অনলাইন ডেস্ক
গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময় চুক্তিকে কেন্দ্র করে উগ্র জাতীয়তাবাদী মিত্রদের হুমকি ও হারেদি বা চরম রক্ষণশীল ইহুদি অংশীদারদের সঙ্গে সেনা নিয়োগ নিয়ে বিরোধ মেটাতে উদ্যোগী হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
গতকাল শনিবার আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম তাদের প্রতিবেদনে বলেছে, নিজের নেতৃত্বাধীন জোট সরকারে ফের দেখা দেওয়া সংকট মোকাবিলায় নেতানিয়াহু একাধিক বৈঠক করছেন; যার লক্ষ্য, জোটের ভেতরকার চাপ ও ভাঙন ঠেকানো।
ইসরায়েলের সম্প্রচার সংস্থা ইসরায়েলি পাবলিক ব্রোডকাস্টিং করপোরেশনের প্রতিবেদনে বলা হয়, নেতানিয়াহু আশঙ্কা করছেন, হামাসের সঙ্গে যদি নতুন করে যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময় চুক্তি হয়, তাহলে জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির আবারও তাঁর উগ্র জাতীয়তাবাদী দলকে সরকার থেকে সরিয়ে নিতে পারেন।
গাজায় ৬৪০ দিনের বেশি সময় ধরে চলা যুদ্ধের পর অবশিষ্ট জিম্মিদের মুক্তি এবং সাময়িকভাবে হলেও সংঘর্ষ বন্ধে হামাসের সঙ্গে যেকোনো চুক্তির ঘোর বিরোধিতা করে আসছেন বেন গভির।
চলতি মাসের শুরুর দিকে তিনি তাঁর কট্টর ডানপন্থী মিত্র অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচকে এ ধরনের চুক্তির বিরোধিতায় সরকারের ভেতরেই জোট গঠনের আহ্বান জানান বলে জানা গেছে।
গাজায় হামাসকে ক্ষমতায় রেখেই যদি কোনো সমঝোতা চুক্তি হয়, তাহলে সরকার ভেঙে দেওয়ার হুমকি দিয়েছেন নেতানিয়াহুর এই দুই কট্টর ডানপন্থী মন্ত্রী। তাঁদের দাবি, এর আগেও তাঁরা একাধিকবার হামাসের সঙ্গে হতে যাওয়া চুক্তি আটকে দিয়েছেন।
চলতি বছরের জানুয়ারিতে ইসরায়েল–হামাসের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর বেন গভির তাঁর দল ওৎজমা ইয়েহুদিতকে জোট সরকার থেকে প্রত্যাহার করেন। তবে দুই মাস পর সংঘর্ষ ফের শুরু হলে দলটি পুনরায় জোটে ফিরে আসে।
এখন দোহায় ৬০ দিনের যুদ্ধবিরতির লক্ষ্যে জোরালো আলোচনা চলাকালে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর আশঙ্কা, বেন গভির ফের জোট সরকার ছেড়ে দিতে পারেন।
গতকাল রাতে এমনটাই জানিয়েছে ইসরায়েলি পাবলিক ব্রোডকাস্টিং করপোরেশন।
বেন গভিরের এই সম্ভাব্য পদত্যাগ যাতে সরকারে অস্থিরতা তৈরি না করে, তা নিশ্চিত করতেই নেতানিয়াহু উগ্র জাতীয়তাবাদী মিত্র ও অংশীদারদের সঙ্গে বৈঠক করছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
জোট সরকারের স্থিতিশীলতা রক্ষায় নেতানিয়াহু গতকাল সন্ধ্যায় বেন গভির ও বেজালেল স্মোত্রিচকে আলোচনার জন্য তলব করেন–এ তথ্য দিয়েছে সম্প্রচার সংস্থাটি।
ধারণা করা হচ্ছে, বেন গভিরকে জোটে রাখার চেষ্টা এবং তিনি পদত্যাগ করলেও স্মোত্রিচ যাতে একই পথে না হাঁটেন, সেই প্রচেষ্টার অংশ হিসেবেই এই বৈঠকের আয়োজন।
ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে ১২০টি আসনের মধ্যে ১৩টি বেন গভিরের ওৎজমা ইয়েহুদিত ও স্মোত্রিচের রিলিজিয়াস জায়নিজম দলের। সেখানে নেতানিয়াহুর জোট সরকারের আসন ৬৭টি।
যদি ওৎজমা ইয়েহুদিত জোট ত্যাগ করে, তাহলে সরকারের সংখ্যাগরিষ্ঠতা থাকলেও তা হবে খুবই সংকীর্ণ। কিন্তু রিলিজিয়াস জায়নিজমও যদি তার সঙ্গে চলে যায়, তাহলে নেতানিয়াহুকে সংখ্যালঘু সরকারের নেতৃত্ব দিতে হতে পারে।
নেতানিয়াহু তাঁর কট্টর ডানপন্থী মিত্রদের পাশে রাখার চেষ্টার খবর এমন সময়ে এসেছে, যখন দোহায় ৬০ দিনের যুদ্ধবিরতি এবং ১৮ জন জিম্মিকে (যাঁদের মধ্যে ১০ জন জীবিত ও ৮ জন মৃত) ইসরায়েলে ফেরত আনার জন্য চলা আলোচনা প্রায় ভেঙে পড়ার মুখে।
আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট সূত্রগুলো টাইমস অব ইসরায়েলকে জানিয়েছে, যুদ্ধবিরতির সময় গাজায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) সেনাদের পুনর্বিন্যাস এবং প্রত্যাহার-সংক্রান্ত ইসরায়েলের দাবির কারণেই এমনটা হয়েছে।
একাধিক সূত্র জানিয়েছে, ইসরায়েল সৈনাদের পুনর্বিন্যাসসংক্রান্ত কিছু দাবিতে শিথিল হয়েছে। তবে ইসরায়েলি সেনাবাহিনীর আংশিক প্রত্যাহার দেখানো নতুন মানচিত্রগুলো হামাসকে সন্তুষ্ট করতে পারেনি।
গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময় চুক্তিকে কেন্দ্র করে উগ্র জাতীয়তাবাদী মিত্রদের হুমকি ও হারেদি বা চরম রক্ষণশীল ইহুদি অংশীদারদের সঙ্গে সেনা নিয়োগ নিয়ে বিরোধ মেটাতে উদ্যোগী হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
গতকাল শনিবার আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম তাদের প্রতিবেদনে বলেছে, নিজের নেতৃত্বাধীন জোট সরকারে ফের দেখা দেওয়া সংকট মোকাবিলায় নেতানিয়াহু একাধিক বৈঠক করছেন; যার লক্ষ্য, জোটের ভেতরকার চাপ ও ভাঙন ঠেকানো।
ইসরায়েলের সম্প্রচার সংস্থা ইসরায়েলি পাবলিক ব্রোডকাস্টিং করপোরেশনের প্রতিবেদনে বলা হয়, নেতানিয়াহু আশঙ্কা করছেন, হামাসের সঙ্গে যদি নতুন করে যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময় চুক্তি হয়, তাহলে জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির আবারও তাঁর উগ্র জাতীয়তাবাদী দলকে সরকার থেকে সরিয়ে নিতে পারেন।
গাজায় ৬৪০ দিনের বেশি সময় ধরে চলা যুদ্ধের পর অবশিষ্ট জিম্মিদের মুক্তি এবং সাময়িকভাবে হলেও সংঘর্ষ বন্ধে হামাসের সঙ্গে যেকোনো চুক্তির ঘোর বিরোধিতা করে আসছেন বেন গভির।
চলতি মাসের শুরুর দিকে তিনি তাঁর কট্টর ডানপন্থী মিত্র অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচকে এ ধরনের চুক্তির বিরোধিতায় সরকারের ভেতরেই জোট গঠনের আহ্বান জানান বলে জানা গেছে।
গাজায় হামাসকে ক্ষমতায় রেখেই যদি কোনো সমঝোতা চুক্তি হয়, তাহলে সরকার ভেঙে দেওয়ার হুমকি দিয়েছেন নেতানিয়াহুর এই দুই কট্টর ডানপন্থী মন্ত্রী। তাঁদের দাবি, এর আগেও তাঁরা একাধিকবার হামাসের সঙ্গে হতে যাওয়া চুক্তি আটকে দিয়েছেন।
চলতি বছরের জানুয়ারিতে ইসরায়েল–হামাসের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর বেন গভির তাঁর দল ওৎজমা ইয়েহুদিতকে জোট সরকার থেকে প্রত্যাহার করেন। তবে দুই মাস পর সংঘর্ষ ফের শুরু হলে দলটি পুনরায় জোটে ফিরে আসে।
এখন দোহায় ৬০ দিনের যুদ্ধবিরতির লক্ষ্যে জোরালো আলোচনা চলাকালে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর আশঙ্কা, বেন গভির ফের জোট সরকার ছেড়ে দিতে পারেন।
গতকাল রাতে এমনটাই জানিয়েছে ইসরায়েলি পাবলিক ব্রোডকাস্টিং করপোরেশন।
বেন গভিরের এই সম্ভাব্য পদত্যাগ যাতে সরকারে অস্থিরতা তৈরি না করে, তা নিশ্চিত করতেই নেতানিয়াহু উগ্র জাতীয়তাবাদী মিত্র ও অংশীদারদের সঙ্গে বৈঠক করছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
জোট সরকারের স্থিতিশীলতা রক্ষায় নেতানিয়াহু গতকাল সন্ধ্যায় বেন গভির ও বেজালেল স্মোত্রিচকে আলোচনার জন্য তলব করেন–এ তথ্য দিয়েছে সম্প্রচার সংস্থাটি।
ধারণা করা হচ্ছে, বেন গভিরকে জোটে রাখার চেষ্টা এবং তিনি পদত্যাগ করলেও স্মোত্রিচ যাতে একই পথে না হাঁটেন, সেই প্রচেষ্টার অংশ হিসেবেই এই বৈঠকের আয়োজন।
ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে ১২০টি আসনের মধ্যে ১৩টি বেন গভিরের ওৎজমা ইয়েহুদিত ও স্মোত্রিচের রিলিজিয়াস জায়নিজম দলের। সেখানে নেতানিয়াহুর জোট সরকারের আসন ৬৭টি।
যদি ওৎজমা ইয়েহুদিত জোট ত্যাগ করে, তাহলে সরকারের সংখ্যাগরিষ্ঠতা থাকলেও তা হবে খুবই সংকীর্ণ। কিন্তু রিলিজিয়াস জায়নিজমও যদি তার সঙ্গে চলে যায়, তাহলে নেতানিয়াহুকে সংখ্যালঘু সরকারের নেতৃত্ব দিতে হতে পারে।
নেতানিয়াহু তাঁর কট্টর ডানপন্থী মিত্রদের পাশে রাখার চেষ্টার খবর এমন সময়ে এসেছে, যখন দোহায় ৬০ দিনের যুদ্ধবিরতি এবং ১৮ জন জিম্মিকে (যাঁদের মধ্যে ১০ জন জীবিত ও ৮ জন মৃত) ইসরায়েলে ফেরত আনার জন্য চলা আলোচনা প্রায় ভেঙে পড়ার মুখে।
আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট সূত্রগুলো টাইমস অব ইসরায়েলকে জানিয়েছে, যুদ্ধবিরতির সময় গাজায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) সেনাদের পুনর্বিন্যাস এবং প্রত্যাহার-সংক্রান্ত ইসরায়েলের দাবির কারণেই এমনটা হয়েছে।
একাধিক সূত্র জানিয়েছে, ইসরায়েল সৈনাদের পুনর্বিন্যাসসংক্রান্ত কিছু দাবিতে শিথিল হয়েছে। তবে ইসরায়েলি সেনাবাহিনীর আংশিক প্রত্যাহার দেখানো নতুন মানচিত্রগুলো হামাসকে সন্তুষ্ট করতে পারেনি।
কেনিয়ার মাই-মাহিউ শহরে ১৩ বছর বয়সী শিশুরাও যৌন বাণিজ্যের শিকার—বিবিসি আফ্রিকা আই-এর গোপন অনুসন্ধানে উঠে এসেছে এমনই এক নির্মম বাস্তবতা। শহরটির অবস্থান একটি ব্যস্ত ট্রানজিট পয়েন্ট। এর ফলে এখানে প্রতিদিন প্রচুর ট্রাক আসা-যাওয়া করে।
৭ মিনিট আগেভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকেই এর জন্য অভিবাসী, বিশেষ করে ভারতীয় সম্প্রদায়ের মানুষকে দায়ী করছেন। একজন মন্তব্য করেন, ‘গুজরাটি, পাঞ্জাবি, গোয়ানিজরা যুক্তরাজ্যের জন্য এক ঝামেলা। ট্রাম্পের উচিত দ্রুত যুক্তরাজ্য দখল করা।’ আরও একজন লিখেছেন, ‘ভারতের সম্মান নষ্ট করার জন্য অন্য দেশের
১ ঘণ্টা আগেপরিবারের অমতে বিয়ে করায় বিয়ের এক বছর পর গুলি করে হত্যা করা হলো এক পাকিস্তানি দম্পতিকে। গতকাল রোববার পাঞ্জাব প্রদেশের রাজনপুর জেলায় এ ঘটনা ঘটেছে। পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের তথ্যমতে, নিহত দুজনের নাম সাকলাইন এবং আয়েশা। হত্যাকারী নিহত আয়েশার ভাই বলে প্রতিবেদনে জানিয়েছে ডন। হত্যাকারীকে আটক করা হয়েছে বলে
৩ ঘণ্টা আগেঝাড়খন্ডের সাবেক মুখ্যমন্ত্রী, আদিবাসী আন্দোলনের অগ্রপথিক এবং ঝাড়খন্ড মুক্তি মোর্চার (জেএমএম) প্রধান শিবু সোরেন মারা গেছেন। বার্ধক্যজনিত অসুস্থতা ও কিডনির জটিলতায় দীর্ঘদিন লড়াইয়ের পর আজ সোমবার সকালে দিল্লির গঙ্গা রাম হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৮১ বছর।
৩ ঘণ্টা আগে