Ajker Patrika

জরিমানার ভয় পায়নি ভারত, এবার শুল্ক বাড়ানোর হুমকি ট্রাম্পের

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ০৪ আগস্ট ২০২৫, ২২: ০৯
ডোনাল্ড ট্রাম্প ও নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত
ডোনাল্ড ট্রাম্প ও নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতের ওপর নতুন শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি অভিযোগ করেন, ভারত রাশিয়া থেকে বিপুল পরিমাণ তেল কিনছে। আর তা চড়া দামে খোলা বাজারে বিক্রি করে মোটা অঙ্কের মুনাফা করছে।

ট্রাম্প তাঁর ট্রুথ সোশ্যালে পোস্টে লিখেছেন, ‘ভারত শুধু রাশিয়া থেকে বিপুল পরিমাণ তেলই কিনছে না, তারা সেই তেলের বড় অংশ খোলাবাজারে বিক্রি করে বড় লাভ করছে। ইউক্রেনে রুশ যুদ্ধ যন্ত্রের কারণে কত মানুষ মারা যাচ্ছে, তা নিয়ে তাদের কোনো মাথাব্যথা নেই।’

এরপর তিনি হুমকি দেন, ‘এ কারণে আমি ভারতের ওপর আরোপিত শুল্ক আরও বাড়াব।’ তবে নতুন শুল্কের হার কত হবে, তা তিনি উল্লেখ করেননি।

প্রেসিডেন্ট ট্রাম্পের ট্রুথ সোশ্যাল পোস্ট। ছবি: সংগৃহীত
প্রেসিডেন্ট ট্রাম্পের ট্রুথ সোশ্যাল পোস্ট। ছবি: সংগৃহীত

এর আগে ট্রাম্প ঘোষণা করেছিলেন, ভারত থেকে আমদানি করা পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে। পাশাপাশি রাশিয়া থেকে পণ্য কেনার জন্য ভারতকে অতিরিক্ত ‘জরিমানা’ আরোপ করা হবে বলেও তিনি জানিয়েছিলেন। তবে ট্রাম্পের জরিমানার ঘোষণায় ভয় পায়নি ভারত। তাই এবার নতুন করে শুল্ক আরোপের হুমকি দিলেন ট্রাম্প।

তবে ভারতের সরকারি সূত্রগুলো বলছে, এই শুল্কের প্রভাব ভারতীয় অর্থনীতির ওপর ‘নগণ্য’ হবে। জিডিপিতে এর ক্ষতি শূন্য দশমিক ২ শতাংশের বেশি হবে না বলে সূত্রগুলো মনে করছে।

সপ্তাহান্তে সরকারি সূত্রগুলো আরও জানায়, ভারতের তেল কোম্পানিগুলো রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে না; কারণ, ভারতের জ্বালানি ক্রয় ‘জাতীয় স্বার্থ ও বাজার ব্যবস্থার’ ওপর ভিত্তি করে নির্ধারিত হয়। আর এগুলো দীর্ঘমেয়াদি তেল চুক্তি। রাতারাতি কেনা বন্ধ করা এত সহজ নয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জুলাই জাতীয় সনদ: গণভোটের সময়ে অনড় জামায়াত-এনসিপি

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব এহসানুল হক

লন্ডনে ইলিয়াস কাঞ্চনের সঙ্গে দেখা করে চিকিৎসার খোঁজখবর নিয়েছিলেন রোজিনা

গাজায় অবস্থান পুনরুদ্ধার করছে হামাস, ইসরায়েলপন্থীদের দিচ্ছে শাস্তি

সীমা লঙ্ঘনকারীরা বিচারের মুখোমুখি হোক—সেনা কর্মকর্তাদের নামে গ্রেপ্তারি পরোয়ানা প্রসঙ্গে বিএনপি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত