আজকের পত্রিকা ডেস্ক
উত্তর আফ্রিকার মরক্কোয় আবিষ্কৃত হলো এক বিস্ময়কর ডাইনোসর—স্পাইকোমেলাস। বিজ্ঞানীরা জানিয়েছেন, প্রায় ১৬ কোটি ৫০ লাখ বছর আগে জুরাসিক যুগে এই প্রাণী বসবাস করত। মরক্কোর বুলেমেন শহরের কাছে আটলাস পর্বতমালায় এর জীবাশ্ম পাওয়া গেছে।
প্রায় চার মিটার লম্বা এবং দুই টন ওজনের এই ডাইনোসর ছিল ‘অ্যাঙ্কাইলোসরাস’ নামে পরিচিত বর্মযুক্ত ট্যাংক সদৃশ ডাইনোসরের প্রাচীনতম সদস্য। যুক্তরাজ্যের বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের জীবাশ্ম বিশেষজ্ঞ রিচার্ড বাটলার বলেন, ‘স্পাইকোমেলাসের বর্ম একেবারেই ব্যতিক্রমী। অন্য কোনো ডাইনোসর বা জীবিত প্রাণীর মধ্যেও এমন দেখা যায়নি।’
গবেষকদের মতে, এই প্রাণীর দেহে প্রতিটি পাঁজরের পাশে ধারালো লম্বা কাঁটা ছিল, আর গলার চারপাশ থেকে লম্বা কাঁটা বেরিয়ে থাকত। কিছু কাঁটা ছিল প্রায় এক মিটার দীর্ঘ।
এই অদ্ভুত বর্ম প্রাণীটি কী কাজে লাগত, তা নিয়ে অবশ্য বিতর্ক রয়েছে। একদিকে এটি হয়তো বড় মাংসাশী ডাইনোসরের হাত থেকে রক্ষা পেত, আবার সঙ্গীকে আকর্ষণের মাধ্যম হিসেবেও হয়তো এটি ব্যবহৃত হতো।
এই গবেষণাটির সহ-নেতা এবং লন্ডনের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের বিশেষজ্ঞ সুসান্না মেইডমেন্ট বলেন, ‘হরিণের শিং কিংবা ময়ূরের লেজের মতোই হয়তো এই কাঁটাগুলো মিলন বা প্রতিদ্বন্দ্বিতার সময় কাজে লাগত। ঘন বনভূমিতে এগুলো বেশ ঝামেলার কারণ হতো, তাই আমরা ধারণা করি—এগুলো শুধু দেখানোর জন্য বিবর্তিত হয়েছিল।’
জীবাশ্মে দেখা গেছে, এর লেজের হাড়গুলো বিশেষভাবে যুক্ত ছিল, যা ইঙ্গিত করে লেজে হয়তো কোনো ক্লাব বা কাঁটার মতো অস্ত্র ছিল। এর মানে হলো, অ্যাঙ্কাইলোসরাসদের লেজকে অস্ত্র হিসেবে ব্যবহারের ইতিহাস আগের ধারণার চেয়ে ৩ কোটি বছর পুরোনো।
অ্যাঙ্কাইলোসরাসেরা ছিল অন্যতম সফল উদ্ভিদভোজী ডাইনোসর। তারা ছিল স্টেগোসরাসের ঘনিষ্ঠ আত্মীয়, যাদের পিঠে বর্ম আর লেজে কাঁটা থাকত। তবে স্টেগোসরাস বিলুপ্ত হলেও অ্যাঙ্কাইলোসরাসেরা বেঁচে ছিল ডাইনোসরের শেষ যুগ পর্যন্ত। সবচেয়ে পরিচিত প্রজাতি অ্যাঙ্কাইলোসরাস, যা আট মিটার লম্বা হতো এবং ভয়ংকর শিকারি টাইরানোসরাসের বিরুদ্ধেও টিকে থাকতে পারত।
স্পাইকোমেলাসের জীবাশ্ম এটাই প্রমাণ করছে যে, প্রাচীন ডাইনোসরেরা মোটেও সাধারণ গড়নের ছিল না। বরং বিবর্তনের প্রথম ধাপেই তারা জটিল ও অভিনব শরীরী বৈশিষ্ট্য অর্জন করেছিল।
উত্তর আফ্রিকার মরক্কোয় আবিষ্কৃত হলো এক বিস্ময়কর ডাইনোসর—স্পাইকোমেলাস। বিজ্ঞানীরা জানিয়েছেন, প্রায় ১৬ কোটি ৫০ লাখ বছর আগে জুরাসিক যুগে এই প্রাণী বসবাস করত। মরক্কোর বুলেমেন শহরের কাছে আটলাস পর্বতমালায় এর জীবাশ্ম পাওয়া গেছে।
প্রায় চার মিটার লম্বা এবং দুই টন ওজনের এই ডাইনোসর ছিল ‘অ্যাঙ্কাইলোসরাস’ নামে পরিচিত বর্মযুক্ত ট্যাংক সদৃশ ডাইনোসরের প্রাচীনতম সদস্য। যুক্তরাজ্যের বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের জীবাশ্ম বিশেষজ্ঞ রিচার্ড বাটলার বলেন, ‘স্পাইকোমেলাসের বর্ম একেবারেই ব্যতিক্রমী। অন্য কোনো ডাইনোসর বা জীবিত প্রাণীর মধ্যেও এমন দেখা যায়নি।’
গবেষকদের মতে, এই প্রাণীর দেহে প্রতিটি পাঁজরের পাশে ধারালো লম্বা কাঁটা ছিল, আর গলার চারপাশ থেকে লম্বা কাঁটা বেরিয়ে থাকত। কিছু কাঁটা ছিল প্রায় এক মিটার দীর্ঘ।
এই অদ্ভুত বর্ম প্রাণীটি কী কাজে লাগত, তা নিয়ে অবশ্য বিতর্ক রয়েছে। একদিকে এটি হয়তো বড় মাংসাশী ডাইনোসরের হাত থেকে রক্ষা পেত, আবার সঙ্গীকে আকর্ষণের মাধ্যম হিসেবেও হয়তো এটি ব্যবহৃত হতো।
এই গবেষণাটির সহ-নেতা এবং লন্ডনের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের বিশেষজ্ঞ সুসান্না মেইডমেন্ট বলেন, ‘হরিণের শিং কিংবা ময়ূরের লেজের মতোই হয়তো এই কাঁটাগুলো মিলন বা প্রতিদ্বন্দ্বিতার সময় কাজে লাগত। ঘন বনভূমিতে এগুলো বেশ ঝামেলার কারণ হতো, তাই আমরা ধারণা করি—এগুলো শুধু দেখানোর জন্য বিবর্তিত হয়েছিল।’
জীবাশ্মে দেখা গেছে, এর লেজের হাড়গুলো বিশেষভাবে যুক্ত ছিল, যা ইঙ্গিত করে লেজে হয়তো কোনো ক্লাব বা কাঁটার মতো অস্ত্র ছিল। এর মানে হলো, অ্যাঙ্কাইলোসরাসদের লেজকে অস্ত্র হিসেবে ব্যবহারের ইতিহাস আগের ধারণার চেয়ে ৩ কোটি বছর পুরোনো।
অ্যাঙ্কাইলোসরাসেরা ছিল অন্যতম সফল উদ্ভিদভোজী ডাইনোসর। তারা ছিল স্টেগোসরাসের ঘনিষ্ঠ আত্মীয়, যাদের পিঠে বর্ম আর লেজে কাঁটা থাকত। তবে স্টেগোসরাস বিলুপ্ত হলেও অ্যাঙ্কাইলোসরাসেরা বেঁচে ছিল ডাইনোসরের শেষ যুগ পর্যন্ত। সবচেয়ে পরিচিত প্রজাতি অ্যাঙ্কাইলোসরাস, যা আট মিটার লম্বা হতো এবং ভয়ংকর শিকারি টাইরানোসরাসের বিরুদ্ধেও টিকে থাকতে পারত।
স্পাইকোমেলাসের জীবাশ্ম এটাই প্রমাণ করছে যে, প্রাচীন ডাইনোসরেরা মোটেও সাধারণ গড়নের ছিল না। বরং বিবর্তনের প্রথম ধাপেই তারা জটিল ও অভিনব শরীরী বৈশিষ্ট্য অর্জন করেছিল।
সংস্কৃত ‘অগ্নি’ শব্দের অর্থ আগুন। ১৭ দশমিক ৫ মিটার লম্বা অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রটির ওজন ৫০ হাজার কেজি। এটি ১ হাজার কেজির বেশি ওজনের পারমাণবিক বা প্রচলিত পেলোড বহন করতে সক্ষম। এর পাল্লা ৫ হাজার কিলোমিটারের বেশি এবং গতি প্রতি ঘণ্টায় প্রায় ৩০ হাজার কিলোমিটার, যা এটিকে বিশ্বের দ্রুততম ব্যালিস্টিক...
৫ ঘণ্টা আগেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেছেন ফেডারেল রিজার্ভ (ফেড) গভর্নর লিসা কুক। তিনি অভিযোগ করেছেন, তাঁকে অপসারণ করার প্রেসিডেন্টের কোনো সাংবিধানিক ক্ষমতা নেই। এর ফলে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের দীর্ঘদিনের স্বাধীনতার রীতি নতুন করে আইনি পরীক্ষার মুখে পড়তে যাচ্ছে।
৬ ঘণ্টা আগেপ্রস্তাবিত নতুন নিয়ম অনুযায়ী, এফ ভিসা (আন্তর্জাতিক শিক্ষার্থী), জে ভিসা (সাংস্কৃতিক বিনিময় কর্মসূচির অংশগ্রহণকারী) ও আই ভিসার (গণমাধ্যমকর্মী) মেয়াদ নির্দিষ্ট করে দেওয়া হবে। বর্তমানে এ ভিসাগুলো একটি নির্দিষ্ট কর্মসূচির সময়কাল বা যুক্তরাষ্ট্রে কর্মসংস্থানের মেয়াদ পর্যন্ত বৈধ থাকে।
৭ ঘণ্টা আগেফিনল্যান্ডের বিমানবাহিনী তাদের বিভিন্ন ইউনিটের পতাকা থেকে স্বস্তিকা চিহ্ন সরিয়ে ফেলার পরিকল্পনা করছে। কারেলিয়া এয়ার উইংয়ের নতুন কমান্ডার কর্নেল তোমি বোহম জানিয়েছেন, এ সিদ্ধান্তের পেছনে রয়েছে বিদেশি চাপ। বিশেষ করে, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করার সময় এ প্রতীক ব্যবহারের কারণে বিব্রতকর...
৭ ঘণ্টা আগে