আজকের পত্রিকা ডেস্ক
পেহেলগাম হামলার জেরে ভারতের সাম্প্রতিক কর্মকাণ্ডকে ‘আগ্রাসী’ আখ্যা দিয়ে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) তুলতে চায় পাকিস্তান। এ বিষয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় নিরাপত্তা পরিষদকে ‘ব্রিফ করার’ সিদ্ধান্ত নিয়েছে। আজ রোববার পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ এক হামলায় ২৬ জন নিহত হন, যাঁদের বেশির ভাগই ছিলেন পর্যটক। ২০০০ সালের পর ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে এটি ছিল সবচেয়ে প্রাণঘাতী হামলাগুলোর একটি। ভারত এই হামলার জন্য কোনো প্রমাণ ছাড়াই পাকিস্তানকে দায়ী করে। তবে ইসলামাবাদ এমন অভিযোগ অস্বীকার করে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে।
এ ঘটনার পর থেকে পারমাণবিক শক্তিধর দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। পাকিস্তান সম্ভাব্য আগ্রাসনের আশঙ্কায় সীমান্তে সেনা মোতায়েন জোরদার করেছে। ভারতের প্রধানমন্ত্রীও সেনাবাহিনীকে ‘অপারেশনাল ফ্রিডম’ দিয়েছেন। পাকিস্তানের সেনাবাহিনী হুঁশিয়ারি দিয়েছে, যেকোনো ধরনের আগ্রাসনের ‘তাৎক্ষণিক জবাব দিতে তারা প্রস্তুত’। গতকাল সফলভাবে একটি ক্ষেপণাস্ত্রও উৎক্ষেপণ করেছে পাকিস্তান। ৪৫০ কিলোমিটার পর্যন্ত লক্ষ্যভেদী ‘আবদালি’ নামের সারফেস টু সারফেস ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি পরীক্ষামূলকভাবে নিক্ষেপ করা হয়।
পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জাতিসংঘে নিযুক্ত পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আসিম ইফতিখারকে নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আয়োজনে উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘পাকিস্তান জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে ভারতের আগ্রাসী কর্মকাণ্ড, উসকানিমূলক বক্তব্য এবং হামলা-পরবর্তী সময়ে নেওয়া পদক্ষেপগুলোর বিষয়ে অবহিত করবে।’ বিশেষ করে সিন্ধু পানিচুক্তি স্থগিত করার বিষয়ে ভারতের পদক্ষেপ তুলে ধরা হবে।
এদিকে ভারতের সঙ্গে সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে আজ পাকিস্তানের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের নিয়ে একটি উচ্চপর্যায়ের নিরাপত্তা ব্রিফিং আয়োজন করা হয়েছে। এতে সেনাবাহিনীর মুখপাত্র লে. জেনারেল আহমেদ শরিফ চৌধুরী ও তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার অংশ নেবেন।
বৈঠকে পাকিস্তান-ভারত সম্পর্কের বর্তমান পরিস্থিতি, সশস্ত্র বাহিনীর প্রস্তুতি এবং সরকারের কূটনৈতিক তৎপরতা তুলে ধরা হবে। সরকারি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, এই ব্রিফিং ‘জাতীয় ঐক্যের এক অনন্য উদাহরণ’ হিসেবে বিবেচিত হচ্ছে।
তবে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এই ব্রিফিংয়ে অংশ না নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে। তারা এক বিবৃতিতে বলেছে, ‘জাতীয় ঐক্য গঠনের কোনো সুনির্দিষ্ট উদ্যোগ না থাকায়’ তারা এই ব্রিফিংকে অপ্রয়োজনীয় মনে করছে।
পিটিআই আরও বলেছে, ‘সরকার সর্বদলীয় সম্মেলন ডাকতে ব্যর্থ হয়েছে এবং একটি পক্ষপাতদুষ্ট ব্রিফিং করছে, যেখানে ইমরান খানকে উপেক্ষা করা হয়েছে।’
পেহেলগাম হামলার জেরে ভারতের সাম্প্রতিক কর্মকাণ্ডকে ‘আগ্রাসী’ আখ্যা দিয়ে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) তুলতে চায় পাকিস্তান। এ বিষয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় নিরাপত্তা পরিষদকে ‘ব্রিফ করার’ সিদ্ধান্ত নিয়েছে। আজ রোববার পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ এক হামলায় ২৬ জন নিহত হন, যাঁদের বেশির ভাগই ছিলেন পর্যটক। ২০০০ সালের পর ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে এটি ছিল সবচেয়ে প্রাণঘাতী হামলাগুলোর একটি। ভারত এই হামলার জন্য কোনো প্রমাণ ছাড়াই পাকিস্তানকে দায়ী করে। তবে ইসলামাবাদ এমন অভিযোগ অস্বীকার করে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে।
এ ঘটনার পর থেকে পারমাণবিক শক্তিধর দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। পাকিস্তান সম্ভাব্য আগ্রাসনের আশঙ্কায় সীমান্তে সেনা মোতায়েন জোরদার করেছে। ভারতের প্রধানমন্ত্রীও সেনাবাহিনীকে ‘অপারেশনাল ফ্রিডম’ দিয়েছেন। পাকিস্তানের সেনাবাহিনী হুঁশিয়ারি দিয়েছে, যেকোনো ধরনের আগ্রাসনের ‘তাৎক্ষণিক জবাব দিতে তারা প্রস্তুত’। গতকাল সফলভাবে একটি ক্ষেপণাস্ত্রও উৎক্ষেপণ করেছে পাকিস্তান। ৪৫০ কিলোমিটার পর্যন্ত লক্ষ্যভেদী ‘আবদালি’ নামের সারফেস টু সারফেস ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি পরীক্ষামূলকভাবে নিক্ষেপ করা হয়।
পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জাতিসংঘে নিযুক্ত পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আসিম ইফতিখারকে নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আয়োজনে উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘পাকিস্তান জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে ভারতের আগ্রাসী কর্মকাণ্ড, উসকানিমূলক বক্তব্য এবং হামলা-পরবর্তী সময়ে নেওয়া পদক্ষেপগুলোর বিষয়ে অবহিত করবে।’ বিশেষ করে সিন্ধু পানিচুক্তি স্থগিত করার বিষয়ে ভারতের পদক্ষেপ তুলে ধরা হবে।
এদিকে ভারতের সঙ্গে সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে আজ পাকিস্তানের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের নিয়ে একটি উচ্চপর্যায়ের নিরাপত্তা ব্রিফিং আয়োজন করা হয়েছে। এতে সেনাবাহিনীর মুখপাত্র লে. জেনারেল আহমেদ শরিফ চৌধুরী ও তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার অংশ নেবেন।
বৈঠকে পাকিস্তান-ভারত সম্পর্কের বর্তমান পরিস্থিতি, সশস্ত্র বাহিনীর প্রস্তুতি এবং সরকারের কূটনৈতিক তৎপরতা তুলে ধরা হবে। সরকারি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, এই ব্রিফিং ‘জাতীয় ঐক্যের এক অনন্য উদাহরণ’ হিসেবে বিবেচিত হচ্ছে।
তবে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এই ব্রিফিংয়ে অংশ না নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে। তারা এক বিবৃতিতে বলেছে, ‘জাতীয় ঐক্য গঠনের কোনো সুনির্দিষ্ট উদ্যোগ না থাকায়’ তারা এই ব্রিফিংকে অপ্রয়োজনীয় মনে করছে।
পিটিআই আরও বলেছে, ‘সরকার সর্বদলীয় সম্মেলন ডাকতে ব্যর্থ হয়েছে এবং একটি পক্ষপাতদুষ্ট ব্রিফিং করছে, যেখানে ইমরান খানকে উপেক্ষা করা হয়েছে।’
বিশ্ব এখন ‘বহু মেরু যুগে’ প্রবেশ করছে, যেখানে আর কোনো একক শক্তি তাদের নিয়ম চাপিয়ে দিতে পারবে না। গতকাল বৃহস্পতিবার ভালদাই ফোরামে দেওয়া বক্তৃতায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ মন্তব্য করেন। তিনি ইউরোপকে সামরিকীকরণের বিরুদ্ধে হুঁশিয়ারি দেন। ইউক্রেন যুদ্ধ দীর্ঘস্থায়ী হওয়ার জন্য
১০ মিনিট আগেগাজায় ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে চলমান ইসরায়েলি আগ্রাসনে প্রায় ৪২ হাজার মানুষ জীবন বদলে দেওয়া আঘাতের শিকার হয়েছে। সহজ ভাষায় বললে, তাদের শরীরের অঙ্গ–প্রত্যঙ্গ এমনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যা আর কখনোই স্বাভাবিক অবস্থায় ফিরবে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এত সাম্প্রতিক প্রতিবেদনে এই দুঃখজনক তথ্য প্রকাশিত হয়ে
৩৩ মিনিট আগেগ্লোবাল সুমুদ ফ্লোটিলার ৪৭০ জনেরও বেশি অধিকারকর্মীকে ফেরত পাঠানোর সব প্রস্তুতি নিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। টাইমস অব ইসরায়েলের খবর অনুযায়ী, ইসরায়েলি পুলিশ নিশ্চিত করেছে, এই বিশাল সংখ্যক অধিকারকর্মীকে ফেরত পাঠানোর জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে।
১ ঘণ্টা আগেসোশ্যাল মিডিয়ায় প্রকাশিত এক ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, ইসরায়েলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির আটক ফ্রিডম ফ্লোটিলা কর্মীদের ‘সন্ত্রাসী’ বলে তিরস্কার করছেন। ঘটনাটি ইসরায়েলের আশদোদ বন্দরে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। কুদস নিউজ নেটওয়ার্কের এক্স হ্যান্ডলে প্রকাশিত ভিডিওতে...
১ ঘণ্টা আগে