ইয়েমেন উপকূলে নৌকা ডুবে অন্তত ৬৮ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে এবং আরও ৭৪ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘের অভিবাসন সংস্থা। বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, গতকাল রোববার বৈরী আবহাওয়ার কারণে প্রায় ১৫৪ জনকে বহনকারী নৌকাটি ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় আবিয়ান প্রদেশের উপকূলে ডুবে যায়।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) ইয়েমেন প্রধান আব্দুসাত্তার এসোয়েভ বিবিসিকে জানান, এ পর্যন্ত ৬৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে ১২ জনকে, আর বহু মানুষ এখনো নিখোঁজ।
তিনি আরও জানান, খানফার জেলায় সমুদ্রে ভেসে আসা ৫৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া অন্য একটি স্থানে আরও ১৪ জনের মরদেহ পাওয়া গেছে।
আইওএম জানিয়েছে, নিহতদের বেশিরভাগই ইথিওপিয়ার নাগরিক বলে ধারণা করা হচ্ছে। সংস্থাটি এ ঘটনাকে ‘হৃদয়বিদারক’ বলে উল্লেখ করেছে।
এর আগে ইয়েমেনি স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনায় ৫৪ জনের মৃত্যু হয়েছে।
আবিয়ান প্রদেশের রাজধানী জাঞ্জিবারের স্বাস্থ্য দপ্তরের পরিচালক আবদুল কাদের বাজামিল জানিয়েছেন, নিহতদের দাফনের জন্য ইয়েমেনের শাকরা শহরের নিকটবর্তী এলাকায় প্রস্তুতি নিচ্ছে কর্তৃপক্ষ। এরই মধ্যে কঠিন পরিস্থিতির মধ্যেও উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।
দীর্ঘদিন ধরেই আফ্রিকার ও ইয়েমেনের মধ্যকার জলপথ শরণার্থী ও অভিবাসীদের জন্য এক ঝুঁকিপূর্ণ পথ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এই পথ ধরে দুদিকেই যাতায়াত হয়। ২০১৪ সালে ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হলে দেশটি থেকে পালিয়ে যাওয়ার ঘটনা উল্লেখযোগ্য হারে বেড়ে যায়।
২০২২ সালের এপ্রিল মাসে হুতি বিদ্রোহী ও সরকারপন্থী বাহিনীর মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি হলে সহিংসতা কমে আসে এবং ইয়েমেনের চলমান মানবিক সংকট কিছুটা প্রশমিত হয়।
এদিকে, সোমালিয়া ও ইথিওপিয়াসহ আফ্রিকার বিভিন্ন দেশ থেকে সংঘাত এড়িয়ে যারা পালিয়ে যাচ্ছেন, তাদের অনেকে ইয়েমেনে আশ্রয় নিচ্ছেন বা ইয়েমেন হয়ে উপসাগরীয় ধনী দেশগুলোর দিকে পাড়ি জমানোর চেষ্টা করছেন। ইয়েমেনে পৌঁছাতে শরণার্থী ও অভিবাসীদের অনেক সময় মানবপাচারকারীরা লোহিত সাগর বা অ্যাডেন উপসাগরের মধ্যে ঝুঁকিপূর্ণভাবে নৌকায় তুলে পাঠিয়ে দেয়।
আইওএম জানায়, ২০২৪ সালে ৬০ হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশী ইয়েমেনে পৌঁছেছেন, যা আগের বছরের ৯৭ হাজার ২০০ জন থেকে উল্লেখযোগ্য হারে কম। নজরদারি ও টহল বাড়ায় এ সংখ্যা হ্রাস হয়েছে বলে জানিয়েছে আইওএম।
আইওএমের মতে, এই রুটটি এখনো বিশ্বের অন্যতম ‘ব্যস্ত ও সবচেয়ে বিপজ্জনক’ অভিবাসন পথ হিসেবে রয়ে গেছে। এই বিপজ্জনক নৌপথে শুধু গত বছরই এই পথে ৫৫৮ জনের মৃত্যু হয়েছে। আর গত এক দশকে এই পথে অন্তত ২ হাজার ৮২ জন নিখোঁজ হয়েছেন। এদের মধ্যে ৬৯৩ জনের ডুবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
আইওএমের তথ্যমতে, বর্তমানে ইয়েমেনে প্রায় ৩ লাখ ৮০ হাজার শরণার্থী ও অভিবাসী অবস্থান করছেন।
ইয়েমেন, নৌকা, আফ্রিকা, শরণার্থী, অভিবাসী
ইয়েমেন উপকূলে নৌকা ডুবে অন্তত ৬৮ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে এবং আরও ৭৪ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘের অভিবাসন সংস্থা। বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, গতকাল রোববার বৈরী আবহাওয়ার কারণে প্রায় ১৫৪ জনকে বহনকারী নৌকাটি ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় আবিয়ান প্রদেশের উপকূলে ডুবে যায়।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) ইয়েমেন প্রধান আব্দুসাত্তার এসোয়েভ বিবিসিকে জানান, এ পর্যন্ত ৬৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে ১২ জনকে, আর বহু মানুষ এখনো নিখোঁজ।
তিনি আরও জানান, খানফার জেলায় সমুদ্রে ভেসে আসা ৫৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া অন্য একটি স্থানে আরও ১৪ জনের মরদেহ পাওয়া গেছে।
আইওএম জানিয়েছে, নিহতদের বেশিরভাগই ইথিওপিয়ার নাগরিক বলে ধারণা করা হচ্ছে। সংস্থাটি এ ঘটনাকে ‘হৃদয়বিদারক’ বলে উল্লেখ করেছে।
এর আগে ইয়েমেনি স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনায় ৫৪ জনের মৃত্যু হয়েছে।
আবিয়ান প্রদেশের রাজধানী জাঞ্জিবারের স্বাস্থ্য দপ্তরের পরিচালক আবদুল কাদের বাজামিল জানিয়েছেন, নিহতদের দাফনের জন্য ইয়েমেনের শাকরা শহরের নিকটবর্তী এলাকায় প্রস্তুতি নিচ্ছে কর্তৃপক্ষ। এরই মধ্যে কঠিন পরিস্থিতির মধ্যেও উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।
দীর্ঘদিন ধরেই আফ্রিকার ও ইয়েমেনের মধ্যকার জলপথ শরণার্থী ও অভিবাসীদের জন্য এক ঝুঁকিপূর্ণ পথ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এই পথ ধরে দুদিকেই যাতায়াত হয়। ২০১৪ সালে ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হলে দেশটি থেকে পালিয়ে যাওয়ার ঘটনা উল্লেখযোগ্য হারে বেড়ে যায়।
২০২২ সালের এপ্রিল মাসে হুতি বিদ্রোহী ও সরকারপন্থী বাহিনীর মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি হলে সহিংসতা কমে আসে এবং ইয়েমেনের চলমান মানবিক সংকট কিছুটা প্রশমিত হয়।
এদিকে, সোমালিয়া ও ইথিওপিয়াসহ আফ্রিকার বিভিন্ন দেশ থেকে সংঘাত এড়িয়ে যারা পালিয়ে যাচ্ছেন, তাদের অনেকে ইয়েমেনে আশ্রয় নিচ্ছেন বা ইয়েমেন হয়ে উপসাগরীয় ধনী দেশগুলোর দিকে পাড়ি জমানোর চেষ্টা করছেন। ইয়েমেনে পৌঁছাতে শরণার্থী ও অভিবাসীদের অনেক সময় মানবপাচারকারীরা লোহিত সাগর বা অ্যাডেন উপসাগরের মধ্যে ঝুঁকিপূর্ণভাবে নৌকায় তুলে পাঠিয়ে দেয়।
আইওএম জানায়, ২০২৪ সালে ৬০ হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশী ইয়েমেনে পৌঁছেছেন, যা আগের বছরের ৯৭ হাজার ২০০ জন থেকে উল্লেখযোগ্য হারে কম। নজরদারি ও টহল বাড়ায় এ সংখ্যা হ্রাস হয়েছে বলে জানিয়েছে আইওএম।
আইওএমের মতে, এই রুটটি এখনো বিশ্বের অন্যতম ‘ব্যস্ত ও সবচেয়ে বিপজ্জনক’ অভিবাসন পথ হিসেবে রয়ে গেছে। এই বিপজ্জনক নৌপথে শুধু গত বছরই এই পথে ৫৫৮ জনের মৃত্যু হয়েছে। আর গত এক দশকে এই পথে অন্তত ২ হাজার ৮২ জন নিখোঁজ হয়েছেন। এদের মধ্যে ৬৯৩ জনের ডুবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
আইওএমের তথ্যমতে, বর্তমানে ইয়েমেনে প্রায় ৩ লাখ ৮০ হাজার শরণার্থী ও অভিবাসী অবস্থান করছেন।
ইয়েমেন, নৌকা, আফ্রিকা, শরণার্থী, অভিবাসী
যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগালের ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির প্রতিক্রিয়ায় ইসরায়েলের হুঁশিয়ারির জবাবে পাল্টা হুমকি দিল যুক্তরাজ্য। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইয়েভেট কুপার সতর্ক করে বলেন, পশ্চিম তীরের কোনো ভূমি নতুন করে দখল করলে ইসরায়েলের পরিণত হবে ভয়াবহ।
১৭ মিনিট আগেফ্রান্স ও সৌদি আরব আজ সোমবার ফিলিস্তিনে দ্বিরাষ্ট্রীয় সমাধানের পক্ষে সমর্থন জোগাড়ের লক্ষ্যে এক বহুজাতিক সম্মেলনের আয়োজন করছেন। অন্তত কয়েক ডজন দেশের নেতারা এই সম্মেলনে যোগ দেবেন। আশা করা হচ্ছে, এদের মধ্যে বেশ কয়েকজন আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবেন। তবে এই পদক্ষেপের তীব্র...
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প আগামীকাল মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে একদল নির্দিষ্ট আরব ও মুসলিম দেশের নেতার সঙ্গে বৈঠকের পরিকল্পনা করছেন। গাজায় চলমান যুদ্ধ বন্ধের উপায় নিয়ে ওই বৈঠকে আলোচনা হবে বলে বিষয়টি সম্পর্কে অবগত দুই আরব কর্মকর্তা মার্কিন সংবাদমাধ্যম...
২ ঘণ্টা আগেদ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষে সমর্থন জোগাতে বেশ কয়েকটি দেশকে নিয়ে একটি বৈঠক করতে যাচ্ছে সৌদি আরব ও ফ্রান্স। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, আজ সোমবারই নিউইয়র্কে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
৪ ঘণ্টা আগে