যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের টেস্কারকানা শহরে বৃষ্টির সময় আকাশ থেকে মাছ পড়তে দেখা গেছে। গত বুধবারের ওই বৃষ্টিতে শহরটির মানুষ চমকে গিয়েছেন তো বটেই, অনেকে ভয়ও পেয়েছেন প্রকৃতির আজব খেয়াল দেখে। শুধু মাছই নয়, ওই বৃষ্টিতে ছিল ব্যাঙ, কাঁকড়াও। তবে মাছের সংখ্যাই ছিল সবচেয়ে বেশি। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে।
টেস্কারকানা শহরের বহু বাসিন্দা মাছ ও ব্যাঙের বৃষ্টির সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। টেস্কারকানা শহরের অফিশিয়াল ফেসবুক পেজেও আজব বৃষ্টির ছবি দিয়ে পোস্ট করা হয়। সঙ্গে লেখা হয়, ২০২১-এ এটাই বাকি ছিল। টেস্কারকানায় আজ মাছবৃষ্টি হল। ভাববেন না যে এটা কোনো কৌতুক।
ওই পোস্টে আরও লেখা হয়, তখনই এমন প্রাণিবৃষ্টি হয়ে থাকে, ঝড়ের সময় জলস্তম্ভ তৈরি হওয়ায় কোনোভাবে ব্যাঙ, কাঁকড়া ও ছোট মাছ ভূপৃষ্ঠের ওপরে উঠে যায়। তারপর বৃষ্টির মতো করেই মাটিতে পড়তে শুরু করে।
টেস্কারকানার অফিশিয়াল ফেসবুক পেজে আরও লেখা হয়, বিষয়টি কম ঘটলেও আজ তা-ই হয়েছে। টেস্কারকানার বিভিন্ন জায়গায় এদিন প্রাণিবৃষ্টিপাত দেখা গিয়েছে। অতএব, সবার ভালোর জন্য বলা হচ্ছে, বিষটিকে নিয়ে হল্লা না করে চুপচাপ ২০২২-এর দিকে এগিয়ে যান আপনারা।
টেস্কারকানার মাছবৃষ্টি নিয়ে মার্কিন পরিবেশবিদেরা চিন্তিত হলেও অনেকে আবার মজা পেয়েছেন। তাঁরা টেস্কারকানার অফিশিয়াল পেজের পোস্টের তলায় মজা করে নানা রকম কমেন্টও করেছেন। একজন লিখেছেন, আমার ইচ্ছে মাঝে মাঝে টাকার বৃষ্টি হোক। এমনটা হতে পারে না?
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের টেস্কারকানা শহরে বৃষ্টির সময় আকাশ থেকে মাছ পড়তে দেখা গেছে। গত বুধবারের ওই বৃষ্টিতে শহরটির মানুষ চমকে গিয়েছেন তো বটেই, অনেকে ভয়ও পেয়েছেন প্রকৃতির আজব খেয়াল দেখে। শুধু মাছই নয়, ওই বৃষ্টিতে ছিল ব্যাঙ, কাঁকড়াও। তবে মাছের সংখ্যাই ছিল সবচেয়ে বেশি। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে।
টেস্কারকানা শহরের বহু বাসিন্দা মাছ ও ব্যাঙের বৃষ্টির সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। টেস্কারকানা শহরের অফিশিয়াল ফেসবুক পেজেও আজব বৃষ্টির ছবি দিয়ে পোস্ট করা হয়। সঙ্গে লেখা হয়, ২০২১-এ এটাই বাকি ছিল। টেস্কারকানায় আজ মাছবৃষ্টি হল। ভাববেন না যে এটা কোনো কৌতুক।
ওই পোস্টে আরও লেখা হয়, তখনই এমন প্রাণিবৃষ্টি হয়ে থাকে, ঝড়ের সময় জলস্তম্ভ তৈরি হওয়ায় কোনোভাবে ব্যাঙ, কাঁকড়া ও ছোট মাছ ভূপৃষ্ঠের ওপরে উঠে যায়। তারপর বৃষ্টির মতো করেই মাটিতে পড়তে শুরু করে।
টেস্কারকানার অফিশিয়াল ফেসবুক পেজে আরও লেখা হয়, বিষয়টি কম ঘটলেও আজ তা-ই হয়েছে। টেস্কারকানার বিভিন্ন জায়গায় এদিন প্রাণিবৃষ্টিপাত দেখা গিয়েছে। অতএব, সবার ভালোর জন্য বলা হচ্ছে, বিষটিকে নিয়ে হল্লা না করে চুপচাপ ২০২২-এর দিকে এগিয়ে যান আপনারা।
টেস্কারকানার মাছবৃষ্টি নিয়ে মার্কিন পরিবেশবিদেরা চিন্তিত হলেও অনেকে আবার মজা পেয়েছেন। তাঁরা টেস্কারকানার অফিশিয়াল পেজের পোস্টের তলায় মজা করে নানা রকম কমেন্টও করেছেন। একজন লিখেছেন, আমার ইচ্ছে মাঝে মাঝে টাকার বৃষ্টি হোক। এমনটা হতে পারে না?
বিদেশে জন্ম নেওয়া ৮৬ লাখ অস্ট্রেলিয়ানের মধ্যে শুধু চীনেই জন্মগ্রহণকারীর সংখ্যা ৭ লাখ ১২০। এর আগে ২০১৯ সালে এই সংখ্যা ছিল ৬ লাখ ৬১ হাজার। করোনা মহামারির সময় (২০২০ ও ২০২১ সাল) সীমান্ত বন্ধ থাকায় চীনে জন্মগ্রহণকারী অস্ট্রেলিয়ান শিশুর সংখ্যা তুলনামূলক বেশ কম ছিল।
১২ মিনিট আগেডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ১০০ দিন হলো। সম্প্রতি তিনি বেশ জমকালোভাবেই তাঁর ১০০তম দিন পূর্তি উদ্যাপন করেছেন। অনুষ্ঠানে তিনি অভিযোগ করেছেন, তাঁর ক্ষমতা কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। তবে কোনো কিছুই তাঁকে ‘থামাতে পারবে না।’
৪২ মিনিট আগেএকজন স্টার্টআপ প্রতিষ্ঠাতা সম্প্রতি ভারতে একটি পাসপোর্ট অফিসে গিয়েছিলেন। সেখানে থ্রি–কোয়ার্টার পরার কারণে এক যুবককে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি বলে একটি ভিডিও তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। এরপরই এ নিয়ে আলোচনা–সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে।
১ ঘণ্টা আগেগত ১২ বছরেরও বেশি সময় ধরে খেমকাকে মূলত ‘লো–প্রোফাইল’ বা কম গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত দপ্তরগুলোতেই পদায়ন করা হয়েছে। কর্মজীবনে তিনি চারবার শুধু রাজ্য সরকারের আর্কাইভস দপ্তরেই কাজ করেছে। চারবারের তিনবারই বিজেপি নেতৃত্বাধীন সরকারের আমলে।
২ ঘণ্টা আগে