Ajker Patrika

ইসরায়েলকে দ্ব্যর্থহীন সমর্থন দিয়ে দলেই চাপের মুখে বাইডেন

আপডেট : ১৮ মে ২০২১, ১৭: ৪২
ইসরায়েলকে দ্ব্যর্থহীন সমর্থন দিয়ে দলেই চাপের মুখে বাইডেন

ঢাকা: দলের ভেতর থেকেই অব্যাহত চাপের মুখে ইসরায়েল–ফিলিস্তিন সংঘাতের বিষয়ে অবস্থান ভারসাম্য করার পক্ষে কথা বললেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

গতকাল সোমবার হোয়াইট হাউস এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরাইলের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর সাথে টেলিফোনে আলাপকালে জো বাইডেন যুদ্ধবিরতির পক্ষে সমর্থন ব্যক্ত করেছেন। এ নিয়ে মিশর ও অন্য অংশীদারদের সাথে আলোচনা করেছে যুক্তরাষ্ট্র।

বিবৃতিতে আরও বলা হয়েছে, নির্বিচারে রকেট হামলার বিরুদ্ধে ইসরায়েলের নিজেকে রক্ষা করার অধিকারের প্রতি দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছেন প্রেসিডেন্ট বাইডেন।

এর একদিন আগেই নেতানিয়াহু বলেছিলেন, গাজায় ইসরায়েলি সামরিক আক্রমণ ‘সর্বশক্তিতে’ চালিয়ে যাওয়া হবে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ১০ মে থেকে ইসরায়েলি বিমান হামলায় গাজা উপত্যকায় এখন পর্যন্ত ২১২ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। এর মধ্যে ৬১টি শিশু রয়েছে। এছাড়া ইসরায়েলের বোমা হামলায় কয়েক হাজার ফিলিস্তিনি এরই মধ্যে বাস্তুচ্যুত হয়েছে।

অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস বলছে, দখলিকৃত পূর্ব জেরুজালেম থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ ও আল-আকসা মসজিদে ইসরায়েলি হামলার প্রতিশোধ নিতেই তারা রকেট হামলা করেছিল। আর এর জবাবেই শুরু হয় ইসরায়েলের বিমান হামলা।

হোয়াইট হাউস জানিয়েছে, প্রেসিডেন্ট বাইডেন ‘আন্তঃসাম্প্রদায়িক সহিংসতা বন্ধ এবং জেরুজালেমে শান্তি স্থাপনের প্রয়াসকে স্বাগত জানিয়েছেন। নিরীহ নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করার জন্য ইসরায়েলকে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যেতেও উৎসাহিত করেছেন তিনি।

ফিলিস্তিন–ইসরায়েলের সংঘাত শুরুর পর থেকেই বাইডেন এবং তাঁর প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা প্রকাশ্যে ইসরায়েলকে দ্ব্যর্থহীনভাবে সমর্থন জানিয়েছেন। সহিংসতা বন্ধে তারা কূটনৈতিক এবং সামরিক চ্যানেলগুলোর মাধ্যমে কাজ করছেন বলে জানান। এর মধ্যে গাজায় ভয়াবহ সামরিক হামলার জন্য ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘে আনা নিন্দাপ্রস্তাব টানা তৃতীয়বারের মতো আটকে দিয়েছে যুক্তরাষ্ট্র।

যদিও মার্কিন জেনারেল মার্ক মিলি সোমবার সতর্ক করেন, এই সংঘাত আঞ্চলিক অস্থিতিশীলতায় রূপ নিতে পারে।

এদিকে ওয়াশিংটন, ডিসি থেকে আল জাজিরার জন হেনড্রেন জানিয়েছেন, বাইডেন রিপাবলিকানদের পাশাপাশি ডেমোক্র্যাটিক পার্টির প্রগতিশীল এমপিদেরও সমালোচনার মুখোমুখি হয়েছেন।

১৩ মে হাউস ফ্লোরে অত্যন্ত আবেগময় বক্তব্য দেন ফিলিস্তিনি আমেরিকান কংগ্রেসম্যান রাশিদা তালিব। ইসরায়েলি বিমান হামলার মধ্যে ‘ফিলিস্তিনিদের মানবিক অধিকার’ স্বীকার করতে ব্যর্থ হওয়ার জন্য বাইডেন ও তার প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের তীব্র সমালোচনা করেন তিনি।

ডেমোক্র্যাটিক কংগ্রেসম্যান ইলহান ওমর এবং আলেকজান্দ্রিয়া ওকাসিও কর্টেজও রাশিদাকে সমর্থন জানিয়েছে মন্তব্য করেছনে।

এছাড়া ডেমোক্র্যাট দলের ২৫ জন সিনেটরের একটি দল ‘অবিলম্বে যুদ্ধবিরতি’র আহ্বান জানিয়ে বাইডেনকে একটি খোলা চিঠিতে স্বাক্ষর করেছে।

গাজায় ফিলিস্তিনিদের প্রাণহানি অব্যাহতভাবে বাড়তে থাকায় সোমবার ইসরায়েলের কট্টর সমর্থক হিসেবে পরিচিত ডেমোক্র্যাট সিনেটের মেজরিটি নেতা চাক শুমারও যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত