Ajker Patrika

ইউক্রেনকে ৩ হাজার ৩০০ কোটি ডলার সহায়তা দিতে চান বাইডেন

ইউক্রেনকে ৩ হাজার ৩০০ কোটি ডলার সহায়তা দিতে চান বাইডেন

ইউক্রেনকে যুদ্ধকালীন সহায়তা হিসেবে ৩ হাজার ৩০০ কোটি ডলার দিতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এ উদ্দেশ্যে তিনি গতকাল বৃহস্পতিবার কংগ্রেসের কাছে ৩ হাজার ৩০০ কোটি ডলার চেয়েছেন। গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে আগ্রাসন শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সামরিক ও আর্থিক সহায়তা দিয়ে আসছে। এবার কংগ্রেসের কাছে মার্কিন প্রেসিডেন্টের এই বিপুল পরিমাণ অর্থ চাওয়াকে ইউক্রেনে সহায়তার ক্ষেত্রে নাটকীয় বৃদ্ধি হিসেবে দেখা হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

জো বাইডেন বলেছেন, ‘যুক্তরাষ্ট্র রাশিয়া আক্রমণ করছে না, বরং ইউক্রেনকে সামরিক, অর্থনৈতিক ও মানবিক সহায়তা দিচ্ছে।’ 

রয়টার্স জানিয়েছে, এই বিপুল পরিমাণ সহায়তার মধ্যে অস্ত্র, গোলাবারুদ এবং অন্যান্য সামরিক সহায়তা হিসেবে ২ হাজার কোটি ডলার ব্যয় করতে চান প্রেসিডেন্ট বাইডেন। এ ছাড়া ইউক্রেন সরকারকে আর্থিক সহায়তা হিসেবে ৮৫০ কোটি ডলার এবং মানবিক সহায়তা হিসেবে ৩০০ কোটি ডলার দিতে চান মার্কিন প্রেসিডেন্ট। এই যুদ্ধের খরচ কম নয়, বরং আগ্রাসনকারীদের জন্য আরও ব্যয়বহুল হয়ে উঠছে।’ 

এই যুদ্ধে যুক্তরাষ্ট্র তার নিজের সেনা বা ন্যাটো বাহিনীকে পাঠায়নি, তবে ইউক্রেন বাহিনীকে অস্ত্র সরবরাহ অব্যাহত রেখেছে। ওয়াশিংটন এবং তার ইউরোপীয় মিত্ররা কিয়েভকে যেসব অস্ত্র সরবরাহ করেছে তার মধ্যে রয়েছে ড্রোন, ভারী কামান, বিমান বিধ্বংসী স্টিংগার এবং অ্যান্টি-ট্যাংক জ্যাভলিন মিসাইল। 

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্রের এই উদ্যোগকে ‘খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ বলে অভিহিত করেছেন। বৃহস্পতিবার গভীর রাতে এক ভিডিও বক্তৃতায় তিনি বলেন, ‘আমি আমেরিকান জনগণের কাছে এবং ব্যক্তিগতভাবে প্রেসিডেন্ট বাইডেনের কাছে কৃতজ্ঞ। আমি আশা করি, কংগ্রেস আমাদের রাজ্যে সাহায্যের জন্য এই অনুরোধটি দ্রুত অনুমোদন করবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লতিফ সিদ্দিকী, ঢাবি অধ্যাপক কার্জনসহ ডিবি হেফাজতে ১৫ জন সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে লতিফ সিদ্দিকী অবরুদ্ধ, নেওয়া হলো পুলিশি হেফাজতে

আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, ঢাবি শিক্ষক কার্জনসহ ১১ জন ডিবি হেফাজতে

পুলিশের ওপর ৪ দফা হামলা, গাজীপুরের শীর্ষ সন্ত্রাসীকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

বড় ভাইসহ ডিবি হেফাজতে থাকা সবার সসম্মানে মুক্তি চাই: কাদের সিদ্দিকী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত