মেক্সিকোর আলোচিত মাদকসম্রাট ইসমায়েল এল মায়ো জামবাদা এবং একসময়ের আলোচিত মাদকসম্রাট জোয়াকিন আর্চিভালদো গুজমান লোয়েরা তথা এল চ্যাপোর ছেলে জোয়াকিন গুজমান লোপেজকে গ্রেপ্তার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের এল পাসো থেকে গতকাল বৃহস্পতিবার তাঁদের গ্রেপ্তার করে মার্কিন কর্তৃপক্ষ।
ইসমায়েল জামবাদা জোয়াকিন আর্চিভালদো গুজমান লোয়েরা তথা এল চ্যাপোর অন্যতম সহযোগী ছিলেন। তাঁরা দুজনে মিলে মেক্সিকো তো বটেই বিশ্বের ইতিহাসে কুখ্যাত মাদক চক্র সিনোলা কার্টেল গড়ে তুলেছিলেন। পরে অবশ্য এল চ্যাপোকে মেক্সিকো থেকে নিয়ে আমৃত্যু কারাদণ্ড দেয় যুক্তরাষ্ট্র এবং তাঁকে উচ্চ নিরাপত্তার একটি কারাগারে রাখা হয়েছে।
এদিকে, জামবাদা ও জোয়াকিন গুজমান লোপেজের বিরুদ্ধে একাধিক অভিযোগ আছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের রাস্তায় রাস্তায় মাদকের বিস্তার ঘটানো অন্যতম। বিশেষ ফেনটানিলের মতো মাদকের বিস্তার ঘটানোর অভিযোগ আছে তাঁদের বিরুদ্ধে। এ মাদকের কারণে যুক্তরাষ্ট্রে ১৮ থেকে ৪৫ বছর বয়সসীমার মধ্যে বেশ কয়েক জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
জামবাদা ও এল চ্যাপোর ছেলের গ্রেপ্তারের বিষয়ে মার্কিন দুই কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ইসমায়েল এল মায়ো জামবাদা এবং জোয়াকিন গুজমান লোপেজ একটি ফ্লাইট থেকে টেক্সাসের এল পাসো বিমানবন্দরে অবতরণের পরপরই তাঁদের গ্রেপ্তার করা হয়।
গুজমান লোপেজ এল চ্যাপোর চার ছেলের একজন। যিনি ডাক নাম লস ক্যাপিতোস এ লিটল চ্যাপো নামেও পরিচিত। এই লিটল চ্যাপোই সিনোলা মাদক চক্রে তাঁর বাবার অংশের দেখভাল করতেন। এর আগে, লিটল চ্যাপোর ভাই অভিদিও গুজমানকে গত বছর মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্র নেওয়া হয়।
সাম্প্রতিক বছরগুলোতে সিনোলা কার্টেল বা মাদক চক্র যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। ধারণা করা হয়, এই চক্রই যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি পরিমাণ ফেনটানিল মাদক সরবরাহ করে থাকে। কেবল যুক্তরাষ্ট্র নয়, বিশ্বের অন্তত ৫০টি দেশে মাদক পাচার করে সিনোলা কার্টেল। এই গোষ্ঠী মেক্সিকোর সবচেয়ে শক্তিশালী মাদক চক্রের একটি।
মেক্সিকোর আলোচিত মাদকসম্রাট ইসমায়েল এল মায়ো জামবাদা এবং একসময়ের আলোচিত মাদকসম্রাট জোয়াকিন আর্চিভালদো গুজমান লোয়েরা তথা এল চ্যাপোর ছেলে জোয়াকিন গুজমান লোপেজকে গ্রেপ্তার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের এল পাসো থেকে গতকাল বৃহস্পতিবার তাঁদের গ্রেপ্তার করে মার্কিন কর্তৃপক্ষ।
ইসমায়েল জামবাদা জোয়াকিন আর্চিভালদো গুজমান লোয়েরা তথা এল চ্যাপোর অন্যতম সহযোগী ছিলেন। তাঁরা দুজনে মিলে মেক্সিকো তো বটেই বিশ্বের ইতিহাসে কুখ্যাত মাদক চক্র সিনোলা কার্টেল গড়ে তুলেছিলেন। পরে অবশ্য এল চ্যাপোকে মেক্সিকো থেকে নিয়ে আমৃত্যু কারাদণ্ড দেয় যুক্তরাষ্ট্র এবং তাঁকে উচ্চ নিরাপত্তার একটি কারাগারে রাখা হয়েছে।
এদিকে, জামবাদা ও জোয়াকিন গুজমান লোপেজের বিরুদ্ধে একাধিক অভিযোগ আছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের রাস্তায় রাস্তায় মাদকের বিস্তার ঘটানো অন্যতম। বিশেষ ফেনটানিলের মতো মাদকের বিস্তার ঘটানোর অভিযোগ আছে তাঁদের বিরুদ্ধে। এ মাদকের কারণে যুক্তরাষ্ট্রে ১৮ থেকে ৪৫ বছর বয়সসীমার মধ্যে বেশ কয়েক জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
জামবাদা ও এল চ্যাপোর ছেলের গ্রেপ্তারের বিষয়ে মার্কিন দুই কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ইসমায়েল এল মায়ো জামবাদা এবং জোয়াকিন গুজমান লোপেজ একটি ফ্লাইট থেকে টেক্সাসের এল পাসো বিমানবন্দরে অবতরণের পরপরই তাঁদের গ্রেপ্তার করা হয়।
গুজমান লোপেজ এল চ্যাপোর চার ছেলের একজন। যিনি ডাক নাম লস ক্যাপিতোস এ লিটল চ্যাপো নামেও পরিচিত। এই লিটল চ্যাপোই সিনোলা মাদক চক্রে তাঁর বাবার অংশের দেখভাল করতেন। এর আগে, লিটল চ্যাপোর ভাই অভিদিও গুজমানকে গত বছর মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্র নেওয়া হয়।
সাম্প্রতিক বছরগুলোতে সিনোলা কার্টেল বা মাদক চক্র যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। ধারণা করা হয়, এই চক্রই যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি পরিমাণ ফেনটানিল মাদক সরবরাহ করে থাকে। কেবল যুক্তরাষ্ট্র নয়, বিশ্বের অন্তত ৫০টি দেশে মাদক পাচার করে সিনোলা কার্টেল। এই গোষ্ঠী মেক্সিকোর সবচেয়ে শক্তিশালী মাদক চক্রের একটি।
মার্কিন যুক্তরাষ্ট্রের উইসকনসিনের সাবেক ট্রাক মেকানিক টিম ফ্রিড ১৮ বছর ধরে নিজ শরীরে কোবরা, মাম্বা, রেটলস্ন্যাকসহ ১৬ প্রজাতির প্রাণঘাতী সাপের বিষ প্রয়োগ করে এক ব্যতিক্রমী রোগ প্রতিরোধক্ষমতা গড়ে তুলেছেন। এর ফলে বিজ্ঞানীরা এখন তৈরি করতে পেরেছেন ইতিহাসের সবচেয়ে বিস্তৃত ও কার্যকর অ্যান্টিভেনম। এটি ভবিষ্
৯ ঘণ্টা আগে২০২০ সালে রাজকীয় দায়িত্ব ত্যাগ করে বিদেশে বসবাস শুরু করার পর হ্যারির নিরাপত্তা কমিয়ে আনা হয়েছিল। তখন থেকেই তিনি যুক্তরাজ্যে তাঁর জন্য নির্ধারিত নিরাপত্তাব্যবস্থাকে ‘নিম্ন মানের’ এবং ‘অসম আচরণ’ বলে দাবি করে আসছিলেন। কিন্তু আদালত তাঁর সেই যুক্তি প্রত্যাখ্যান করেছে।
৯ ঘণ্টা আগেগাজায় মানবিক সহায়তা পৌঁছানোর লক্ষ্যে রওনা হওয়া ‘ফ্রিডম ফ্লোটিলা’ জোটের একটি জাহাজ আন্তর্জাতিক পানিসীমায় ড্রোন হামলার শিকার হয়েছে। আজ শুক্রবার এক বিবৃতিতে সংগঠনটি জানিয়েছে, মাল্টার উপকূল থেকে ১৪ নটিক্যাল মাইল (প্রায় ২৫ কিলোমিটার) দূরে অবস্থান করা ওই জাহাজে দুটি ড্রোন হামলা চালানো হয়।
১০ ঘণ্টা আগেমিয়ানমারের ইয়াঙ্গুনে নয়নাভিরাম ইনয়া লেকের ধারে অবস্থিত নোবেলজয়ী নেত্রী অং সান সু চির ঐতিহাসিক উপনিবেশ আমলের বাসভবনটি। বাড়িটি বিক্রি করার জন্য টানা চতুর্থবারের মতো নিলামে তোলা হলেও কোনো ক্রেতা পাওয়া যায়নি।
১১ ঘণ্টা আগে