Ajker Patrika

ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহর মিডিয়া প্রধান নিহত

হিজবুল্লাহর মিডিয়া প্রধান মোহাম্মদ আফিফ। ছবি: এএফপি
হিজবুল্লাহর মিডিয়া প্রধান মোহাম্মদ আফিফ। ছবি: এএফপি

ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহ মিডিয়া প্রধান মোহাম্মদ আফিফ নিহত হয়েছেন। আজ রোববার বৈরুতের কেন্দ্রস্থলে রাস আল-নাবা এলাকায় আরব সোশ্যালিস্ট বাথ পার্টির একটি ভবনে হামলা হয়। আরব সোশ্যালিস্ট বাথ পার্টির মহাসচিব আলি হিজাজি আল মায়াদিনকে নিশ্চিত করেছেন, হামলার সময় আফিফ ওই ভবনে ছিলেন।

আল মায়াদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে হিজাজি জানান, এর আগেও মোহাম্মদ আফিফ স্থানীয় ও আঞ্চলিক মিডিয়া প্ল্যাটফর্মে সরাসরি হুমকি পেয়েছিলেন।

তিনি বলেন, ‘যারা ইসরায়েলের অত্যাচারের প্রকৃত সত্য উন্মোচন করে, তাঁরাই তাদের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়। মোহাম্মদ আফিফ ছিলেন এমন একজন। এভাবে হত্যা করে তাঁরা আমাদের প্রতিরোধ আন্দোলনকে দমন করার চেষ্টা করছে।’

তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, ‘আমরা বাঁচি বা না বাঁচি, আমরা যেকোনো মূল্যে তাদের প্রতিরোধ করব।’

হিজাজি জোর দিয়ে বলেন, ‘আফিফ যোদ্ধা নন, একজন গণমাধ্যম কর্মী ছিলেন। তিনি হিজবুল্লাহর কোনো সামরিক ইউনিটের নেতৃত্ব দিতেন না। তিনি আমাদের একটি মিডিয়া ইউনিটের প্রধান ছিলেন।’

আলি হিজাজি জানান, যে ভবনটিতে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয় সেটি বাথ পার্টির মালিকানাধীন ছিল। তবে হামলার সময় ভবনে কোনো বেসামরিক লোক ছিল না। চলমান যুদ্ধের সময় এই ভবনটিতে শুধু দলীয় সভা অনুষ্ঠিত হয়েছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত