আজকের পত্রিকা ডেস্ক
বিশ্বজুড়ে মুসলমানদের পবিত্র স্থান বলে পরিচিত বায়তুল মুকাদ্দাস তথা আল-আকসা কম্পাউন্ডের টেম্পল মাউন্টে গিয়ে প্রার্থনা করেছেন ইসরায়েলি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির। রীতিনীতি ভেঙে সেখানে তিনি উচ্চ স্বরে প্রার্থনা করেন। কেবল তাই নয়, তিনি পরে জোর দিয়ে বলেন, ‘গাজা অবশ্যই দখল করতে হবে।’
ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুসালেম পোস্ট ও টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়েছে, আজ রোববার টেম্পল মাউন্টে গিয়ে প্রার্থনা করেছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির। পরে সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি গাজা উপত্যকার ওপর ইসরায়েলের পূর্ণ অধিকার প্রতিষ্ঠার আহ্বান জানান।
বেন গভির বলেন, ‘হামাস যেসব ভয়াবহ ভিডিও প্রকাশ করেছে, তা ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করার জন্য।’ হামাস প্রকাশিত সর্বশেষ ভিডিওতে জিম্মি ইসরায়েলি নাগরিক ইভিয়াতার ডেভিডকে জোর করে একটি সুড়ঙ্গে নিজের কবর খুঁড়তে বাধ্য করা হচ্ছে।
বেন গভির আরও বলেন, ‘আমি এই কথাগুলো ঠিক এখান থেকেই বলছি—টেম্পল মাউন্ট থেকে। আমরা দেখিয়ে দিয়েছি, এখানে আমাদের কর্তৃত্ব কায়েম করা সম্ভব। এখান থেকেই পরিষ্কার বার্তা দেওয়া দরকার, পুরো গাজা উপত্যকা দখল করতে হবে, সেখানে ইসরায়েলের সার্বভৌমত্ব ঘোষণা করতে হবে, হামাসকে নির্মূল করতে হবে এবং স্বেচ্ছায় গাজা ছেড়ে যাওয়ার পথ সুগম করতে হবে। শুধু তাহলেই জিম্মিদের মুক্ত করা সম্ভব হবে এবং যুদ্ধজয় নিশ্চিত হবে।’
বেন গভির ইহুদি বর্ষের প্রথম দিন বা তিশা ব’আভ উপলক্ষে শত শত ইহুদিকে সঙ্গে নিয়ে টেম্পল মাউন্টে যান। অবশ্য, এটি ইহুদিদের জন্য এক শোকের দিন। জেরুজালেমের প্রথম ও দ্বিতীয় মন্দির ধ্বংসের স্মরণে দিনটি পালন করা হয়। তিশা ব’আভ উপলক্ষে টেম্পল মাউন্টে গিয়েছিলেন আরও দুই ইসরায়েলি সংসদ সদস্য—লিকুদ পার্টির অমিত হালেভি এবং নিউ হোপ-ইউনাইটেড রাইট পার্টির শ্যারেন হাসকেল।
জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় নিরাপত্তাবিষয়ক মন্ত্রী ইতামার বেন গভিরের টেম্পল মাউন্ট সফরকে কঠোরভাবে সমালোচনা করেছে। দেশটি একে ‘আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন’ এবং ‘অসম্মানজনক উসকানি ও উত্তেজনা সৃষ্টির চেষ্টা’ বলে আখ্যা দিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, বেন গভিরের উপস্থিতি পবিত্র এই স্থানের ঐতিহাসিক ও আইনি অবস্থানকে ‘স্পষ্টভাবে লঙ্ঘন’ করেছে।
জর্ডান সরকারের দাবি, আল-আকসা মসজিদ এবং ডোম অব রক বা কুব্বাতুস সাখরার অবস্থান যেসব এলাকা নিয়ে গঠিত, সেই টেম্পল মাউন্টে শুধু মুসলমানদেরই প্রার্থনার অধিকার রয়েছে। তারা ইসরায়েল সরকারকে এ ধরনের কার্যকলাপ বন্ধের আহ্বান জানিয়েছে।
বিশ্বজুড়ে মুসলমানদের পবিত্র স্থান বলে পরিচিত বায়তুল মুকাদ্দাস তথা আল-আকসা কম্পাউন্ডের টেম্পল মাউন্টে গিয়ে প্রার্থনা করেছেন ইসরায়েলি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির। রীতিনীতি ভেঙে সেখানে তিনি উচ্চ স্বরে প্রার্থনা করেন। কেবল তাই নয়, তিনি পরে জোর দিয়ে বলেন, ‘গাজা অবশ্যই দখল করতে হবে।’
ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুসালেম পোস্ট ও টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়েছে, আজ রোববার টেম্পল মাউন্টে গিয়ে প্রার্থনা করেছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির। পরে সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি গাজা উপত্যকার ওপর ইসরায়েলের পূর্ণ অধিকার প্রতিষ্ঠার আহ্বান জানান।
বেন গভির বলেন, ‘হামাস যেসব ভয়াবহ ভিডিও প্রকাশ করেছে, তা ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করার জন্য।’ হামাস প্রকাশিত সর্বশেষ ভিডিওতে জিম্মি ইসরায়েলি নাগরিক ইভিয়াতার ডেভিডকে জোর করে একটি সুড়ঙ্গে নিজের কবর খুঁড়তে বাধ্য করা হচ্ছে।
বেন গভির আরও বলেন, ‘আমি এই কথাগুলো ঠিক এখান থেকেই বলছি—টেম্পল মাউন্ট থেকে। আমরা দেখিয়ে দিয়েছি, এখানে আমাদের কর্তৃত্ব কায়েম করা সম্ভব। এখান থেকেই পরিষ্কার বার্তা দেওয়া দরকার, পুরো গাজা উপত্যকা দখল করতে হবে, সেখানে ইসরায়েলের সার্বভৌমত্ব ঘোষণা করতে হবে, হামাসকে নির্মূল করতে হবে এবং স্বেচ্ছায় গাজা ছেড়ে যাওয়ার পথ সুগম করতে হবে। শুধু তাহলেই জিম্মিদের মুক্ত করা সম্ভব হবে এবং যুদ্ধজয় নিশ্চিত হবে।’
বেন গভির ইহুদি বর্ষের প্রথম দিন বা তিশা ব’আভ উপলক্ষে শত শত ইহুদিকে সঙ্গে নিয়ে টেম্পল মাউন্টে যান। অবশ্য, এটি ইহুদিদের জন্য এক শোকের দিন। জেরুজালেমের প্রথম ও দ্বিতীয় মন্দির ধ্বংসের স্মরণে দিনটি পালন করা হয়। তিশা ব’আভ উপলক্ষে টেম্পল মাউন্টে গিয়েছিলেন আরও দুই ইসরায়েলি সংসদ সদস্য—লিকুদ পার্টির অমিত হালেভি এবং নিউ হোপ-ইউনাইটেড রাইট পার্টির শ্যারেন হাসকেল।
জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় নিরাপত্তাবিষয়ক মন্ত্রী ইতামার বেন গভিরের টেম্পল মাউন্ট সফরকে কঠোরভাবে সমালোচনা করেছে। দেশটি একে ‘আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন’ এবং ‘অসম্মানজনক উসকানি ও উত্তেজনা সৃষ্টির চেষ্টা’ বলে আখ্যা দিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, বেন গভিরের উপস্থিতি পবিত্র এই স্থানের ঐতিহাসিক ও আইনি অবস্থানকে ‘স্পষ্টভাবে লঙ্ঘন’ করেছে।
জর্ডান সরকারের দাবি, আল-আকসা মসজিদ এবং ডোম অব রক বা কুব্বাতুস সাখরার অবস্থান যেসব এলাকা নিয়ে গঠিত, সেই টেম্পল মাউন্টে শুধু মুসলমানদেরই প্রার্থনার অধিকার রয়েছে। তারা ইসরায়েল সরকারকে এ ধরনের কার্যকলাপ বন্ধের আহ্বান জানিয়েছে।
খাইবার পাখতুনখাওয়া প্রদেশের সঙ্গে আফগানিস্তানের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে। পাকিস্তান দাবি করে, সন্ত্রাসী গোষ্ঠীগুলো আফগানিস্তানে ঘাঁটি গেড়েছে এবং সেই দেশের সরকারের সঙ্গে তাদের যোগাযোগ রয়েছে। পাকিস্তান সরকার বারবার আফগান সরকারের প্রতি আহ্বান জানিয়েছে, তারা যেন সন্ত্রাসী গোষ্ঠীগুলোর পৃষ্ঠপোষকতা...
৪১ মিনিট আগেজাতিসংঘ সাধারণ পরিষদে আজ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিতে পারে ফ্রান্স। তবে এর আগে থেকে ফ্রান্সের বিভিন্ন শহরের মেয়ররা সরকারের সতর্কবার্তা উপেক্ষা করে শহরের টাউন হলগুলোতে ফিলিস্তিনের পতাকা উড়িয়েছেন।
৩ ঘণ্টা আগেখাইবার পাখতুনখাওয়ায় অতীতেও বহু সন্ত্রাসবিরোধী অভিযান চালানো হয়েছে এবং সেখানে বহু বেসামরিক নাগরিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। চলতি বছরের জুনে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছিল, খাইবার পাখতুনখাওয়ায় বারবার ড্রোন হামলা পাকিস্তানে বেসামরিক জীবনকে ভয়াবহভাবে অবজ্ঞা করার ইঙ্গিত দেয়।
৪ ঘণ্টা আগেগাজায় ইসরায়েলি সেনাদের (আইডিএফ) পরিবর্তে একটি আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী পাঠানোর উদ্যোগ নিয়েছে ফ্রান্স। যুদ্ধ শেষে এই বাহিনী অঞ্চলটির দায়িত্ব নেবে এবং হামাসকে নিরস্ত্র করার কাজ করবে। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল প্রাপ্ত খসড়া প্রস্তাবের বরাতে এমন তথ্য জানিয়েছে।
৫ ঘণ্টা আগে