Ajker Patrika

টেক্সাসে আকাশ থেকে পড়ল মাছ! 

আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ১১: ৫৫
টেক্সাসে আকাশ থেকে পড়ল মাছ! 

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের টেস্কারকানা শহরে বৃষ্টির সময় আকাশ থেকে মাছ পড়তে দেখা গেছে। গত বুধবারের ওই বৃষ্টিতে শহরটির মানুষ চমকে গিয়েছেন তো বটেই, অনেকে ভয়ও পেয়েছেন প্রকৃতির আজব খেয়াল দেখে। শুধু মাছই নয়, ওই বৃষ্টিতে ছিল ব্যাঙ, কাঁকড়াও। তবে মাছের সংখ্যাই ছিল সবচেয়ে বেশি। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে। 

টেস্কারকানা শহরের বহু বাসিন্দা মাছ ও ব্যাঙের বৃষ্টির সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। টেস্কারকানা শহরের অফিশিয়াল ফেসবুক পেজেও আজব বৃষ্টির ছবি দিয়ে পোস্ট করা হয়। সঙ্গে লেখা হয়, ২০২১-এ এটাই বাকি ছিল। টেস্কারকানায় আজ মাছবৃষ্টি হল। ভাববেন না যে এটা কোনো কৌতুক। 

ওই পোস্টে আরও লেখা হয়, তখনই এমন প্রাণিবৃষ্টি হয়ে থাকে, ঝড়ের সময় জলস্তম্ভ তৈরি হওয়ায় কোনোভাবে ব্যাঙ, কাঁকড়া ও ছোট মাছ ভূপৃষ্ঠের ওপরে উঠে যায়। তারপর বৃষ্টির মতো করেই মাটিতে পড়তে শুরু করে। 

টেস্কারকানার অফিশিয়াল ফেসবুক পেজে আরও লেখা হয়, বিষয়টি কম ঘটলেও আজ তা-ই হয়েছে। টেস্কারকানার বিভিন্ন জায়গায় এদিন প্রাণিবৃষ্টিপাত দেখা গিয়েছে। অতএব, সবার ভালোর জন্য বলা হচ্ছে, বিষটিকে নিয়ে হল্লা না করে চুপচাপ ২০২২-এর দিকে এগিয়ে যান আপনারা। 

টেস্কারকানার মাছবৃষ্টি নিয়ে মার্কিন পরিবেশবিদেরা চিন্তিত হলেও অনেকে আবার মজা পেয়েছেন। তাঁরা টেস্কারকানার অফিশিয়াল পেজের পোস্টের তলায় মজা করে নানা রকম কমেন্টও করেছেন। একজন লিখেছেন, আমার ইচ্ছে মাঝে মাঝে টাকার বৃষ্টি হোক। এমনটা হতে পারে না?

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত