অনলাইন ডেস্ক
ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ১০০ দিন হলো। সম্প্রতি তিনি বেশ জমকালোভাবেই তাঁর ১০০তম দিন পূর্তি উদ্যাপন করেছেন। অনুষ্ঠানে তিনি অভিযোগ করেছেন, তাঁর ক্ষমতা কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। তবে কোনো কিছুই তাঁকে ‘থামাতে পারবে না।’
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প মিশিগানে নির্বাচনী প্রচারণার আদলে আয়োজিত র্যালির মাধ্যমে তাঁর ক্ষমতার ১০০তম দিন উদ্যাপিত করেছেন। এ সময় তিনি ‘কমিউনিস্ট উগ্র বামপন্থী বিচারকদের’ আক্রমণ করেন। তিনি অভিযোগ করেন যে, তারা তাঁর ক্ষমতা কেড়ে নেওয়ার চেষ্টা করছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘কিছুই আমাকে থামাতে পারবে না।’
র্যালিতে ট্রাম্প একটি ভিডিও পরিবেশন করেন। এতে ভেনেজুয়েলার অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে এল সালভাদরের একটি কুখ্যাত কারাগারে পাঠানোর দৃশ্য দেখানো হয়। এর সঙ্গে হলিউড ঘরানার আবহসংগীত যুক্ত ছিল। দর্শকদের মধ্যে প্রবল উল্লাস ও অনুমোদন দেখা যায়।
ট্রাম্পের মিশিগানকে বেছে নেওয়ার কারণ ছিল এটি একটি ‘ব্যাটলগ্রাউন্ড’ রাজ্য। গত নভেম্বরের নির্বাচনে এই রাজ্যই তাঁকে তৎকালীন ভাইস প্রেসিডেন্ট কামলা হ্যারিসের বিরুদ্ধে জয় পেতে সাহায্য করেছিল। পাশাপাশি, শুল্কনীতির সম্ভাব্য সুবিধাভোগী হিসেবেও রাজ্যটির গুরুত্ব রয়েছে। তাঁর দাবি অনুযায়ী এই নীতি যুক্তরাষ্ট্রের উৎপাদন খাতকে পুনরুজ্জীবিত করবে। তবে ডেট্রয়েটের কাছে ওয়ারেন শহরের বিশাল ক্রীড়া ও প্রদর্শনী কেন্দ্রে তিনি যে জনসভা করেন সেখানে অর্ধেক খালি ছিল। তাঁর এলোমেলো ও দীর্ঘ ৮৯ মিনিটের বক্তৃতার শেষ হওয়ার আগেই বহু লোক সেখান থেকে বেরিয়ে যান।
ট্রাম্প ঘোষণা করেন, ‘আমরা আজ রাতে আমাদের জাতির কেন্দ্রস্থলে একত্র হয়েছি প্রশাসনের সবচেয়ে সফল ১০০তম দিন উদ্যাপনের জন্য।’ তিনি দাবি করেন, এটি আমাদের দেশের ইতিহাসে আর কারও নেই। তিনি বলেন, ‘১০০ দিনে আমরা ওয়াশিংটনে প্রায় ১০০ বছরের মধ্যে সবচেয়ে গভীর পরিবর্তন এনেছি।’
ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ১০০ দিন হলো। সম্প্রতি তিনি বেশ জমকালোভাবেই তাঁর ১০০তম দিন পূর্তি উদ্যাপন করেছেন। অনুষ্ঠানে তিনি অভিযোগ করেছেন, তাঁর ক্ষমতা কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। তবে কোনো কিছুই তাঁকে ‘থামাতে পারবে না।’
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প মিশিগানে নির্বাচনী প্রচারণার আদলে আয়োজিত র্যালির মাধ্যমে তাঁর ক্ষমতার ১০০তম দিন উদ্যাপিত করেছেন। এ সময় তিনি ‘কমিউনিস্ট উগ্র বামপন্থী বিচারকদের’ আক্রমণ করেন। তিনি অভিযোগ করেন যে, তারা তাঁর ক্ষমতা কেড়ে নেওয়ার চেষ্টা করছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘কিছুই আমাকে থামাতে পারবে না।’
র্যালিতে ট্রাম্প একটি ভিডিও পরিবেশন করেন। এতে ভেনেজুয়েলার অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে এল সালভাদরের একটি কুখ্যাত কারাগারে পাঠানোর দৃশ্য দেখানো হয়। এর সঙ্গে হলিউড ঘরানার আবহসংগীত যুক্ত ছিল। দর্শকদের মধ্যে প্রবল উল্লাস ও অনুমোদন দেখা যায়।
ট্রাম্পের মিশিগানকে বেছে নেওয়ার কারণ ছিল এটি একটি ‘ব্যাটলগ্রাউন্ড’ রাজ্য। গত নভেম্বরের নির্বাচনে এই রাজ্যই তাঁকে তৎকালীন ভাইস প্রেসিডেন্ট কামলা হ্যারিসের বিরুদ্ধে জয় পেতে সাহায্য করেছিল। পাশাপাশি, শুল্কনীতির সম্ভাব্য সুবিধাভোগী হিসেবেও রাজ্যটির গুরুত্ব রয়েছে। তাঁর দাবি অনুযায়ী এই নীতি যুক্তরাষ্ট্রের উৎপাদন খাতকে পুনরুজ্জীবিত করবে। তবে ডেট্রয়েটের কাছে ওয়ারেন শহরের বিশাল ক্রীড়া ও প্রদর্শনী কেন্দ্রে তিনি যে জনসভা করেন সেখানে অর্ধেক খালি ছিল। তাঁর এলোমেলো ও দীর্ঘ ৮৯ মিনিটের বক্তৃতার শেষ হওয়ার আগেই বহু লোক সেখান থেকে বেরিয়ে যান।
ট্রাম্প ঘোষণা করেন, ‘আমরা আজ রাতে আমাদের জাতির কেন্দ্রস্থলে একত্র হয়েছি প্রশাসনের সবচেয়ে সফল ১০০তম দিন উদ্যাপনের জন্য।’ তিনি দাবি করেন, এটি আমাদের দেশের ইতিহাসে আর কারও নেই। তিনি বলেন, ‘১০০ দিনে আমরা ওয়াশিংটনে প্রায় ১০০ বছরের মধ্যে সবচেয়ে গভীর পরিবর্তন এনেছি।’
২০০০ সালের ১০ আগস্ট। আর্কটিক সার্কেলের ওপরে ব্যারেন্টস সাগরে সামরিক কৌশল অনুশীলনে অংশ নিতে বন্দর ছেড়ে যায় রাশিয়ার পারমাণবিক সাবমেরিন ‘কুরস্ক’। দুই দিন পর অর্থাৎ ১২ আগস্ট সেটির একটি অনুশীলন টর্পেডো ছোড়ার কথা ছিল। কিন্তু টর্পেডোটি ছোড়ার আগেই সাগরের তলদেশে হারিয়ে যায় সাবমেরিনটি। পরে এর ১১৮ জন ক্রুকেই
১ মিনিট আগেইসরায়েলে ফিলিস্তিনি শ্রমিকদের শূন্যস্থান পূরণে ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত ২০ হাজারের বেশি ভারতীয় শ্রমিক দেশটিতে গেছে। এমনটাই জানিয়েছে ভারত সরকার জানিয়েছে। গাজায় ইসরায়েলের চলমান অভিযানের মধ্যেই এ খবর প্রকাশ্যে এল। এটি আন্তর্জাতিক পরিমণ্ডলে ইসরায়েলের প্রতি চাপ বাড়ার সময় ভারতের গুরুত্বপ
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় একটি ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন। যাঁদের মধ্যে পাঁচজনের অবস্থাই সংকটাপন্ন। গতকাল সোমবার স্থানীয় সময় সকালে পিটসবার্গের কাছে ইউএস স্টিলের ক্লেয়ারটন কারখানায় এ বিস্ফোরণ হয়েছে। নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে।
১ ঘণ্টা আগেমিয়ানমারে রোহিঙ্গা শরণার্থীদের জন্য শান্তি স্থাপন ও মানবিক সহায়তা পৌঁছে দিতে মালয়েশিয়া, বাংলাদেশ ও আঞ্চলিক কয়েকটি দেশ যৌথভাবে একটি প্রতিনিধিদল পাঠাতে যাচ্ছে। আজ মঙ্গলবার দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম শক্তিশালী রাষ্ট্র মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এই ঘোষণা দেন। খবর সিঙ্গাপুরভিত্তিক
১ ঘণ্টা আগে