব্যক্তি। এ সময় তাদের গুলি করেন ওই ব্যক্তি। নিহতদের নাম এখনো প্রকাশ করা হয়নি। তবে, হামলকারীর নাম-পরিচয় প্রকাশ করা হয়েছে।
স্থানীয় পুলিশ প্রধান পামেলা স্মিথ এক সংবাদ সম্মেলনে জানান, অভিযুক্ত ব্যক্তির নাম এলিয়াস রদ্রিগেজ। ৩০ বছর বয়সী ওই ব্যক্তি শিকাগোর বাসিন্দা। গুলি চালানোর আগে তাঁকে জাদুঘরের বাইরে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করতে দেখা যায়। হামলার পর রদ্রিগেজ জাদুঘরের ভেতরে প্রবেশের চেষ্টা করে। কিন্তু নিরাপত্তাকর্মীরা তাঁকে আটক করে।
সংবাদ সম্মেলনেই যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ইয়েখিয়েল লেইতার জানান, নিহত দুই তরুণ-তরুণীর খুব শিগগিরই বাগদান করার পরিকল্পনা ছিল। রাষ্ট্রদূত বলেন, ‘মেয়েটিকে বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য ছেলেটি এই সপ্তাহেই একটি আংটি কিনেছিল। পরিকল্পনা ছিল, আর কিছুদিনের মধ্যেই জেরুজালেম যাবেন তারা। সেখানে গিয়ে মেয়েটিকে বিয়ের প্রস্তাব দেওয়ার কথা ছিল।’
ঘটনার পরপরই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। নগরীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ করে দেওয়া হয়।
তাৎক্ষণিকভাবে এই ঘটনার নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রে ইহুদিবিদ্বেষের কোনো স্থান নেই বলে হুঁশিয়ারিও দেন তিনি। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘ওয়াশিংটন ডিসিতে ইসরায়েলি দূতাবাসের দুই কর্মীকে হত্যার ঘটনা ভয়ানক। এটি সুস্পষ্ট ইহুদিবিদ্বেষ। যুক্তরাষ্ট্রের মাটিতে বিদ্বেষ ও উগ্রপন্থার কোনো স্থান নেই। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। ঈশ্বর তাদের এই শোক সইবার শক্তি দিক।’
রাজধানী ওয়াশিংটন ডিসি থেকে গৃহহীন মানুষদের উচ্ছেদ করতে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিরক্ষা বিভাগের এক কর্মকর্তার বরাতে জানা গেছে, আজ সোমবার (১১ আগস্ট) রাজধানীতে কয়েক শ ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী।
২ ঘণ্টা আগেগত ছয় বছরে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী প্রায় ২০ শতাংশ কমে সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৫০ হাজারে। গতকাল রোববার দেশটির ক্ষমতাসীন দলের এক এমপির প্রকাশিত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
২ ঘণ্টা আগেসম্প্রতি ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর এই ঘোষণার পরপরই ভারতে মার্কিন বহুজাতিক কোম্পানিগুলোর পণ্য বর্জনের ডাক উঠেছে। ম্যাকডোনাল্ডস, কোকা-কোলা, আমাজন ও অ্যাপলের মতো ব্র্যান্ডগুলো এখন অনলাইন-অফলাইনে (সামাজিক যোগাযোগমাধ্যম) তীব্র...
২ ঘণ্টা আগেফিলিপিনো কোস্ট গার্ডের মুখপাত্র কমোডর জে তারিয়েলা জানিয়েছেন, তাঁরা বিতর্কিত স্কারবরো শোল এলাকায় জেলেদের সহায়তা দিচ্ছিলেন। এ সময় চীনা কোস্ট গার্ড ঝুঁকিপূর্ণ কৌশল অবলম্বন করে। এর ফলে নিজেদের নৌযানের আঘাতে চীনা যুদ্ধজাহাজটির সামনের ডেকে বড়ধরনের ক্ষতি হয়েছে।
৩ ঘণ্টা আগে