মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দেশটির নিয়োগকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন, তাঁরা যেন তাঁদের কর্মীদের টিকা না নিলে চাকরি হারানোর আল্টিমেটাম দেন। জো বাইডেন বলেছেন, শিগগিরই এমন আদেশ জারি করা হবে যে আদেশের ফলে স্বাস্থ্যসেবার সঙ্গে সংশ্লিষ্ট সকল কর্মীরা টিকা নিতে বাধ্য হবেন। এমনকি শিক্ষকদেরও টিকা নিতে আদেশ দেওয়া হবে।
টিকা নেওয়া বাধ্যতামূলক করার নীতি থেকে সরে আসতে নিউ হ্যাম্পশায়ারে বিক্ষোভ করেছেন মার্কিনিরা। সেই বিক্ষোভে হাসপাতালের কর্মীদের উপস্থিতিও দেখা গেছে।
বিক্ষোভে অংশ নেওয়া স্বাস্থ্যকর্মী লিয়া কুশম্যান বলেন, 'টিকা না নেওয়ার জন্য যদি চাকরি হারাতে হয় তবুও আমি প্রস্তুত আছি।'
লিয়া কুশম্যান বলেন, 'আমি আমার ধর্মীয় বিশ্বাসের কারণে টিকা নিতে চাচ্ছি না। আমি বিশ্বাস করি আমার সৃষ্টিকর্তা আমাকে যে রোগ প্রতিরোধ ক্ষমতা দিয়েছেন সেটিই আমাকে রক্ষা করবে। এরপরেও যদি আমি অসুস্থ হয়ে পড়ি তবে সেটি আমার সৃষ্টিকর্তার পক্ষ থেকেই। যা আমার রোগ প্রতিরোধ ক্ষমতাকে ক্ষতিগ্রস্ত করতে পারে আমি এমন ওষুধ গ্রহণ করবো না।' তিনি দাবি করেন, তাঁর এই ধর্মীয় বিশ্বাসের সঙ্গে তাঁর কর্মক্ষেত্রের দায়িত্ববোধের কোনো বিরোধ নেই।
লিয়া কুশম্যান আরও বলেন, 'বাইডেন প্রশাসন আমাদের সার্বভৌম অধিকার ক্ষুণ্ন করছে।'
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রোগীদের নিরাপদে রাখার স্বার্থে এরই মধ্যে বেশ কয়েকটি হাসপাতালে স্বাস্থ্যকর্মীদের টিকা নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। তবে এই নীতি গ্রহণের ফলে করোনার ডেলটা ধরনে যখন যুক্তরাষ্ট্র ধুঁকছে ঠিক সেই মুহূর্তে অনেক স্বাস্থ্যকর্মীকে হারাতে হয়েছে।
যুক্তরাষ্ট্রের আপার কানেকটিকাট ভ্যালি হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা স্কট কলবি বলেছেন, 'টিকা নিয়ে যে আদেশ দেওয়া হয়েছে সেটি যুক্তিযুক্ত। কেননা যেসব স্বাস্থ্যকর্মীরা টিকা নেননি তাঁদের মধ্য থেকেই বেশির ভাগ করোনায় আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়েছেন।'
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দেশটির নিয়োগকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন, তাঁরা যেন তাঁদের কর্মীদের টিকা না নিলে চাকরি হারানোর আল্টিমেটাম দেন। জো বাইডেন বলেছেন, শিগগিরই এমন আদেশ জারি করা হবে যে আদেশের ফলে স্বাস্থ্যসেবার সঙ্গে সংশ্লিষ্ট সকল কর্মীরা টিকা নিতে বাধ্য হবেন। এমনকি শিক্ষকদেরও টিকা নিতে আদেশ দেওয়া হবে।
টিকা নেওয়া বাধ্যতামূলক করার নীতি থেকে সরে আসতে নিউ হ্যাম্পশায়ারে বিক্ষোভ করেছেন মার্কিনিরা। সেই বিক্ষোভে হাসপাতালের কর্মীদের উপস্থিতিও দেখা গেছে।
বিক্ষোভে অংশ নেওয়া স্বাস্থ্যকর্মী লিয়া কুশম্যান বলেন, 'টিকা না নেওয়ার জন্য যদি চাকরি হারাতে হয় তবুও আমি প্রস্তুত আছি।'
লিয়া কুশম্যান বলেন, 'আমি আমার ধর্মীয় বিশ্বাসের কারণে টিকা নিতে চাচ্ছি না। আমি বিশ্বাস করি আমার সৃষ্টিকর্তা আমাকে যে রোগ প্রতিরোধ ক্ষমতা দিয়েছেন সেটিই আমাকে রক্ষা করবে। এরপরেও যদি আমি অসুস্থ হয়ে পড়ি তবে সেটি আমার সৃষ্টিকর্তার পক্ষ থেকেই। যা আমার রোগ প্রতিরোধ ক্ষমতাকে ক্ষতিগ্রস্ত করতে পারে আমি এমন ওষুধ গ্রহণ করবো না।' তিনি দাবি করেন, তাঁর এই ধর্মীয় বিশ্বাসের সঙ্গে তাঁর কর্মক্ষেত্রের দায়িত্ববোধের কোনো বিরোধ নেই।
লিয়া কুশম্যান আরও বলেন, 'বাইডেন প্রশাসন আমাদের সার্বভৌম অধিকার ক্ষুণ্ন করছে।'
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রোগীদের নিরাপদে রাখার স্বার্থে এরই মধ্যে বেশ কয়েকটি হাসপাতালে স্বাস্থ্যকর্মীদের টিকা নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। তবে এই নীতি গ্রহণের ফলে করোনার ডেলটা ধরনে যখন যুক্তরাষ্ট্র ধুঁকছে ঠিক সেই মুহূর্তে অনেক স্বাস্থ্যকর্মীকে হারাতে হয়েছে।
যুক্তরাষ্ট্রের আপার কানেকটিকাট ভ্যালি হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা স্কট কলবি বলেছেন, 'টিকা নিয়ে যে আদেশ দেওয়া হয়েছে সেটি যুক্তিযুক্ত। কেননা যেসব স্বাস্থ্যকর্মীরা টিকা নেননি তাঁদের মধ্য থেকেই বেশির ভাগ করোনায় আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়েছেন।'
যুক্তরাষ্ট্রের চাপে ভারত যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে— এমন বক্তব্য নাকচ করে ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘সন্ত্রাসের’ বিরুদ্ধে লড়াইয়ে ভারতকে সঙ্গ না দিয়ে পাকিস্তান ভুল করেছে। তারা উল্টো ভারতের স্কুল, হাসপাতাল, সাধারণ মানুষের ঘরবাড়ি, উপাসনালয়ে হামলা চালিয়েছে, সেখানেও ব্যর্থ তারা।
১১ মিনিট আগেএকটি ভিডিও ও ছবি ঘিরে অভিযোগ উঠেছে, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ তাঁর সামনে রাখা কোকেন লুকানোর চেষ্টা করছেন। তবে এই অভিযোগকে ভিত্তিহীন ও ভুয়া সংবাদ হিসেবে আখ্যা দিয়েছে ফ্রান্স। একটি ট্রেনের কামরায় মাখোঁর পাশে সেই সময়টিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং জার্মান রাজনীতিক
২ ঘণ্টা আগেহামাস জানিয়েছে, তারা আজ সোমবার গাজায় এক ইসরায়েলি-আমেরিকান জিম্মিকে মুক্তি দিয়েছে। তবে বৃহত্তর যুদ্ধবিরতি বা জিম্মি মুক্তি নিয়ে কোনো চুক্তি হয়নি। আন্তর্জাতিক রেডক্রস সোসাইটি এদান আলেকজান্ডারের মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগেবেলজিয়ামে খুঁজে পাওয়া একটি কঙ্কালের ডিএনএ পরীক্ষায় শনাক্ত হয়েছেন প্রথম বিশ্বযুদ্ধে নিহত ব্রিটিশ সেনা প্রাইভেট জন টেইম। সোমবার যুক্তরাজ্য-ভিত্তিক দ্য টাইমস জানিয়েছে, মৃত্যুর প্রায় ১০৮ বছর পর গত ৮ মে টেইমকে পূর্ণ সামরিক মর্যাদায় সমাহিত করা হয়েছে।
৩ ঘণ্টা আগে