Ajker Patrika

আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহারের বিষয়ে আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন বাইডেন

আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহারের বিষয়ে আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন বাইডেন

তালেবানের বিরুদ্ধে ২০ বছর যুদ্ধের পর আফগানিস্তান থেকে চূড়ান্তভাবে যুক্তরাষ্ট্রের চলে যাওয়া বিষয়ে মঙ্গলবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

এএফপি’র এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সর্বশেষ সামরিক বিমান কাবুল বিমানবন্দর ছেড়েছে পেন্টাগন এমন ঘোষণা দেওয়ার স্বল্প সময় পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এক বিবৃতিতে বলেন, ‘আজ বিকেলে আমি আফগানিস্তানে আমাদের উপস্থিতি ৩১ আগস্ট থেকে না বাড়ানোর সিদ্ধান্তের বিষয়ে আমেরিকান জনগণের উদ্দেশে ভাষণ দেব।’

এদিকে হোয়াইট হাউস জানায়, বেলা দেড়টায় (গ্রিনিচ মান সময় ১৭৩০ টা) প্রেসিডেন্ট বাইডেন জাতির উদ্দেশে ভাষণ দেবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত