পাকিস্তানের জাতীয় নির্বাচনকে সামনে রেখে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বাছাইয়ের ক্ষেত্রে ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) কোনো পরামর্শ নেওয়া হয়নি। তারপরও তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে আনোয়ারুল হক কাকারের মনোনয়নে খুশি হয়েছে দলটি।
ইমরান খান জেলে থাকা অবস্থায় পিটিআই-এর ভাইস চেয়ারম্যান শাহ মেহমুদ কোরেশি এক প্রতিক্রিয়ায় তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রীকে শিক্ষিত ও ভদ্রলোক হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেছেন, ‘আনোয়ারুল হক কাকার একটি ছোট প্রদেশের হওয়ায় দেশের মৌলিক সমস্যাগুলো আরও ভালোভাবে বুঝতে পারবেন।’
শনিবার এআরওয়াই নিউজের সঙ্গে কথোপকথনে কোরেশি জানান, তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রীর মনোনয়নের বিষয়ে পিটিআই-এর কোনো পরামর্শ নেওয়া হয়নি। তবে পিডিএমের একটি দল কাকারের মনোনয়ন নিয়ে খুশি হয়নি বলে মনে হচ্ছে।
ইমরান খান দলের ভাইস চেয়ারম্যান মনে করেন, তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রীর দায়িত্ব হলো-নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন নিশ্চিত করা।
জানা গেছে, আনোয়ারুল হক কাকারকে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে ইতিমধ্যেই নিয়োগের অনুমোদন দিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি।
এর আগে শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী শাহবাজ এবং বিরোধী দলীয় নেতা রিয়াজ তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে আনোয়ারুলকে নিয়োগের বিষয়ে পরামর্শ দিয়ে প্রেসিডেন্ট আরিফ আলভির কাছে একটি চিঠি পাঠিয়েছেন।
প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠক করার পর বাইরে বেরিয়ে রিয়াজ সাংবাদিকদের বলেন, ‘আমরা আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হতে হবে একটি ছোট প্রদেশ থেকে। আনোয়ারুল হক কাকার তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হবেন, এ বিষয়ে আমরা ঐকমত্যে পৌঁছেছি। আমি এই নামটি প্রস্তাব করেছি আর প্রধানমন্ত্রী এতে সম্মতি জানিয়েছেন।’
রোববার তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে আনোয়ারুল হক কাকার শপথ নিতে পারেন বলেও জানান রিয়াজ।
পাকিস্তানি গণমাধ্যমগুলোর বরাতে জানা গেছে, একজন প্রবীণ রাজনীতিবিদ এবং সাংবাদিক হিসেবে তিন দশকেরও বেশি সময় ধরে সক্রিয় আছেন কাকার। সংসদের উচ্চ কক্ষ সিনেটে তিনি বেলুচিস্তান আওয়ামী পার্টির সংসদীয় নেতা হিসেবেও দায়িত্ব পালন করছেন।
পাকিস্তানের জাতীয় নির্বাচনকে সামনে রেখে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বাছাইয়ের ক্ষেত্রে ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) কোনো পরামর্শ নেওয়া হয়নি। তারপরও তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে আনোয়ারুল হক কাকারের মনোনয়নে খুশি হয়েছে দলটি।
ইমরান খান জেলে থাকা অবস্থায় পিটিআই-এর ভাইস চেয়ারম্যান শাহ মেহমুদ কোরেশি এক প্রতিক্রিয়ায় তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রীকে শিক্ষিত ও ভদ্রলোক হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেছেন, ‘আনোয়ারুল হক কাকার একটি ছোট প্রদেশের হওয়ায় দেশের মৌলিক সমস্যাগুলো আরও ভালোভাবে বুঝতে পারবেন।’
শনিবার এআরওয়াই নিউজের সঙ্গে কথোপকথনে কোরেশি জানান, তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রীর মনোনয়নের বিষয়ে পিটিআই-এর কোনো পরামর্শ নেওয়া হয়নি। তবে পিডিএমের একটি দল কাকারের মনোনয়ন নিয়ে খুশি হয়নি বলে মনে হচ্ছে।
ইমরান খান দলের ভাইস চেয়ারম্যান মনে করেন, তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রীর দায়িত্ব হলো-নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন নিশ্চিত করা।
জানা গেছে, আনোয়ারুল হক কাকারকে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে ইতিমধ্যেই নিয়োগের অনুমোদন দিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি।
এর আগে শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী শাহবাজ এবং বিরোধী দলীয় নেতা রিয়াজ তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে আনোয়ারুলকে নিয়োগের বিষয়ে পরামর্শ দিয়ে প্রেসিডেন্ট আরিফ আলভির কাছে একটি চিঠি পাঠিয়েছেন।
প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠক করার পর বাইরে বেরিয়ে রিয়াজ সাংবাদিকদের বলেন, ‘আমরা আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হতে হবে একটি ছোট প্রদেশ থেকে। আনোয়ারুল হক কাকার তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হবেন, এ বিষয়ে আমরা ঐকমত্যে পৌঁছেছি। আমি এই নামটি প্রস্তাব করেছি আর প্রধানমন্ত্রী এতে সম্মতি জানিয়েছেন।’
রোববার তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে আনোয়ারুল হক কাকার শপথ নিতে পারেন বলেও জানান রিয়াজ।
পাকিস্তানি গণমাধ্যমগুলোর বরাতে জানা গেছে, একজন প্রবীণ রাজনীতিবিদ এবং সাংবাদিক হিসেবে তিন দশকেরও বেশি সময় ধরে সক্রিয় আছেন কাকার। সংসদের উচ্চ কক্ষ সিনেটে তিনি বেলুচিস্তান আওয়ামী পার্টির সংসদীয় নেতা হিসেবেও দায়িত্ব পালন করছেন।
যুদ্ধবিমানের মহড়া, লাল গালিচায় সংবর্ধনা আর দেয়ালে সাঁটানো স্লোগান ‘শান্তির পথে অগ্রযাত্রা’। গতকাল শুক্রবার এমন রাজকীয় আবহে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুক্তরাষ্ট্রে স্বাগত জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে আলাস্কায় বৈঠক যে আশায়, তা যেন এখনো অধরা।
৩১ মিনিট আগেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গতকাল শুক্রবার (১৫ আগস্ট) আলাস্কায় অনুষ্ঠিত বৈঠকের পর একটি বিবৃতি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিবৃতিতে তিনি বলেন, বিগত চার বছরেরও বেশি সময় ধরে রুশ-মার্কিন শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়নি। এই দীর্ঘ সময় দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য খুবই কঠিন ছিল। ত
১ ঘণ্টা আগেউত্তর পাকিস্তানের বিভিন্ন এলাকায় হঠাৎ বৃষ্টি ও ভারী বন্যা-ভূমিধসের কারণে অন্তত ২৫০ জনের বেশি নিহত হয়েছেন। এদের মধ্যে বুনের এলাকায় নিহতের সংখ্যা ২১৩ এর বেশি। এছাড়া বিভিন্ন জেলা থেকে বহু আহতের খবর পাওয়া গেছে।
২ ঘণ্টা আগেফিলিস্তিনে যুদ্ধবিধ্বস্ত ছিটমহল গাজায় ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের চলমান হামলায় প্রায় ৬২ হাজার মানুষ নিহত হয়েছে। গতকাল শুক্রবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অঞ্চলটিতে অন্তত ৬১ হাজার ৮২৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
২ ঘণ্টা আগে