করোনাভাইরাসের কারণে মার্কিন যুক্তরাষ্ট্রে ২০ মাস হল বন্ধ আছে সীমানা। আজ সোমবার বিদেশি পর্যটকদের জন্য সীমানা খুলে দেবে যুক্তরাষ্ট্র। তবে যারা টিকা দিয়েছে তারাই সেখানে প্রবেশ করতে পারবে।
এর আগে করোনাভাইরাসের কারণে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন।
ট্রাম্পের এই নিষেধাজ্ঞা যুক্তরাজ্য ও ইইউ এর ৩০টি দেশের অ মার্কিন নাগরিকের ওপর প্রভাব পড়ে। পরিবার থেকে আলাদা হয়েছে অনেকে।'
নতুন নিয়মের, বিদেশি ভ্রমণকারীদের আসার আগে টিকা দেওয়ার প্রমাণ দেখাতে হবে, ভ্রমণের তিন দিনের মধ্যে করোনা পরীক্ষার নেগেটিভ ফলাফল পেতে হবে এবং তথ্য হস্তান্তর করতে হবে। কোয়ারেন্টাইনে থাকতে হবে না বলেও এই নিয়মে বলা হয়েছে।
এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর টিকাপ্রাপ্তদের বহনে এয়ারলাইনসগুলোর আর কোনো সমস্যা থাকল না।
প্যারিস ভিত্তিক ট্রাভেল এজেন্সি জেটসেট ভয়েজের প্রধান জেরোম থম্যান বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, 'এটা ভালো লাগছে, ভালো লাগছে।' এ ছাড়া তিনি টিকিট বুকিং এর অবিশ্বাস্য উত্থান দেখছেন।
করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর ২০২০ সালের প্রথম দিকে মার্কিন সীমানা চীন থেকে আসা যাত্রীদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল। তারপরে অন্যান্য দেশে সীমাবদ্ধতা বাড়ানো হয়েছিল।
নিয়মগুলি বেশির ভাগ অ-মার্কিন নাগরিকদের প্রবেশ নিষিদ্ধ করেছিল যারা যুক্তরাজ্য এবং অন্যান্য ইউরোপীয় দেশগুলির পাশাপাশি চীন, ভারত, দক্ষিণ আফ্রিকা, ইরান এবং ব্রাজিলে ছিল।
নিষেধাজ্ঞা তুলে নেওয়ার খবর শুনে ব্রিটিশ মা অ্যালিসন হেনরি (৬৩) বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, এত দিন খুব কঠিন ছিল। আমি শুধু আমার ছেলেকে দেখতে চাই।
এদিকে হেনসি নামের এক মা ২০ মাস পর তাঁর ছেলে দেখতে আজই নিউইয়র্কে যাওয়ার পরিকল্পনা করেছেন।
করোনাভাইরাসের কারণে মার্কিন যুক্তরাষ্ট্রে ২০ মাস হল বন্ধ আছে সীমানা। আজ সোমবার বিদেশি পর্যটকদের জন্য সীমানা খুলে দেবে যুক্তরাষ্ট্র। তবে যারা টিকা দিয়েছে তারাই সেখানে প্রবেশ করতে পারবে।
এর আগে করোনাভাইরাসের কারণে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন।
ট্রাম্পের এই নিষেধাজ্ঞা যুক্তরাজ্য ও ইইউ এর ৩০টি দেশের অ মার্কিন নাগরিকের ওপর প্রভাব পড়ে। পরিবার থেকে আলাদা হয়েছে অনেকে।'
নতুন নিয়মের, বিদেশি ভ্রমণকারীদের আসার আগে টিকা দেওয়ার প্রমাণ দেখাতে হবে, ভ্রমণের তিন দিনের মধ্যে করোনা পরীক্ষার নেগেটিভ ফলাফল পেতে হবে এবং তথ্য হস্তান্তর করতে হবে। কোয়ারেন্টাইনে থাকতে হবে না বলেও এই নিয়মে বলা হয়েছে।
এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর টিকাপ্রাপ্তদের বহনে এয়ারলাইনসগুলোর আর কোনো সমস্যা থাকল না।
প্যারিস ভিত্তিক ট্রাভেল এজেন্সি জেটসেট ভয়েজের প্রধান জেরোম থম্যান বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, 'এটা ভালো লাগছে, ভালো লাগছে।' এ ছাড়া তিনি টিকিট বুকিং এর অবিশ্বাস্য উত্থান দেখছেন।
করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর ২০২০ সালের প্রথম দিকে মার্কিন সীমানা চীন থেকে আসা যাত্রীদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল। তারপরে অন্যান্য দেশে সীমাবদ্ধতা বাড়ানো হয়েছিল।
নিয়মগুলি বেশির ভাগ অ-মার্কিন নাগরিকদের প্রবেশ নিষিদ্ধ করেছিল যারা যুক্তরাজ্য এবং অন্যান্য ইউরোপীয় দেশগুলির পাশাপাশি চীন, ভারত, দক্ষিণ আফ্রিকা, ইরান এবং ব্রাজিলে ছিল।
নিষেধাজ্ঞা তুলে নেওয়ার খবর শুনে ব্রিটিশ মা অ্যালিসন হেনরি (৬৩) বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, এত দিন খুব কঠিন ছিল। আমি শুধু আমার ছেলেকে দেখতে চাই।
এদিকে হেনসি নামের এক মা ২০ মাস পর তাঁর ছেলে দেখতে আজই নিউইয়র্কে যাওয়ার পরিকল্পনা করেছেন।
যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটন বলেছেন, ইউক্রেন যুদ্ধবিরতি আলোচনায় সফল হলে তিনি ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন দেবেন। তবে শর্ত হলো, এই সমঝোতা যেন রাশিয়া তথা পুতিনের কাছে আত্মসমর্পণের সমান না হয়।
৫ ঘণ্টা আগেআলাস্কায় আজ শুক্রবারের বহুল আলোচিত শীর্ষ বৈঠকের আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘আমরা আমেরিকার ওপর ভরসা করছি।’ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জেলেনস্কি ট্রাম্পের মন্তব্যের সঙ্গে সুর মিলিয়ে জানান, আজকের বৈঠক নিঃসন্দেহে উচ্চঝুঁকির এবং এটি ন্যায়সংগত শান্তির পথে একটি
৬ ঘণ্টা আগেসিঙ্গাপুরভিত্তিক ধনকুবের ও হোটেল ব্যবসায়ী ওং বেন সেংকে উপহার কেলেঙ্কারির মামলায় ২৩ হাজার ৪০০ মার্কিন ডলার (২৮ লাখ ৪২ হাজার টাকা) জরিমানা করা হয়েছে। গত বছর তিনি সারা দেশকে নাড়া দেওয়া ওই ঘটনার সঙ্গে যুক্ত থাকার কথা স্বীকার করেছিলেন।
৬ ঘণ্টা আগেআলাস্কায় প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে অনুষ্ঠিত হতে যাওয়া বৈঠকটি ছয় থেকে সাত ঘণ্টা পর্যন্ত স্থায়ী হতে পারে বলে আশা করছে ক্রেমলিন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এমনটাই জানিয়েছেন। খবর বিবিসির।
৭ ঘণ্টা আগে