Ajker Patrika

হ্যান্ডশেকের মধ্য দিয়ে শুরু হলো ট্রাম্প-জেলেনস্কির বৈঠক

ছবি: বিবিসি
ছবি: বিবিসি

গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হতে বাংলাদেশ সময় শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে হোয়াইট হাউসে প্রবেশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি। মাত্র এক সপ্তাহের মধ্যেই এটি হোয়াইট হাউসে তৃতীয় রাষ্ট্রপ্রধানের সফর। তাই আনুষ্ঠানিকতার পর্বও ছিল যথারীতি।

বিবিসি জানিয়েছে, হোয়াইট হাউসে প্রথা অনুযায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি করমর্দন করেন। পরে তাঁরা হোয়াইট হাউসের পশ্চিম প্রান্তে উপস্থিত সাংবাদিকদের দিকে হাসিমুখে তাকিয়ে ছবি তোলার সুযোগ দেন।

তবে দুজনের হ্যান্ডশেককে একটি সংক্ষিপ্ত করমর্দন হিসেবে বর্ণনা করেছেন বিবিসির সাংবাদিক, অন্তত সপ্তাহের শুরুতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে করা করমর্দনের তুলনায়।

করমর্দনের পর তাঁরা একসঙ্গে ওভাল অফিসের দিকে রওনা হন। সেখানেই তাঁদের আনুষ্ঠানিক আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে।

এর আগে একটি কালো এসইউভি থেকে বের হয়ে হোয়াইট হাউসের পশ্চিম প্রবেশপথ দিয়ে পা রাখেন জেলেনস্কি। সেখানেই তাঁকে অভ্যর্থনা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আমি হোয়াইট হাউসের পশ্চিম প্রান্তে শতাধিক সাংবাদিক ও আলোকচিত্রীর উপস্থিতি দেখা গেছে। এদের মধ্যে ইউক্রেনীয় সংবাদমাধ্যমের প্রতিনিধির সংখ্যাও উল্লেখযোগ্য।

ইউক্রেনের প্রেসিডেন্টের জন্য গার্ড অব অনার প্রস্তুত ছিল। সেনাদের হাতে ছিল ৫৮টি পতাকা। এর মধ্যে ৫৬টি যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্য ও অঞ্চলের পতাকা, পাশাপাশি আমেরিকা ও ইউক্রেনের জাতীয় পতাকা।

এই অভ্যর্থনা পর্ব এখন হোয়াইট হাউসে বেশ পরিচিত হয়ে উঠেছে। এর আগে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও একই আনুষ্ঠানিকতা উপভোগ করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত