Ajker Patrika

কেট মিডলটনকে ট্রাম্প বললেন—আপনি সুন্দর, অনেক সুন্দর

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৩: ৫৫
ছবি: ব্রিটিশ রাজপ্রাসাদ প্রাঙ্গণে ট্রাম্প ও মেলানিয়াকে স্বাগত জানান প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটন। ছবি: দ্য পিপল
ছবি: ব্রিটিশ রাজপ্রাসাদ প্রাঙ্গণে ট্রাম্প ও মেলানিয়াকে স্বাগত জানান প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটন। ছবি: দ্য পিপল

ব্রিটেন সফরের আনুষ্ঠানিক সূচনায় প্রিন্স উইলিয়াম ও প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটনকে প্রশংসায় ভাসালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার (১৭ সেপ্টেম্বর) ব্রিটিশ রাজপ্রাসাদ উইন্ডসর ক্যাসেলের প্রাঙ্গণে আয়োজিত রাজকীয় অভ্যর্থনা অনুষ্ঠানে ট্রাম্প ও তাঁর স্ত্রী মেলানিয়াকে স্বাগত জানান প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটন। এই সময় মার্কিন প্রেসিডেন্ট কেটের সঙ্গে করমর্দনের পর বলেন, ‘আপনি সুন্দর, অনেক সুন্দর।’

মার্কিন গণমাধ্যম দ্য পিপল জানিয়েছে, ট্রাম্প দম্পতি তাঁদের মেরিন ওয়ান বাহন থেকে নেমে শুরুতে রাজদম্পতি উইলিয়াম ও কেটের সঙ্গে প্রথম দেখা করেন। এরপর প্রিন্স উইলিয়াম অতিথিদের এগিয়ে নিয়ে যান এবং কেট ও মেলানিয়ার পিঠে হাত রেখে সবাইকে একসঙ্গে এগিয়ে যেতে সহায়তা করেন।

৭৯ বছর বয়সী ট্রাম্প ও তাঁর স্ত্রী মেলানিয়া ব্রিটেনে গেছেন রাজা চার্লসের আমন্ত্রণে। এটি প্রেসিডেন্ট হিসেবে যুক্তরাজ্যে ট্রাম্পের দ্বিতীয় রাষ্ট্রীয় সফর, যা ১৭ সেপ্টেম্বর থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

ট্রাম্প এর আগেও ব্রিটিশ রাজপরিবারের সদস্যদের চেহারা নিয়ে মন্তব্য করেছিলেন। গত ডিসেম্বরে প্যারিসে নটর ডেম ক্যাথেড্রালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রিন্স উইলিয়ামের সঙ্গে একান্ত বৈঠকের পর তিনি নিউইয়র্ক পোস্টকে বলেছিলেন, ‘তিনি (উইলিয়াম) সত্যিই খুব সুদর্শন। সরাসরি দেখা হলে মানুষ আরও ভালো দেখাতে পারে। উইলিয়ামকে সেদিন সত্যিই দারুণ লাগছিল। আমি তাঁকে সেটিই বলেছি।’

ব্রিটিশ রাজপরিবারের অন্দরমহল থেকে এই খবর প্রকাশ করেছেন জ্যানিন হেনি। তিনি পিপল ডিজিটাল-এর রয়্যালস স্টাফ রাইটার। আধুনিক রাজপরিবার এবং বিশ্বের সবচেয়ে খ্যাতিমান পরিবারগুলো নিয়ে লেখালেখিই তাঁর মূল কাজ। রানি এলিজাবেথের মতো তিনিও ঘোড়া এবং টায়রা পছন্দ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ ৫ প্রতিবেশীকেই নিরাপত্তার জন্য হুমকি মনে করছে ভারত

পাসপোর্ট ছাড়াই ফ্লাইটে ক্যাপ্টেন মুনতাসির, জেদ্দায় আটক

বিজিবির একজন আর্মি অফিসারকে এখনো গ্রেপ্তার করা হচ্ছে না: নাহিদ

হইচই ফেলেছে ন্যানো ব্যানানা, চ্যাটজিপিটিকে টপকাল জেমিনি

ভুল করে মায়ের পাসপোর্ট নিয়ে জেদ্দায় যান বিমানের পাইলট মুনতাসির: কর্তৃপক্ষ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত