অনলাইন ডেস্ক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করেন, ইউক্রেনের সঙ্গে যুদ্ধে রাশিয়ার বিজয় অবধারিত। হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম পলিটিকো এই তথ্য জানিয়েছে। এই বিষয়টি এমন এক সময়ে সামনে এল, যার কয়েক ঘণ্টা আগেই ট্রাম্প ইউক্রেনে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর ও রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে কথা বলেছেন।
পলিটিকোর প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করেন, ইউক্রেন যুদ্ধে রাশিয়ার বিজয় অবধারিত। গত সোমবার আগামী ৫০ দিনের মধ্যে ইউক্রেন সংঘাত বন্ধে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে না পারলে ট্রাম্প রাশিয়ার বাণিজ্যিক অংশীদার দেশগুলোর ওপর শতভাগ শুল্ক বসানোর হুমকি দিয়েছেন।
এ ছাড়া, মার্কিন প্রেসিডেন্ট ইউক্রেনে নতুন অস্ত্র পাঠানোর অনুমোদন দিয়েছেন, যার খরচ দেবে ন্যাটোর ইউরোপীয় সদস্যরা। তবে মস্কো সতর্ক করে বলেছে যে, ট্রাম্পের এই ঘোষণা কিয়েভকে যুদ্ধ চালিয়ে যাওয়ার সংকেত দিতে পারে।
পলিটিকো জানিয়েছে, ইউক্রেনে রাশিয়ার অব্যাহত হামলায় হতাশ হয়ে ট্রাম্প মস্কোর ওপর চাপ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। সূত্র জানিয়েছে, প্রেসিডেন্ট মনে করেন রাশিয়ার ‘বড় অর্থনীতি’ এবং ‘বিশাল সেনাবাহিনী’ থাকায় ইউক্রেনের বিরুদ্ধে তাদের সামরিক বিজয় নিশ্চিত।
হোয়াইট হাউসের ওই কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, ‘প্রেসিডেন্টের ধারণা হলো—রাশিয়ার বিজয় অবধারিত, এখন প্রশ্ন হলো—এই জয় পেতে কত দিন সময় লাগবে।’ এ সময় তিনি যুদ্ধক্ষেত্রে রাশিয়ার অগ্রগতির কথাও উল্লেখ করেন। গত কয়েক মাসে রাশিয়ান বাহিনী ক্রমাগত অগ্রসর হয়ে লুহানস্ক পিপলস রিপাবলিক পুরোটাই দখল করে নিয়েছে এবং গত বছর ইউক্রেনীয় বাহিনীর কাছে হাতছাড়া হওয়া কুরস্ক অঞ্চলও সম্পূর্ণ মুক্ত করেছে।
রাশিয়া ট্রাম্পের নতুন আল্টিমেটাম প্রত্যাখ্যান করে মস্কোর ওপর চাপ প্রয়োগের চেষ্টার নিন্দা জানিয়েছে। রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই র্যায়াবকভ এই পদ্ধতিকে ‘অগ্রহণযোগ্য’ বলে দাবি করেছেন এবং ওয়াশিংটন ও ন্যাটোকে রাশিয়ার স্বার্থ ও উদ্বেগ সম্মান করতে বলেছেন।
মস্কো বারবার জোর দিয়ে বলেছে যে, তারা পারস্পরিক সম্মানের ভিত্তিতে আলোচনা করতে প্রস্তুত, যাতে কূটনৈতিকভাবে ইউক্রেন সংঘাতের সমাধান হয়। তবে রাশিয়ান কর্মকর্তারা এই অভিযোগও করেছেন যে, কিয়েভ বা পশ্চিমের তরফ থেকে শান্তির জন্য কোনো সত্যিকারের প্রচেষ্টা দেখা যাচ্ছে না। মস্কো পশ্চিমা নেতাদের রাশিয়ার ওপর ‘কৌশলগত পরাজয়’ চাপিয়ে দেওয়ার আহ্বানেরও সমালোচনা করেছেন।
রাশিয়া জোর দিয়ে বলেছে, তারা ইউক্রেনে তাদের সামরিক অভিযানের লক্ষ্য অর্জনে দৃঢ়প্রতিজ্ঞ। কূটনীতির মাধ্যমে এটি করতে তারা পছন্দ করলেও, প্রয়োজনে সামরিক উপায়ও ব্যবহার করতে প্রস্তুত।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করেন, ইউক্রেনের সঙ্গে যুদ্ধে রাশিয়ার বিজয় অবধারিত। হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম পলিটিকো এই তথ্য জানিয়েছে। এই বিষয়টি এমন এক সময়ে সামনে এল, যার কয়েক ঘণ্টা আগেই ট্রাম্প ইউক্রেনে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর ও রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে কথা বলেছেন।
পলিটিকোর প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করেন, ইউক্রেন যুদ্ধে রাশিয়ার বিজয় অবধারিত। গত সোমবার আগামী ৫০ দিনের মধ্যে ইউক্রেন সংঘাত বন্ধে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে না পারলে ট্রাম্প রাশিয়ার বাণিজ্যিক অংশীদার দেশগুলোর ওপর শতভাগ শুল্ক বসানোর হুমকি দিয়েছেন।
এ ছাড়া, মার্কিন প্রেসিডেন্ট ইউক্রেনে নতুন অস্ত্র পাঠানোর অনুমোদন দিয়েছেন, যার খরচ দেবে ন্যাটোর ইউরোপীয় সদস্যরা। তবে মস্কো সতর্ক করে বলেছে যে, ট্রাম্পের এই ঘোষণা কিয়েভকে যুদ্ধ চালিয়ে যাওয়ার সংকেত দিতে পারে।
পলিটিকো জানিয়েছে, ইউক্রেনে রাশিয়ার অব্যাহত হামলায় হতাশ হয়ে ট্রাম্প মস্কোর ওপর চাপ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। সূত্র জানিয়েছে, প্রেসিডেন্ট মনে করেন রাশিয়ার ‘বড় অর্থনীতি’ এবং ‘বিশাল সেনাবাহিনী’ থাকায় ইউক্রেনের বিরুদ্ধে তাদের সামরিক বিজয় নিশ্চিত।
হোয়াইট হাউসের ওই কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, ‘প্রেসিডেন্টের ধারণা হলো—রাশিয়ার বিজয় অবধারিত, এখন প্রশ্ন হলো—এই জয় পেতে কত দিন সময় লাগবে।’ এ সময় তিনি যুদ্ধক্ষেত্রে রাশিয়ার অগ্রগতির কথাও উল্লেখ করেন। গত কয়েক মাসে রাশিয়ান বাহিনী ক্রমাগত অগ্রসর হয়ে লুহানস্ক পিপলস রিপাবলিক পুরোটাই দখল করে নিয়েছে এবং গত বছর ইউক্রেনীয় বাহিনীর কাছে হাতছাড়া হওয়া কুরস্ক অঞ্চলও সম্পূর্ণ মুক্ত করেছে।
রাশিয়া ট্রাম্পের নতুন আল্টিমেটাম প্রত্যাখ্যান করে মস্কোর ওপর চাপ প্রয়োগের চেষ্টার নিন্দা জানিয়েছে। রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই র্যায়াবকভ এই পদ্ধতিকে ‘অগ্রহণযোগ্য’ বলে দাবি করেছেন এবং ওয়াশিংটন ও ন্যাটোকে রাশিয়ার স্বার্থ ও উদ্বেগ সম্মান করতে বলেছেন।
মস্কো বারবার জোর দিয়ে বলেছে যে, তারা পারস্পরিক সম্মানের ভিত্তিতে আলোচনা করতে প্রস্তুত, যাতে কূটনৈতিকভাবে ইউক্রেন সংঘাতের সমাধান হয়। তবে রাশিয়ান কর্মকর্তারা এই অভিযোগও করেছেন যে, কিয়েভ বা পশ্চিমের তরফ থেকে শান্তির জন্য কোনো সত্যিকারের প্রচেষ্টা দেখা যাচ্ছে না। মস্কো পশ্চিমা নেতাদের রাশিয়ার ওপর ‘কৌশলগত পরাজয়’ চাপিয়ে দেওয়ার আহ্বানেরও সমালোচনা করেছেন।
রাশিয়া জোর দিয়ে বলেছে, তারা ইউক্রেনে তাদের সামরিক অভিযানের লক্ষ্য অর্জনে দৃঢ়প্রতিজ্ঞ। কূটনীতির মাধ্যমে এটি করতে তারা পছন্দ করলেও, প্রয়োজনে সামরিক উপায়ও ব্যবহার করতে প্রস্তুত।
‘যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে হামাস অস্ত্রসমর্পণে রাজি হয়েছে’—সংবাদমাধ্যমে প্রকাশিত এমন খবর সঠিক নয়। কাতারি সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, গতকাল শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে হামাস নিজেই। ওই বিবৃতিতে হামাস আরও বলেছে, ইসরায়েলি দখলদারির বিরুদ্ধে লড়াইয়ের আইনি ও জাতীয় অধিকার তাদের রয়েছে।
১ ঘণ্টা আগেচীনের তৈরি অত্যাধুনিক মাল্টিরোল অ্যাটাক হেলিকপ্টার জেট-১০ এখন পাকিস্তান সেনাবাহিনীর হাতে। এক সপ্তাহ ধরে পাকিস্তানি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা গেছে, পাকিস্তান আর্মি এভিয়েশন কর্পস এই হেলিকপ্টারগুলো মাঠপর্যায়ে ব্যবহার শুরু করেছে। বিশেষজ্ঞরা বলছেন...
১১ ঘণ্টা আগেপাকিস্তান সেনাবাহিনীর বিমান ইউনিটে চীনের তৈরি আধুনিক জেট-১০ অ্যাটাক হেলিকপ্টার আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছে। আজ শনিবার মুলতান গ্যারিসনে সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল সাইয়েদ আসিম মুনির এই হেলিকপ্টারগুলোর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
১২ ঘণ্টা আগেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি সত্ত্বেও রাশিয়া থেকে তেল কেনা চালিয়ে যাবে ভারত। এই বিষয়ে ভারত সরকারের সংশ্লিষ্ট দুজন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এমন তথ্য জানিয়েছেন। একজন কর্মকর্তা বলেছেন, ‘এগুলো দীর্ঘমেয়াদি তেল চুক্তি। রাশিয়া থেকে রাতারাতি তেল কেনা বন্ধ করা এত সহজ নয়।’
১৪ ঘণ্টা আগে