Ajker Patrika

৯৩–এ পা দিলেন মহাকাশচারী বাজ অলড্রিন, জন্মদিনেই বিয়ে

আপডেট : ২২ জানুয়ারি ২০২৩, ০৯: ৪১
৯৩–এ পা দিলেন মহাকাশচারী বাজ অলড্রিন, জন্মদিনেই বিয়ে

১৯৬৯ সালে অ্যাপোলো ১১ মিশনে চাঁদে পা রাখার জন্য যে তিনজন আমেরিকান মহাকাশচারী মহাশূন্যে যাত্রা করেছিলেন, তাঁদের একজন বাজ অলড্রিন। ২১ জানুয়ারি ছিল তাঁর ৯৩তম জন্মদিন। এই জন্মদিনেই দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন তিনি। 

শনিবার (২১ জানুয়ারি) অফিশিয়াল টুইটার হ্যান্ডলে অলড্রিন তাঁর নববিবাহিতা স্ত্রী ড. আনকা ফাউরের সঙ্গে ছবি পোস্ট করেছেন। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে একটি ছোটখাটো ঘরোয়া অনুষ্ঠানে তাঁরা গাঁটছড়া বেঁধেছেন। 

অলড্রিন লিখেছেন, ‘আমার ৯৩তম জন্মদিনে এবং এই দিনে আমাকে “লিভিং লিজেন্ডস অব এভিয়েশন”-এ সম্মানিত করবে, এমন দিনে আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমার দীর্ঘদিনের প্রেম ড. আনকা ফাউর এবং আমি গাঁটছড়া বেঁধেছি। লস অ্যাঞ্জেলেসে আমরা একটি ছোট ব্যক্তিগত অনুষ্ঠানে পবিত্র বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছি। এখন ঘর পালানো কিশোরের মতোই উত্তেজিত।’

অলড্রিনের পোস্টটিতে ২২ হাজারের বেশি লাইক পড়েছে এবং ১৮ লাখের বেশিবার দেখা হয়েছে। মন্তব্যের ঘরে বেশ কয়েকজন এই নবদম্পতিকে অভিনন্দন জানিয়েছেন। 

 ‘শুভ জন্মদিন, বাজ এবং আপনার বিয়ের জন্য অভিনন্দন। আমি আপনার জন্য রোমাঞ্চিত। বরাবরের মতো আপনি আপনার স্টাইলেই এটি করেছেন।’ ‘বাহ! অভিনন্দন কর্নেল অলড্রিন! জীবন শুরু হয় ৯৩-এ! চমৎকার!’ এমন মন্তব্য করেছেন দুজন ব্যবহারকারী। 

তৃতীয় একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘অভিনন্দন হে যুবক!’ 

বাজ অলড্রিন এর আগে তিনবার বিয়ে করেছেন। সবগুলোরই বিচ্ছেদ হয়ে গেছে। তিনি অ্যাপোলো ১১ মিশনের তিন সদস্যের ক্রুদের মধ্যে একমাত্র জীবিত সদস্য। নিল আর্মস্ট্রং যখন প্রথম নভোচারী হিসেবে চন্দ্রপৃষ্ঠে পা রাখেন, এর ১৯ মিনিট পরে অলড্রিন তাঁকে অনুসরণ করেন। 

মহাকাশচারী অলড্রিন ১৯৭১ সালে নাসা থেকে অবসর নেন। ১৯৯৮ সালে শেয়ারস্পেস ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন অলড্রিন। মনুষ্যবাহী মহাকাশ অভিযাত্রা সম্প্রসারণের জন্য একটি অলাভজনক সংস্থা এটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত