আজকের পত্রিকা ডেস্ক
২০১৬ সালে প্যারিসের একটি বিলাসবহুল হোটেলে ভয়াবহ ডাকাতির শিকার হয়েছিলেন মার্কিন টিভি তারকা ও ব্যবসায়ী কিম কারদাশিয়ান। এবার সেই ঘটনার বিচারে ফ্রান্সের আদালতে সাক্ষ্য দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি। ডাকাতির সময় তাঁকে অস্ত্রের মুখে ভয় দেখানো হয়েছিল বলে অভিযোগ রয়েছে। ওই সময় তিনি জানালার বাইরে লাফিয়ে পড়তে চেয়েছিলেন বলেও এক সাক্ষ্যে জানা গেছে।
ডাকাতির সময় কিম কারদাশিয়ানের ব্যক্তিগত স্টাইলিস্ট সিমোন হারুশ হোটেলেই ছিলেন। সাক্ষ্য দিতে গিয়ে প্যারিসের আদালতে তিনি বলেন, ‘আমি ভেবেছিলাম, কিমকে হয়তো ধর্ষণ করা হচ্ছে!’
হারুশ জানান, ওপরের তলা থেকে যখন কিমের চিৎকার শুনতে পান, তখন তিনি নিচের তলায় ঘুমাচ্ছিলেন। কিম চিৎকার করছিলেন, ‘আমার বাচ্চারা আছে, আমি বাঁচতে চাই। সব নিয়ে যাও, আমি বাঁচতে চাই।’
কিম তখন দুই সন্তানের মা ছিলেন।
ডাকাতেরা পুলিশ পরিচয়ে হোটেলে ঢুকে কিমকে বন্দুকের মুখে জিম্মি করে গয়নাগাটি লুটে নেয়। লুটের পরিমাণ ছিল প্রায় ১ কোটি ডলার (১২১ কোটি টাকারও বেশি)। ফরাসি সংবাদমাধ্যম এটিকে ‘শতাব্দীর সবচেয়ে বড় ডাকাতি’ বলে আখ্যা দেয়।
সাক্ষ্যে হারুশ আরও বলেন, ‘আমি টের পেলাম, ভয়াবহ কিছু একটা ঘটছে। আমি বাথরুমে গিয়ে দরজা বন্ধ করে শাওয়ারের মধ্যে লুকিয়ে পড়ি। তখন ভাবছিলাম—এবার হয়তো আমার পালা।’
হারুশের ভাষ্য অনুযায়ী, ডাকাতেরা কিমকে বেঁধে রেখেছিল, তবে যৌন নিপীড়ন করেনি। তিনি বলেন, “আমি কখনো কিমকে এমন অবস্থায় দেখিনি। সে বারবার বলছিল—‘চলো এখান থেকে বের হই, যদি ওরা আবার ফিরে আসে?’ এমনকি সে বলছিল, ‘চলো প্রথম তলার জানালা দিয়ে লাফ দিই।’ ওর মানসিক অবস্থা ভয়াবহ ছিল। ”
ঘটনার পর পুলিশ ২০১৭ সালের জানুয়ারিতে ১০ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিদের বেশির ভাগের বয়স ছিল ৬০-এর ওপরে। তাই তাঁদের ‘গ্র্যান্ডপা রবার্স’ নাম দিয়েছে ফরাসি সংবাদমাধ্যম। এঁদের মধ্যে একজন ছিলেন ৬৮ বছর বয়সী অল্ড ওমার নামে পরিচিত আওমার আইত খেদাচে। তিনি কিমকে বেঁধে রাখার কথা স্বীকার করলেও ডাকাতির মূল পরিকল্পনাকারী হওয়ার অভিযোগ অস্বীকার করেছেন।
আরেক অভিযুক্ত, ৭১ বছর বয়সী ইউনিস আব্বাস ডাকাতির পরে একটি বইও লিখেছেন। ২০২১ সালে প্রকাশিত বইটির নাম বাংলায়—‘আমি কিম কারদাশিয়ানকে অপহরণ করেছি’। তবে আদালতে আব্বাসের আইনজীবী স্বীকার করেছেন, বইটির শিরোনামের কারণে তাঁদের জন্য মামলা পরিচালনা করতে কষ্ট হচ্ছে।
ডাকাতদের কাছ থেকে এখনো বেশির ভাগ গয়নাগাটি উদ্ধার হয়নি। এসবের মধ্যে ছিল, ৩৫ লাখ ইউরো মূল্যের ১৮.৮ ক্যারেটের হিরার এনগেজমেন্ট রিং, যেটি কিমকে দিয়েছিলেন কণ্ঠশিল্পী কানিয়ে ওয়েস্ট। কিম ও ওয়েস্টের চার সন্তান রয়েছে। ২০২১ সালে তাঁরা বিচ্ছেদে যান।
আদালতে সরাসরি নিজের অভিজ্ঞতা বর্ণনা করবেন কিম কারদাশিয়ান। তাঁর আইনজীবীরা বলেছেন, ‘তিনি সাহস ও মর্যাদার সঙ্গে এই মোকাবিলা করতে প্রস্তুত।’
২০১৬ সালে প্যারিসের একটি বিলাসবহুল হোটেলে ভয়াবহ ডাকাতির শিকার হয়েছিলেন মার্কিন টিভি তারকা ও ব্যবসায়ী কিম কারদাশিয়ান। এবার সেই ঘটনার বিচারে ফ্রান্সের আদালতে সাক্ষ্য দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি। ডাকাতির সময় তাঁকে অস্ত্রের মুখে ভয় দেখানো হয়েছিল বলে অভিযোগ রয়েছে। ওই সময় তিনি জানালার বাইরে লাফিয়ে পড়তে চেয়েছিলেন বলেও এক সাক্ষ্যে জানা গেছে।
ডাকাতির সময় কিম কারদাশিয়ানের ব্যক্তিগত স্টাইলিস্ট সিমোন হারুশ হোটেলেই ছিলেন। সাক্ষ্য দিতে গিয়ে প্যারিসের আদালতে তিনি বলেন, ‘আমি ভেবেছিলাম, কিমকে হয়তো ধর্ষণ করা হচ্ছে!’
হারুশ জানান, ওপরের তলা থেকে যখন কিমের চিৎকার শুনতে পান, তখন তিনি নিচের তলায় ঘুমাচ্ছিলেন। কিম চিৎকার করছিলেন, ‘আমার বাচ্চারা আছে, আমি বাঁচতে চাই। সব নিয়ে যাও, আমি বাঁচতে চাই।’
কিম তখন দুই সন্তানের মা ছিলেন।
ডাকাতেরা পুলিশ পরিচয়ে হোটেলে ঢুকে কিমকে বন্দুকের মুখে জিম্মি করে গয়নাগাটি লুটে নেয়। লুটের পরিমাণ ছিল প্রায় ১ কোটি ডলার (১২১ কোটি টাকারও বেশি)। ফরাসি সংবাদমাধ্যম এটিকে ‘শতাব্দীর সবচেয়ে বড় ডাকাতি’ বলে আখ্যা দেয়।
সাক্ষ্যে হারুশ আরও বলেন, ‘আমি টের পেলাম, ভয়াবহ কিছু একটা ঘটছে। আমি বাথরুমে গিয়ে দরজা বন্ধ করে শাওয়ারের মধ্যে লুকিয়ে পড়ি। তখন ভাবছিলাম—এবার হয়তো আমার পালা।’
হারুশের ভাষ্য অনুযায়ী, ডাকাতেরা কিমকে বেঁধে রেখেছিল, তবে যৌন নিপীড়ন করেনি। তিনি বলেন, “আমি কখনো কিমকে এমন অবস্থায় দেখিনি। সে বারবার বলছিল—‘চলো এখান থেকে বের হই, যদি ওরা আবার ফিরে আসে?’ এমনকি সে বলছিল, ‘চলো প্রথম তলার জানালা দিয়ে লাফ দিই।’ ওর মানসিক অবস্থা ভয়াবহ ছিল। ”
ঘটনার পর পুলিশ ২০১৭ সালের জানুয়ারিতে ১০ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিদের বেশির ভাগের বয়স ছিল ৬০-এর ওপরে। তাই তাঁদের ‘গ্র্যান্ডপা রবার্স’ নাম দিয়েছে ফরাসি সংবাদমাধ্যম। এঁদের মধ্যে একজন ছিলেন ৬৮ বছর বয়সী অল্ড ওমার নামে পরিচিত আওমার আইত খেদাচে। তিনি কিমকে বেঁধে রাখার কথা স্বীকার করলেও ডাকাতির মূল পরিকল্পনাকারী হওয়ার অভিযোগ অস্বীকার করেছেন।
আরেক অভিযুক্ত, ৭১ বছর বয়সী ইউনিস আব্বাস ডাকাতির পরে একটি বইও লিখেছেন। ২০২১ সালে প্রকাশিত বইটির নাম বাংলায়—‘আমি কিম কারদাশিয়ানকে অপহরণ করেছি’। তবে আদালতে আব্বাসের আইনজীবী স্বীকার করেছেন, বইটির শিরোনামের কারণে তাঁদের জন্য মামলা পরিচালনা করতে কষ্ট হচ্ছে।
ডাকাতদের কাছ থেকে এখনো বেশির ভাগ গয়নাগাটি উদ্ধার হয়নি। এসবের মধ্যে ছিল, ৩৫ লাখ ইউরো মূল্যের ১৮.৮ ক্যারেটের হিরার এনগেজমেন্ট রিং, যেটি কিমকে দিয়েছিলেন কণ্ঠশিল্পী কানিয়ে ওয়েস্ট। কিম ও ওয়েস্টের চার সন্তান রয়েছে। ২০২১ সালে তাঁরা বিচ্ছেদে যান।
আদালতে সরাসরি নিজের অভিজ্ঞতা বর্ণনা করবেন কিম কারদাশিয়ান। তাঁর আইনজীবীরা বলেছেন, ‘তিনি সাহস ও মর্যাদার সঙ্গে এই মোকাবিলা করতে প্রস্তুত।’
সারা বিশ্ব থেকে মেধাবী পেশাদারদের আকৃষ্ট করতে ভিসা ফি কমানোর প্রস্তাব নিয়ে কাজ করছে ব্রিটেন সরকার। এমনকি কিছু ক্ষেত্রে ভিসা ফি মওকুফ করার কথাও চিন্তা করা হচ্ছে। যখন যুক্তরাষ্ট্র ভিসা ফি বাড়ানোর ঘোষণা দিয়েছে, ঠিক সেই সময়ে যুক্তরাজ্যের এই পদক্ষেপ বেশ আলোচনার জন্ম দিয়েছে।
১১ মিনিট আগে১৭৮৯ সালের বিপ্লবের পর ফ্রান্সে সংবাদপত্র ও তথ্যপ্রবাহ রাজনৈতিক ক্ষমতার অন্যতম হাতিয়ারে পরিণত হয়। যদিও বিপ্লবীরা তখন ‘প্রেসের স্বাধীনতা’-কে অন্যতম বড় অর্জন হিসেবে প্রচার করেছিলেন, তবে বাস্তবে সাংবাদিকতার কোনো প্রকৃত স্বাধীনতা ছিল না। বরং, ক্ষমতাসীনরা সংবাদপত্রকে দমন ও নিয়ন্ত্রণের হাতিয়ার হিসেবে
১ ঘণ্টা আগেরাতভর প্রবল বর্ষণে জলাবদ্ধ হয়ে পড়েছে কলকাতা। টানা পাঁচ থেকে ছয় ঘণ্টা ধরে মুষলধারে বৃষ্টির ফলে পুরো মহানগরী ডুবে গেছে। শহরের রাস্তাঘাটে কোথাও হাঁটু, কোথাও কোমর সমান পানি। এই জলাবদ্ধ অবস্থায় বিদ্যুতায়িত হয়ে প্রাণ হারিয়েছেন চারজন।
২ ঘণ্টা আগেট্রাম্প প্রশাসন ইরানি কূটনীতিকদের যুক্তরাষ্ট্রে অবস্থানকালে কস্টকোসহ বিভিন্ন ‘হোলসেল ক্লাব স্টোর’ থেকে কেনাকাটা ও বিলাস পণ্য কেনার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। গতকাল সোমবার এমনটাই জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট। কেবল তাই নয়, তাদের চলাফেরাও সীমিত করে দেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে