পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের রেড জোনে প্রবেশের দায়ে ৬ হাজার বিক্ষোভকারীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। আলম-ই-মজলিশ তাহাফুজ-ই-নবুওয়াত নামের একটি সংগঠনের ব্যানারে গত রোববার রেড জোনে প্রবেশ করে তারা।
পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডন জানিয়েছে, সন্ত্রাসবিরোধী আইনসহ পাকিস্তান দণ্ডবিধির কয়েকটি ধারায় গতকাল বুধবার করা এই মামলায় সাতজনের নাম উল্লেখ করা হয়। বাকিদের অজ্ঞাত হিসেবে দেখানো হয়েছে।
এজাহারে বলা হয়, ঘটনার দিন বেলা সাড়ে ৩টার দিকে কাজী আবদুর রশিদের নেতৃত্বে তিন দিক থেকে আসা দুর্বৃত্তরা এক্সপ্রেস চকে জড়ো হতে থাকে। তাদের সংখ্যা ছিল ৫ থেকে ৬ হাজারের মতো। অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে তারা সেখানে জড়ো হয়। আতাতুর্ক অ্যাভিনিউ, জিন্নাহ অ্যাভিনিউ ও দূতাবাস রোড অবরোধের পাশাপাশি এক্সপ্রেস চকে তারা একটি মঞ্চও স্থাপন করে।
রাজধানীতে ১৪৪ ধারা জারির বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিক্ষোভকারীদের সতর্ক করা হয় বলেও এজাহারে উল্লেখ করা হয়। এ ছাড়া উচ্চ আদালতের নির্দেশে রেড জোন এলাকায় বিক্ষোভের ওপর আগে থেকেই নিষেধাজ্ঞা ছিল।
পুলিশ বলছে, কোনো ধরনের অনুমতি ছাড়াই বিক্ষোভকারীরা সেখানে জমায়েত হয়। তারা একটি মঞ্চ তৈরি করে এবং লাউড স্পিকার ব্যবহার করে উসকানিমূলক বক্তব্য দেয়। একপর্যায়ে তারা প্রধান বিচারপতির অপসারণের দাবিতে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রার ঘোষণা দেয়। এ সময় সরকার ও বিচার বিভাগের বিরুদ্ধে নানা স্লোগান দেয় বিক্ষোভকারীরা।
ঘটনার সূত্রপাত ‘ধর্ম অবমাননা’র দায়ে অভিযুক্ত আহমদিয়া সম্প্রদায়ের এক ব্যক্তিকে বেকসুর খালাস দেওয়াকে কেন্দ্র করে। বিক্ষোভকারীদের দাবি, ওই রায় দিয়ে প্রধান বিচারপতি নিজেই ধর্ম অবমাননা করেছেন।
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের রেড জোনে প্রবেশের দায়ে ৬ হাজার বিক্ষোভকারীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। আলম-ই-মজলিশ তাহাফুজ-ই-নবুওয়াত নামের একটি সংগঠনের ব্যানারে গত রোববার রেড জোনে প্রবেশ করে তারা।
পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডন জানিয়েছে, সন্ত্রাসবিরোধী আইনসহ পাকিস্তান দণ্ডবিধির কয়েকটি ধারায় গতকাল বুধবার করা এই মামলায় সাতজনের নাম উল্লেখ করা হয়। বাকিদের অজ্ঞাত হিসেবে দেখানো হয়েছে।
এজাহারে বলা হয়, ঘটনার দিন বেলা সাড়ে ৩টার দিকে কাজী আবদুর রশিদের নেতৃত্বে তিন দিক থেকে আসা দুর্বৃত্তরা এক্সপ্রেস চকে জড়ো হতে থাকে। তাদের সংখ্যা ছিল ৫ থেকে ৬ হাজারের মতো। অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে তারা সেখানে জড়ো হয়। আতাতুর্ক অ্যাভিনিউ, জিন্নাহ অ্যাভিনিউ ও দূতাবাস রোড অবরোধের পাশাপাশি এক্সপ্রেস চকে তারা একটি মঞ্চও স্থাপন করে।
রাজধানীতে ১৪৪ ধারা জারির বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিক্ষোভকারীদের সতর্ক করা হয় বলেও এজাহারে উল্লেখ করা হয়। এ ছাড়া উচ্চ আদালতের নির্দেশে রেড জোন এলাকায় বিক্ষোভের ওপর আগে থেকেই নিষেধাজ্ঞা ছিল।
পুলিশ বলছে, কোনো ধরনের অনুমতি ছাড়াই বিক্ষোভকারীরা সেখানে জমায়েত হয়। তারা একটি মঞ্চ তৈরি করে এবং লাউড স্পিকার ব্যবহার করে উসকানিমূলক বক্তব্য দেয়। একপর্যায়ে তারা প্রধান বিচারপতির অপসারণের দাবিতে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রার ঘোষণা দেয়। এ সময় সরকার ও বিচার বিভাগের বিরুদ্ধে নানা স্লোগান দেয় বিক্ষোভকারীরা।
ঘটনার সূত্রপাত ‘ধর্ম অবমাননা’র দায়ে অভিযুক্ত আহমদিয়া সম্প্রদায়ের এক ব্যক্তিকে বেকসুর খালাস দেওয়াকে কেন্দ্র করে। বিক্ষোভকারীদের দাবি, ওই রায় দিয়ে প্রধান বিচারপতি নিজেই ধর্ম অবমাননা করেছেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের কিছু এলাকা ফেরত আনার চেষ্টা করবেন তিনি। আগামী শুক্রবার আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা। এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছেন, ‘রাশিয়া ইউক্রেনের মূল ভূমির বড় অংশ দখল করেছে।
৪ ঘণ্টা আগেনিউইয়র্কের লং আইল্যান্ডের পূর্ব প্রান্তে অবস্থিত মনটক এলাকাটি একসময় ছিল শান্তশিষ্ট ছেলেদের একটি গ্রাম। এখন অবশ্য তা রূপ নিয়েছে বিলাসবহুল ছুটি কাটানোর কেন্দ্রস্থলে। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের ভিড় এবং জমজমাট রাতের জীবন এলাকাটির পুরোনো চেহারা দ্রুত বদলে দিচ্ছে।
৪ ঘণ্টা আগেএভারেস্টের ভিড় কমাতে নেপাল সরকার দেশটির পশ্চিমাঞ্চলের দুর্গম ও অনাবিষ্কৃত আরও ৯৭টি শৃঙ্গ পর্বতারোহীদের জন্য উন্মুক্ত করে দিয়েছে। আশা করা হচ্ছে, নতুন উদ্যোগের ফলে এভারেস্টের ওপর চাপ কমবে এবং পর্যটন থেকে আয় দূরবর্তী দরিদ্র অঞ্চলেও পৌঁছাবে।
৫ ঘণ্টা আগেরাজধানী ওয়াশিংটন ডিসি থেকে গৃহহীন মানুষদের উচ্ছেদ করতে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিরক্ষা বিভাগের এক কর্মকর্তার বরাতে জানা গেছে, আজ সোমবার (১১ আগস্ট) রাজধানীতে কয়েক শ ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী।
৭ ঘণ্টা আগে