Ajker Patrika

সালমানকে হত্যার হুমকি: বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে ভারত সরকারের সংশ্লিষ্টতার দাবি কানাডার

আপডেট : ১৫ অক্টোবর ২০২৪, ১২: ৩৪
সালমানকে হত্যার হুমকি: বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে ভারত সরকারের সংশ্লিষ্টতার দাবি কানাডার

ভারতের আলোচিত লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং বলিউড অভিনেতা সালমান খানকে হত্যার হুমকি দিয়েছে একাধিকবার। সেই বিষ্ণোই গ্যাং নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করেছেন কানাডা পুলিশের এক শীর্ষ কর্মকর্তা। রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের (আরসিএমপি) কমিশনার মাইক ডুহিন বলেছেন, ভারত সরকারের কর্মকর্তারা কানাডায় দক্ষিণ এশীয় সম্প্রদায়ের, বিশেষ করে খালিস্তান আন্দোলনকারীদের, মানুষকে লক্ষ্যবস্তু করার জন্য বিষ্ণোই গ্যাংয়ের অপরাধীদের ব্যবহার করছে। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, গতকাল সোমবার মাইক ডুহিন এ মন্তব্য করেন। একই দাবি করেন তার সহযোগী ব্রিজিত গোভান। তাঁদের এই মন্তব্য এমন এক সময়ে করা হয়েছে, যখন ভারত ও কানাডা কর্তৃপক্ষ নিজ নিজ দেশ থেকে অপর পক্ষের শীর্ষ কূটনীতিকসহ ছয়জন করে বহিষ্কার করেছে। 

শিখ আন্দোলনের নেতা হরদীপ সিং নিজ্জার হত্যার তদন্তের সঙ্গে ভারতের রাষ্ট্রদূত যুক্ত বলে অভিযোগ করেছে অটোয়া। তবে এই অভিযোগ দৃঢ়ভাবে খারিজ করেছে নয়াদিল্লি। বিষয়টি নতুন করে ভারত ও কানাডার মধ্যকার তলানিতে থাকা সম্পর্ককে আরও কঠিন করে তুলেছে। কানাডা গতকাল সোমবার দেশটিতে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতসহ ছয় ভারতীয় কূটনীতিককে বহিষ্কার করে। প্রতিক্রিয়ায় ভারতও নয়াদিল্লিতে নিযুক্ত কানাডার রাষ্ট্রদূতসহ ছয় কূটনীতিককে বহিষ্কার করে। 

ব্রিজিত গোভান সংবাদ সম্মেলনে বলেন, ‘তারা (ভারত সরকার) দক্ষিণ এশীয় সম্প্রদায়কে টার্গেট করছে...কিন্তু তারা বিশেষভাবে কানাডায় খালিস্তানপন্থীদের টার্গেট করছে। আরসিএমপির দৃষ্টিকোণ থেকে আমরা যা দেখেছি তা হলো, তারা সংগঠিত অপরাধীদের ব্যবহার করছে এই কাজে। তারা প্রকাশ্যে একটি সংগঠিত অপরাধ গোষ্ঠী, বিশেষ করে বিষ্ণোই গ্যাংকে ব্যবহার করেছে। বিষয়টি সবাই জানে। আমরা বিশ্বাস করি, এই গোষ্ঠী ভারত সরকারের এজেন্টদের সঙ্গে যুক্ত।’ 

ব্রিজিত গোভানের বক্তব্য উল্লেখ করে কমিশনার মাইক ডুহিনের কাছে জানতে চাওয়া হয়, ভারত সরকারের এজেন্টদের ‘হত্যা, চাঁদাবাজি, ভয় দেখানো এবং জবরদস্তির’ অভিযোগে অভিযুক্ত করা হচ্ছে কী? জবাবে তিনি স্পষ্টভাবে ‘হ্যাঁ’ বলেন। 

এদিকে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘ভারত সরকার নিম্নলিখিত ছয় কানাডিয়ান কূটনীতিককে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে। তাঁরা হলেন—ভারপ্রাপ্ত হাইকমিশনার স্টুয়ার্ট রস হুইলার, ডেপুটি হাইকমিশনার প্যাট্রিক হেবার্ট, ফার্স্ট সেক্রেটারি ম্যারি ক্যাথরিন জোলি, ফার্স্ট সেক্রেটারি ল্যান রস ডেভিড ট্রিটস, ফার্স্ট সেক্রেটারি অ্যাডাম জেমস চুইপকা। আগামী ১৯ অক্টোবরের মধ্যে তাদের ভারত ত্যাগ করতে বলা হয়েছে।’ 

এর আগে গতকাল নয়াদিল্লি ভারতে নিযুক্ত কানাডার চার্জ দ্য অ্যাফেয়ার্স স্টুয়ার্ট হুইলারকে তলব করে জানায় যে, কানাডায় ভারতীয় হাইকমিশনার ও অন্য কূটনীতিক-কর্মকর্তাদের ভিত্তিহীনভাবে লক্ষ্যবস্তু করার বিষয়টি সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য। 

এদিকে কানাডা থেকে ‘নিজস্ব কূটনীতিকদের প্রত্যাহারের’ বিষয়ে নয়াদিল্লি বলেছে, তারা কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিতের জন্য বর্তমান কানাডিয়ান সরকারের প্রতিশ্রুতিতে কোনো আস্থা রাখে না। নয়াদিল্লি বলেছে, জাপান ও সুদানে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা সঞ্জয় কুমার ভার্মা সম্মানিত একজন কূটনীতিক এবং তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলো ‘হাস্যকর ও অবমাননাকর আচরণ’। 

অপরদিকে, মহারাষ্ট্রের সাবেক প্রতিমন্ত্রী ও বিধায়ক বাবা সিদ্দিকির হত্যাকাণ্ডের পর নতুন করে আলোচনায় এসেছে বিষ্ণোই গ্যাং। তারা হুমকি দিয়েছে, সালমান খানের ঘনিষ্ঠ যারা আছে, তাদের সবাইকে হত্যা করা হবে। এর আগে লরেন্স বিষ্ণোই প্রকাশ্য দিবালোকে আদালতে দাঁড়িয়ে সালমান খানকে হত্যার হুমকি দেন। সর্বশেষ, চলতি বছরের এপ্রিলে সালমান খানের বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়া হয়। তবে এতে সালমান খান বা তাঁর পরিবারের কোনো ক্ষতি হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত