ইউটিউবে ‘রডিকুলাস’ নামে নিজের একটি পডকাস্টে দৈনন্দিন জীবন নিয়ে কথা বলেন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের বাসিন্দা রোসানা পানসিনো। পাঁচ বছর আগে লিউকোমিয়ায় আক্রান্ত হয়ে তাঁর বাবা মারা গিয়েছিলেন। এবার তিনি মৃত বাবার ছাইভস্ম গাঁজার সঙ্গে মিশিয়ে ধূমপান করে উড়িয়ে দিয়েছেন। দাবি করেছেন, বাবার শেষ ইচ্ছাকে সম্মান জানাতেই তিনি এমনটি করেছেন।
সোমবার ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, ৩৯ বছর বয়সী রোসানা একজন পেশাদার রাঁধুনি। তিনি তাঁর পডকাস্টের নতুন একটি পর্বে স্বীকার করেছেন, মৃত্যুর আগে তাঁর বাবা ইচ্ছা প্রকাশ করেছিলেন—যেন তাঁর ছাই একটি ‘গাঁজা গাছ’ জন্মানোর জন্য ব্যবহার করা হয়। আর তাঁর প্রিয়জনেরা যেন তাঁকে ধূমপানের সঙ্গে টেনে নেন।
গাঁজা সেবন ওয়াশিংটনে বৈধ হলেও বাবার শেষ ইচ্ছার কথা শুনে বেশ অবাক হয়েছিলেন রোসানা এবং তাঁর মা। পরে তাঁরা কয়েক বছর ধরে সিদ্ধান্তহীনতায় ছিলেন।
শেষ পর্যন্ত বাবাকে সম্মান জানানোর সময় এসেছে বলে মনে করেন রোসানা। গতকাল রোববার (১৭ নভেম্বর) নিজের ইউটিউব চ্যানেল থেকে একটি ভিডিও শেয়ার করেছেন তিনি। এতে দেখা যায়, পাঁচ বছর ধরে আগলে রাখা বাবার ছাইভস্ম গাঁজা গাছ বড় করার জন্য রাখা মাটির সঙ্গে মেশাচ্ছেন রোসানা। আর অবশিষ্ট ছাইভস্ম তিনি গাঁজার সঙ্গে মিশিয়ে তিনি কতগুলো ‘জয়েন্ট’ তৈরি করেছেন। পরে সরাসরি সম্প্রচারের মধ্যেই তিনি একটি জয়েন্ট থেকে ধূমপান করেন।
ভিডিওর শুরুর দিকে রোসানা বলেছিলেন, ‘আমার বাবা ছিলেন খুব আশ্চর্যজনক এক মানুষ। তিনি বেশ কিছুটা বিদ্রোহীও ছিলেন। আমি তাঁর নির্দেশ অনুসরণ করব।’
পরে তাঁর বাবার ছাইয়ের একটি স্কুপ গাঁজা গাছ জন্মানোর জন্য রাখা মাটির সঙ্গে মেশানোর একটি ফুটেজ প্রকাশ করেন রোসানা। তিনি বলেন, ‘আমরা সম্প্রতি গাঁজা গাছটি সংগ্রহ করেছি এবং আমরা জয়েন্ট তৈরি করেছি।’
পডকাস্টের শেষদিকে রোজানা জয়েন্টগুলো থেকে একটি হাতে নিয়ে তা জ্বালিয়ে দেন এবং ধূমপান শুরু করেন। তিনি বলেন, ‘আমরা আমার বাবার শেষ ইচ্ছা পূরণ করে সম্মান জানাতে যাচ্ছি। আমি আমার মৃত বাবাকে ধূমপান করছি।’
ভিডিওতে জয়েন্টে টান দেওয়ার পর রোসানা কাশতে শুরু করেন এবং বলেন, ‘বাহ, ঠিক আছে, ঠিক আছে।’
যেসব দর্শক রোসানার পডকাস্ট দেখছিলেন তাঁরা কিছুটা অবাক হয়ে গিয়েছিলেন। তবে তাঁরা মন্তব্য করে রোসানার প্রতি সমর্থনও দেখিয়েছেন।
ইউটিউবে ‘রডিকুলাস’ নামে নিজের একটি পডকাস্টে দৈনন্দিন জীবন নিয়ে কথা বলেন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের বাসিন্দা রোসানা পানসিনো। পাঁচ বছর আগে লিউকোমিয়ায় আক্রান্ত হয়ে তাঁর বাবা মারা গিয়েছিলেন। এবার তিনি মৃত বাবার ছাইভস্ম গাঁজার সঙ্গে মিশিয়ে ধূমপান করে উড়িয়ে দিয়েছেন। দাবি করেছেন, বাবার শেষ ইচ্ছাকে সম্মান জানাতেই তিনি এমনটি করেছেন।
সোমবার ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, ৩৯ বছর বয়সী রোসানা একজন পেশাদার রাঁধুনি। তিনি তাঁর পডকাস্টের নতুন একটি পর্বে স্বীকার করেছেন, মৃত্যুর আগে তাঁর বাবা ইচ্ছা প্রকাশ করেছিলেন—যেন তাঁর ছাই একটি ‘গাঁজা গাছ’ জন্মানোর জন্য ব্যবহার করা হয়। আর তাঁর প্রিয়জনেরা যেন তাঁকে ধূমপানের সঙ্গে টেনে নেন।
গাঁজা সেবন ওয়াশিংটনে বৈধ হলেও বাবার শেষ ইচ্ছার কথা শুনে বেশ অবাক হয়েছিলেন রোসানা এবং তাঁর মা। পরে তাঁরা কয়েক বছর ধরে সিদ্ধান্তহীনতায় ছিলেন।
শেষ পর্যন্ত বাবাকে সম্মান জানানোর সময় এসেছে বলে মনে করেন রোসানা। গতকাল রোববার (১৭ নভেম্বর) নিজের ইউটিউব চ্যানেল থেকে একটি ভিডিও শেয়ার করেছেন তিনি। এতে দেখা যায়, পাঁচ বছর ধরে আগলে রাখা বাবার ছাইভস্ম গাঁজা গাছ বড় করার জন্য রাখা মাটির সঙ্গে মেশাচ্ছেন রোসানা। আর অবশিষ্ট ছাইভস্ম তিনি গাঁজার সঙ্গে মিশিয়ে তিনি কতগুলো ‘জয়েন্ট’ তৈরি করেছেন। পরে সরাসরি সম্প্রচারের মধ্যেই তিনি একটি জয়েন্ট থেকে ধূমপান করেন।
ভিডিওর শুরুর দিকে রোসানা বলেছিলেন, ‘আমার বাবা ছিলেন খুব আশ্চর্যজনক এক মানুষ। তিনি বেশ কিছুটা বিদ্রোহীও ছিলেন। আমি তাঁর নির্দেশ অনুসরণ করব।’
পরে তাঁর বাবার ছাইয়ের একটি স্কুপ গাঁজা গাছ জন্মানোর জন্য রাখা মাটির সঙ্গে মেশানোর একটি ফুটেজ প্রকাশ করেন রোসানা। তিনি বলেন, ‘আমরা সম্প্রতি গাঁজা গাছটি সংগ্রহ করেছি এবং আমরা জয়েন্ট তৈরি করেছি।’
পডকাস্টের শেষদিকে রোজানা জয়েন্টগুলো থেকে একটি হাতে নিয়ে তা জ্বালিয়ে দেন এবং ধূমপান শুরু করেন। তিনি বলেন, ‘আমরা আমার বাবার শেষ ইচ্ছা পূরণ করে সম্মান জানাতে যাচ্ছি। আমি আমার মৃত বাবাকে ধূমপান করছি।’
ভিডিওতে জয়েন্টে টান দেওয়ার পর রোসানা কাশতে শুরু করেন এবং বলেন, ‘বাহ, ঠিক আছে, ঠিক আছে।’
যেসব দর্শক রোসানার পডকাস্ট দেখছিলেন তাঁরা কিছুটা অবাক হয়ে গিয়েছিলেন। তবে তাঁরা মন্তব্য করে রোসানার প্রতি সমর্থনও দেখিয়েছেন।
ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের এমপি ও দলটির সাবেক প্রেসিডেন্ট রাহুল গান্ধীকে আটক করেছে দিল্লি পুলিশ। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে আয়োজিত বিক্ষোভ মিছিল থেকে তাঁকে আটক করা হয়।
১৪ মিনিট আগেছিন্নমূল মানুষদের ওয়াশিংটন ডিসি থেকে ছাড়তে বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শহরের অপরাধ দমন করার অঙ্গীকার পূরণে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। গতকাল রোববার এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘আমরা আপনাদের থাকার জায়গা দেব, তবে রাজধানী থেকে অনেক দূরে।’
৪১ মিনিট আগেআফগানিস্তানে জাতিসংঘের নারী কর্মীদের হত্যার হুমকি দেওয়া হচ্ছে। রোববার আফগানিস্তানের মানবাধিকার পরিস্থিতি নিয়ে সর্বশেষ প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ। ওই প্রতিবেদনে উঠে এসেছে ভয়াবহ এই তথ্য। কাতারি সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, জাতিসংঘের ওই প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর মে মাসে...
১ ঘণ্টা আগেভারতে রাখি বন্ধন উদ্যাপনের পর বোনকে হত্যা করেছে অরবিন্দ নামের এক যুবক। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, বোনের প্রেমের সম্পর্ক মানতে না পেরে তাকে হত্যা করেছে ২৫ বছর বয়সী ওই যুবক। উত্তর প্রদেশের ঝাঁসি জেলার গারউথা এলাকায় এই ঘটনা ঘটেছে।
২ ঘণ্টা আগে