Ajker Patrika

ফিলিস্তিনির শরীরে বোমা বেঁধে হামাসের সুড়ঙ্গে পাঠাল ইসরায়েলি সেনারা

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৩, ০০: ১৮
ফিলিস্তিনির শরীরে বোমা বেঁধে হামাসের সুড়ঙ্গে পাঠাল ইসরায়েলি সেনারা

গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনী এক ফিলিস্তিনি বেসামরিক নাগরিককে আটকের পর শরীরে বোমা বেঁধে হামাসের সুড়ঙ্গে জোরপূর্বক পাঠানোর খবর পাওয়া গেছে। মিডল ইস্ট আই এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

হাকিম (৩০) নামের ওই ফিলিস্তিনি মিডল ইস্ট আইকে বলেছেন, সুড়ঙ্গের ভেতর হামাস যোদ্ধাদের খুঁজতে ইসরায়েলি সৈন্যরা তাঁকে মানব ঢাল হিসেবে ব্যবহার করছে।

ওই ফিলিস্তিনি দুদিন আগে ইসরায়েলি সেনাদের কবজা থেকে মুক্তি পান। ইসরায়েলি সেনাদের হাতে আটক ফিলিস্তিনিদের একটি ভিডিও ভাইরাল হয়। ওই ভিডিওতে অন্তর্বাস খুলে ফেলা কয়েক ডজন ফিলিস্তিনি পুরুষের মধ্যে তিনি একজন ছিলেন।

নিরাপত্তার কারণে নিজের পুরো নাম প্রকাশে অনিচ্ছুক হাকিম জানান, এক ইসরায়েলি সৈনিক তাঁকে হামাসের একটি সুড়ঙ্গে নিয়ে যাওয়ার আগে তাঁকে আল্লাহর কাছে পাঠাতে চান বলে মন্তব্য করেছিলেন।

হাকিম বলেন, ‘তিনি (ইসরায়েলি সৈনিক) আমাকে বিস্ফোরক ভরা একটি বেল্ট পরিয়ে দিয়েছিলেন এবং আমার মাথায় একটি ‘গো-প্রো’ ক্যামেরা রেখেছিলেন। শুধু তা-ই নয়, আমার কোমরে দড়ি বেঁধেছিলেন।

এই ফিলিস্তিনির মতে, তারপর তাঁকে সুড়ঙ্গের মধ্যে ঠেলে দেওয়া হয়েছিল এবং ভেতরে কোনো যোদ্ধা আছে কি না, তা দেখতে নির্দেশ দেওয়া হয়েছিল।

তিনি বলেন, ‘আমার মাথার ক্যামেরা ভেতরে কোনো যোদ্ধা দেখালে তাঁরা আমার শরীর বাঁধা বোমা বিস্ফোরণের জন্য প্রস্তুত ছিলেন। আমি সেই মূহূর্তে শতভাগ নিশ্চিত ছিলাম যে আমাকে হত্যা করা হবে, কিন্তু তারপর টানেলের ভেতর কিছুই না পেয়ে তারা আমাকে দড়ি ধরে টেনে বের করে।’

হাকিমের মতে, একটি ১৫ বছর বয়সী এক কিশোর একই আচরণের শিকার হয়েছিল। হাকিমের সঙ্গে আটক ছেলেটি বেঁচে যায় এবং তিন দিন পরে তাকে ছেড়ে দেওয়া হয়। 

মিডল ইস্ট আই এ বিষয়ে জানতে ইসরায়েলি সেনাবাহিনীর কাছে মন্তব্য চেয়েছে। তবে তাৎক্ষণিক কোনো সাড়া পায়নি।

গাজা উপত্যকাজুড়ে সুড়ঙ্গের একটি সুবিশাল নেটওয়ার্ক রয়েছে হামাসের। ইসরায়েলের ধারণা, এসব টানেলে হাজার হাজার হামাস যোদ্ধা লুকিয়ে আছে এবং সেখান থেকে কাজ করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত