গত ৪৮ ঘণ্টায় পাকিস্তানে প্রবল বৃষ্টিপাতের কারণে কমপক্ষে ২৯ জন নিহত এবং ৫০ জন আহত হয়েছেন। ভূমিধসের কারণে অবরুদ্ধ হয়ে আছে বেশ কয়েকটি রাস্তা। এ ছাড়া, ক্ষতিগ্রস্ত বাড়িঘরের সংখ্যাও অনেক। ক্ষয়ক্ষতির পরিমাণ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলেই বেশি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
গত বৃহস্পতিবার রাত থেকে আফগানিস্তানের সীমান্তবর্তী খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টির কারণে অন্তত ২৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ রোববার প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এক বিবৃতিতে খবরটি জানিয়েছে।
দক্ষিণ-পশ্চিম বেলুচিস্তান প্রদেশে উপকূলীয় শহর গোয়াদর প্লাবিত হওয়ায় পাঁচজন মারা গেছেন। সেখান থেকে প্রায় ১০ হাজার মানুষকে অন্য জায়গায় সরিয়ে নিতে নৌকা ব্যবহারে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।
পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরেও হতাহতের ঘটনা এবং ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ একটি পৃথক বিবৃতিতে খবরটি জানিয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি ত্রাণ দেওয়া হয়েছে। এ ছাড়া, মহাসড়ক অবরুদ্ধ করে রাখা ধ্বংসাবশেষ অপসারণ করতে ভারী যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে।
উত্তর গিলগিট বাল্টিস্তান অঞ্চলের মুখপাত্র ফয়জুল্লাহ ফারাক জানান, পাকিস্তানকে চীনের সঙ্গে সংযুক্ত করা কারাকোরাম হাইওয়ের কিছু জায়গা এখনো ভূমিধসের কারণে অবরুদ্ধ রয়েছে।
প্রতিকূল আবহাওয়ার কারণে দেশটির নয়নাভিরাম উত্তর অংশে ভ্রমণ না করার জন্য পর্যটকদের পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। গত সপ্তাহে ভারী বর্ষণের কারণে বেশ কয়েকজন দর্শনার্থী সেখানে আটকা পড়েছিলেন। সেখানে তীব্র তুষারপাতে বন্ধ হয়ে গিয়েছিল মহাসড়ক।
জাতিসংঘের মতে, বিশ্বব্যাপী কার্বন নিঃসরণে দক্ষিণ এশিয়ার দেশটির ভূমিকা প্রায় শূন্য থাকা সত্ত্বেও জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে ঝুঁকিপূর্ণ ১০টি দেশের মধ্যে অন্যতম পাকিস্তান। এই বছর পাকিস্তানে শীতকালীন বৃষ্টি হতে অস্বাভাবিক দেরি হয়েছে। নভেম্বরের পরিবর্তে ফেব্রুয়ারিতে শুরু হয়েছে বৃষ্টি। বর্ষা ও শীতের বৃষ্টিপাতের কারণে প্রতিবছর পাকিস্তানে বিভিন্ন ধরনের ক্ষতি হয়।
২০২২ সালে জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট অস্বাভাবিক বৃষ্টিতে বন্যার কবলে পড়ে ব্যাপক মাত্রায় ক্ষতিগ্রস্ত হয়েছিল পাকিস্তানের বেশির ভাগ অঞ্চল। মৃত্যুবরণ করেছিল প্রায় ১ হাজার ৮০০ মানুষ। প্রায় ৮০ লাখ মানুষ হয়েছিল বাস্তুচ্যুত।
গত ৪৮ ঘণ্টায় পাকিস্তানে প্রবল বৃষ্টিপাতের কারণে কমপক্ষে ২৯ জন নিহত এবং ৫০ জন আহত হয়েছেন। ভূমিধসের কারণে অবরুদ্ধ হয়ে আছে বেশ কয়েকটি রাস্তা। এ ছাড়া, ক্ষতিগ্রস্ত বাড়িঘরের সংখ্যাও অনেক। ক্ষয়ক্ষতির পরিমাণ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলেই বেশি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
গত বৃহস্পতিবার রাত থেকে আফগানিস্তানের সীমান্তবর্তী খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টির কারণে অন্তত ২৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ রোববার প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এক বিবৃতিতে খবরটি জানিয়েছে।
দক্ষিণ-পশ্চিম বেলুচিস্তান প্রদেশে উপকূলীয় শহর গোয়াদর প্লাবিত হওয়ায় পাঁচজন মারা গেছেন। সেখান থেকে প্রায় ১০ হাজার মানুষকে অন্য জায়গায় সরিয়ে নিতে নৌকা ব্যবহারে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।
পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরেও হতাহতের ঘটনা এবং ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ একটি পৃথক বিবৃতিতে খবরটি জানিয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি ত্রাণ দেওয়া হয়েছে। এ ছাড়া, মহাসড়ক অবরুদ্ধ করে রাখা ধ্বংসাবশেষ অপসারণ করতে ভারী যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে।
উত্তর গিলগিট বাল্টিস্তান অঞ্চলের মুখপাত্র ফয়জুল্লাহ ফারাক জানান, পাকিস্তানকে চীনের সঙ্গে সংযুক্ত করা কারাকোরাম হাইওয়ের কিছু জায়গা এখনো ভূমিধসের কারণে অবরুদ্ধ রয়েছে।
প্রতিকূল আবহাওয়ার কারণে দেশটির নয়নাভিরাম উত্তর অংশে ভ্রমণ না করার জন্য পর্যটকদের পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। গত সপ্তাহে ভারী বর্ষণের কারণে বেশ কয়েকজন দর্শনার্থী সেখানে আটকা পড়েছিলেন। সেখানে তীব্র তুষারপাতে বন্ধ হয়ে গিয়েছিল মহাসড়ক।
জাতিসংঘের মতে, বিশ্বব্যাপী কার্বন নিঃসরণে দক্ষিণ এশিয়ার দেশটির ভূমিকা প্রায় শূন্য থাকা সত্ত্বেও জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে ঝুঁকিপূর্ণ ১০টি দেশের মধ্যে অন্যতম পাকিস্তান। এই বছর পাকিস্তানে শীতকালীন বৃষ্টি হতে অস্বাভাবিক দেরি হয়েছে। নভেম্বরের পরিবর্তে ফেব্রুয়ারিতে শুরু হয়েছে বৃষ্টি। বর্ষা ও শীতের বৃষ্টিপাতের কারণে প্রতিবছর পাকিস্তানে বিভিন্ন ধরনের ক্ষতি হয়।
২০২২ সালে জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট অস্বাভাবিক বৃষ্টিতে বন্যার কবলে পড়ে ব্যাপক মাত্রায় ক্ষতিগ্রস্ত হয়েছিল পাকিস্তানের বেশির ভাগ অঞ্চল। মৃত্যুবরণ করেছিল প্রায় ১ হাজার ৮০০ মানুষ। প্রায় ৮০ লাখ মানুষ হয়েছিল বাস্তুচ্যুত।
ভিয়েতনামের কৃষক নুয়েন থি হুয়ং। চিন্তায় ঠিকমতো ঘুমোতে পারছেন না। হাতছাড়া হতে যাচ্ছে তাঁর রুজি-রোজগারের একমাত্র উপায়। তাও আবার তাঁর নিজ দেশে ট্রাম্প পরিবারের সমর্থনে নির্মিত হতে যাওয়া একটি গলফ ক্লাবের জন্য। বিনিময়ে মিলবে মাত্র ৩২০০ মার্কিন ডলার এবং কয়েক মাসের জন্য চাল।
১৯ মিনিট আগেপারমাণবিক হামলায় বেঁচে যাওয়া ব্যক্তিদের অনেকে ছিলেন অল্পবয়সী নারী, যাঁরা বোমা হামলার সময় গর্ভবতী বা সন্তান ধারণের উপযুক্ত বয়সে ছিলেন। কিন্তু তাঁদের শরীর থেকে সন্তানের শরীরে তেজস্ক্রিয়তা প্রবেশ করতে পারে, এই ভয়ে একপ্রকার ধ্বংসই হয়ে গেছে তাঁদের জীবন। চিকিৎসক, পরিচিতজন, বন্ধুবান্ধব এমনকি পরিবারের...
১ ঘণ্টা আগেস্ত্রীকে নিয়ে গ্রামের দিকে যাচ্ছিলেন স্বামী। পথিমধ্যে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান স্ত্রী। দিশেহারা স্বামী আশপাশে মানুষের কাছে সাহায্য চেয়েছিলেন, কিন্তু ভারী বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার কারণে কেউ এগিয়ে আসেনি।
১ ঘণ্টা আগেদক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর জনবল গত ৬ বছরে উল্লেখযোগ্যভাবে কমেছে। বর্তমানে দেশটির সেনাসদস্য প্রায় ৪ লাখ ৫০ হাজার, যা ২০১৮ সালের তুলনায় প্রায় ২০ শতাংশ কম। আর এই লোকবল কমার কারণ, দেশটিতে জন্মহার হ্রাস পাওয়ায় জনসংখ্যার হ্রাস। খবর বিবিসির।
১ ঘণ্টা আগে