Ajker Patrika

রাশিয়ার ওপর ‘চরম শুল্ক’ আরোপের হুমকি ট্রাম্পের

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ১৫ জুলাই ২০২৫, ০০: ৩০
ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ছবি: রয়টার্সের সৌজন্যে
ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ছবি: রয়টার্সের সৌজন্যে

রাশিয়ার ওপর ‘চরম শুল্ক’ আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেছেন, আগামী ৫০ দিনের মধ্যে যদি ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে রাশিয়া কোনো চুক্তি না করে, তবে ১০০ শতাংশ সেকেন্ডারি ট্যারিফ আরোপ করা হবে। স্থানীয় সময় গতকাল রোববার (১৪ জুলাই) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন ট্রাম্প। এ সময় রাশিয়ার প্রতি নিজের ‘অসন্তুষ্টি’ প্রকাশ করেন প্রেসিডেন্ট।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প হুমকি দিয়েছেন, ‘যদি যুদ্ধবিরতি চুক্তি না হয়, তাহলে আগামী ৫০ দিনের মধ্যে রাশিয়ার ওপর ১০০ শতাংশ সেকেন্ডারি ট্যারিফ আরোপ করা হবে। এই শুল্ক আরোপের জন্য কংগ্রেসের নিম্নকক্ষ (হাউস) বা উচ্চকক্ষের (সিনেট) অনুমতির প্রয়োজন হবে না।’

এদিকে ট্রাম্পের এই ঘোষণার পরই মস্কো স্টক এক্সচেঞ্জের সূচক বেড়েছে। বিশ্লেষকেরা মনে করছেন, বিনিয়োগকারীরা হয়তো ট্রাম্পের পক্ষ থেকে আরও কঠোর শুল্কের প্রত্যাশা করছিলেন। কারণ, এর আগে ৫০০ শতাংশ পর্যন্ত সেকেন্ডারি ট্যারিফের খবর শোনা গিয়েছিল। ট্রাম্প অবশ্য বলেছেন, একটি নির্দিষ্ট সংখ্যার পর আর শুল্কের পরিমাণ গুরুত্বপূর্ণ নয়, ১০০ শতাংশ শুল্কই যথেষ্ট।

ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধের আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন। অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি তাঁর ‘হতাশা’ ব্যক্ত করেছেন। তিনি বলেন, ‘ক্ষেপণাস্ত্র কিয়েভে আঘাত না করা পর্যন্ত সবকিছুই শুধু কথা।’ ট্রাম্পের দাবি, ২০২২ সালে তিনি প্রেসিডেন্ট থাকলে রাশিয়া কখনো ইউক্রেন আক্রমণ করত না। তিনি পুতিনের সঙ্গে প্রায় সময় কথা বলতেন এবং যুদ্ধের আগমন দেখতে পাচ্ছিলেন।

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, যুক্তরাষ্ট্র সেরা সামরিক সরঞ্জাম, সেরা ক্ষেপণাস্ত্র তৈরি করে। তিনি ঘোষণা করেন, এই অস্ত্রগুলো ন্যাটো জোটের কাছে পাঠানো হবে।

ট্রাম্প আবারও দাবি করেছেন, তিনি বেশ কয়েকটি আন্তর্জাতিক সংঘাতের সমাধান করেছেন। তিনি বলেন, ‘ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার সঙ্গে প্রায় চারবার চুক্তি হওয়ার কথা ছিল, কিন্তু আমরা এখনো আলোচনা করছি।’ তাঁর মতে, অনেক আগেই এই চুক্তি সম্পন্ন হওয়া উচিত ছিল, কিন্তু যুদ্ধ দীর্ঘায়িত হচ্ছে এবং এতে বহু রুশ ও ইউক্রেনীয় সৈনিক মারা যাচ্ছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব এহসানুল হক

‘কলিজা ছেঁড়ার’ হুমকি সারজিসের: ৮ মিনিট বিদ্যুৎ-বিভ্রাটের কারণ জানাল নেসকো

যুক্তরাষ্ট্র ছাড়ছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ দম্পতি অভিজিৎ ও দুফলো

তেল আবিবে মহাসমাবেশ: নেতানিয়াহুর নাম বলতেই মার্কিন দূতকে থামিয়ে দুয়োধ্বনি, ট্রাম্পের নামে স্লোগান

গাজায় অবস্থান পুনরুদ্ধার করছে হামাস, ইসরায়েলপন্থীদের দিচ্ছে শাস্তি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত