গাজায় ইসরায়েলের হয়ে ছদ্মযুদ্ধে এবার ‘আবু শাবাব চক্র’
ইরানের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গাজায় যুদ্ধের মঞ্চে আবারও সক্রিয় হয়েছে ইসরায়েল। এবার তারা সরাসরি জড়িয়েছে বিতর্কিত এক সশস্ত্র গ্যাং ‘আবু শাবাব পপুলার ফোর্স’-এর সঙ্গে। এই গ্যাংয়ের বিরুদ্ধে হত্যা, অপহরণ, মাদক পাচার, এমনকি আইএস সদস্য থাকার অভিযোগও রয়েছে।