Ajker Patrika

ইরানে ‘নৈতিকতা পুলিশের’ হেফাজতে তরুণীর মৃত্যু, সংঘর্ষে নিহত ৫

ইরানে ‘নৈতিকতা পুলিশের’ হেফাজতে তরুণীর মৃত্যু, সংঘর্ষে নিহত ৫

ইরানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ৭৫ জন। দেশটির নৈতিক পুলিশের হাতে নির্যাতনের শিকার হয়ে তরুণী মাশা আমিনির মৃত্যুর প্রতিবাদে অনেকে রাস্তায় নামলে এই সংঘর্ষের ঘটনা ঘটে। ইরানের একাধিক মানবাধিকার গোষ্ঠীর বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

নরওয়েভিত্তিক মানবাধিকার সংগঠন হেনাও অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটস বলেছে, স্থানীয় সময় গতকাল সোমবার ইরানের কুর্দি অধ্যুষিত এলাকায় বিক্ষোভের সময় ইরানি নিরাপত্তা বাহিনীর গুলিতে ৫ জনের মৃত্যু হয়েছে এবং এই সময়ে আরও অন্তত ৭৫ জন গুরুতর আহত হয়েছেন। তবে আহতরা দেশের বিভিন্ন শহরে মারধরের শিকার হন।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের ভারপ্রাপ্ত প্রধান নাদা আল–নাশিফ স্থানীয় সময় আজ মঙ্গলবার এক বিবৃতিতে, মাশা আমিনির মৃত্যুর প্রতিবাদে আয়োজিত বিক্ষোভে ইরানের নিরাপত্তা বাহিনীর সহিংস প্রতিক্রিয়ার কড়া সমালোচনা করেছেন এবং এই বিষয়ে তিনি দেশটিকে সতর্কও করে দিয়েছেন।

তবে, ইরানের রাজধানী তেহরানের গভর্নর মোহসেন মানসুরি বিক্ষোভকারীরা পুলিশের হামলা চালিয়েছে, জনগণের সম্পত্তি ধ্বংস করেছে বলে অভিযোগ করেছেন। গত সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে তিনি এক টুইটে এই অভিযোগ করেন। তিনি বলেন, ‘বিক্ষোভকারীরা তেহরানে বিশৃঙ্খলা তৈরির উদ্দেশ্যেই প্রশিক্ষণপ্রাপ্ত।’

এদিকে, ইরানের পুলিশ মাশা আমিনির মৃত্যুকে ‘অনাকাঙ্ক্ষিত’ বলে আখ্যা দিয়েছে এবং বিক্ষোভকারীদের রাস্তা ছাড়ার আহ্বান জানিয়েছে। তবে বিক্ষোভকারীরা নৈতিকতা পুলিশের অবসান চেয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, এরই মধ্যে নৈতিকতা পুলিশের অবসান চেয়ে দেশটিতে সই সংগ্রহ কর্মসূচি চালু হয়েছে।

উল্লেখ্য, গত সপ্তাহে ইরানের নৈতিকতা পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর তেহরানে মারা যাওয়া ২২ বছরের তরুণী মাশা আমিনির মৃত্যুর পরে দেশটিতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। দেশটির কর্মকর্তারা জানিয়েছিলেন, গত সপ্তাহের মঙ্গলবার গ্রেপ্তার হওয়ার পর মাশা আমিনি ‘হৃদ্‌রোগে’ আক্রান্ত হয়ে কোমায় চলে যান এবং পরে গত শুক্রবার মারা যান। তবে মাশা আমিনির পরিবার বলেছে, তাঁর আগে থেকে হৃদ্‌রোগ ছিল না। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত