Ajker Patrika

পাকিস্তানে কয়লা খনিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১২

পাকিস্তানে কয়লা খনিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১২

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে একটি কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণে অন্তত ১২ জন শ্রমিক নিহত হয়েছেন। বিস্ফোরণে খনিতে আটকা পড়া ৮ জনকে উদ্ধার করা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার দিবাগত রাতে এই বিস্ফোরণ ঘটে বলে স্থানীয় কর্মকর্তারা জানান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।

খোস্তের খনি অঞ্চলে হারনাইয়ের একটি খনিতে গভীর রাতে এই বিস্ফোরণটি ঘটে। এতে শ্রমিকেরা পাশের খনির প্রায় ২৪০ মিটার (৮০০ ফুট) নিচে আটকে পড়ে। উদ্ধারকারীরা রাতভর কাজ করে বুধবারের মধ্যে ১২ জন খনি শ্রমিকের মৃতদেহ উদ্ধার করেছেন।

সহকর্মীদের উদ্ধারের চেষ্টা করতে গিয়ে আটজন শ্রমিক কয়েক ঘণ্টা খনিতে আটকে ছিলেন। পরে তাদের নিরাপদে উদ্ধার করা হয় সরকারি উদ্ধারকারী দল। তাদের মধ্যে কয়েকজন অচেতন অবস্থায় ছিলেন।

বেলুচিস্তানের খনির মহাপরিচালক আবদুল্লাহ শাহওয়ানি আজ মৃতের সংখ্যা নিশ্চিত করে বলেন যে, মিথেন গ্যাসের কারণে দুর্ঘটনাটি ঘটেছে। পাকিস্তানের কয়লা-সমৃদ্ধ পশ্চিমাঞ্চলে দুর্ঘটনার একটি সাধারণ কারণ হচ্ছে এই মিথেন গ্যাস।

বুধবার সকালে উদ্ধার অভিযান শেষ হওয়ার কথা জানান বেলুচিস্তানের খনি পরিদর্শক আবদুল গলি বেলুচ। তিনি বলেন, মিথেন গ্যাস বিস্ফোরণের সময় খনিতে ২০ জন শ্রমিক ছিলেন। উদ্ধারকারী দলের সদস্যরা ১২ জনের মৃতদেহ উদ্ধার করেছেন। জীবিতদের উদ্ধারের পর হাসপাতালে নেওয়া হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল যে, কোয়েটা থেকে প্রায় ৮০ কিলোমিটার পূর্বের ওই খনিতে বিস্ফোরণে মাত্র ১০ জন শ্রমিক আটকা পড়েছিলেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ শ্রমিকদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

পাকিস্তানে কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণ কোনো নতুন ঘটনা নয়। এক বছর আগে হারনাই জেলায় একটি কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণে অন্তত ছয় খনি শ্রমিক নিহত হন।

এর আগে, ২০১৮ সালের মে মাসে একই অঞ্চলে পাশাপাশি অবস্থিত দুটি কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণে অন্তত ২৩ জন নিহত ও ১১ জন আহত হন। তার আগে ২০১১ সালে বেলুচিস্তানের আরেকটি কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণে নিহত হন ৪৩ শ্রমিক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত