সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দারা রাজধানী আবুধাবির কাছের একটি মরুভূমিতে ১৪০টির বেশি বিড়াল ফেলে এসেছে। এভাবে ঊষর মরুভূমিতে এতগুলো বিড়ালকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার ঘটনা নিয়ে চলছে তীব্র সমালোচনা। আন্তর্জাতিক প্রাণী অধিকার সংস্থাগুলোর সমালোচনার মুখে সরকার তদন্তের ঘোষণা দিয়েছে।
মার্কিন সম্প্রচার মাধ্যম সিএনএনের প্রতিবেদনে উদ্ধারকাজে অংশ নেওয়া আবুধাবির বাসিন্দা চিকু শেরগিলের বরাত দিয়ে বলা হয়েছে, পার্সিয়ানসহ বিদেশি জাতের বেশ কয়েকটি বিড়াল আশ্রয়, খাবার ও পানি ছাড়া মরুভূমিতে ঘুরে বেড়াচ্ছিল। এগুলোকে না খেয়ে মরে যাওয়ার জন্যই এখানে ফেলে যাওয়া হয়েছে।
আবুধাবির একটি আবাসিক এলাকা আল ফালাহতে সরকার পরিচালিত আবুধাবি অ্যানিমেল শেল্টার থেকে চলে যাওয়া মহাসড়কের আশপাশে বিড়ালগুলো ফেলে যাওয়া হয়েছিল। তবে আশ্রয়কেন্দ্রটির কর্তৃপক্ষ সিএনএনকে বলেছে, এ ঘটনা সম্পর্কে তারা কিছু জানেন না। এর বেশি কোনো মন্তব্য করতে রাজি হয়নি কর্তৃপক্ষ।
উদ্ধারকারীরা ৫০টি মৃত বিড়াল পেয়েছে। গত ২৮ সেপ্টেম্বর থেকে ৯৫টি বিড়ালকে জীবিত উদ্ধার করা হয়েছে। একই এলাকা থেকে গোল্ডেন রিট্রিভার জাতের একটি কুকুরও উদ্ধার করা হয়েছে। আর একটি হাস্কি কুকুরকে মৃত অবস্থায় পাওয়া গেছে। কিছু প্রাণীর শরীরে মাইক্রোচিপ লাগানো ছিল। তার মানে এগুলো কোনো রাস্তার বিড়াল বা কুকুর ছিল না।
আবুধাবি শহরে গত সেপ্টেম্বরের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। দিনের বেলায় মরুভূমির তাপমাত্রা আরও বেশি হয়।
আমেরিকার প্রাণী অধিকার সংস্থা পেটার এশিয়ার অঞ্চলের ভাইস–প্রেসিডেন্ট জেসন বেকার এক বিবৃতিতে সিএনএনকে বলেছেন, ‘কেউ এই বিড়ালগুলোকে মরুভূমিতে ফেলে গেছে। ওই ব্যক্তিদের তথ্য দিলে ৫ হাজার ডলার পুরস্কার ঘোষণা করেছে পিপল ফর দ্য এথিক্যাল ট্রিটমেন্ট অব অ্যানিমেলস (পেটা)।
আবুধাবির পৌরসভা ও পরিবহন বিভাগ (ডিএমটি) গত বুধবার বলেছে, তাঁরা এটি তদন্ত করবেন। নাগরিকদের এ বিষয়ে তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি। দায়ী ব্যক্তিদের খুঁজে বের করার ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।
সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দারা রাজধানী আবুধাবির কাছের একটি মরুভূমিতে ১৪০টির বেশি বিড়াল ফেলে এসেছে। এভাবে ঊষর মরুভূমিতে এতগুলো বিড়ালকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার ঘটনা নিয়ে চলছে তীব্র সমালোচনা। আন্তর্জাতিক প্রাণী অধিকার সংস্থাগুলোর সমালোচনার মুখে সরকার তদন্তের ঘোষণা দিয়েছে।
মার্কিন সম্প্রচার মাধ্যম সিএনএনের প্রতিবেদনে উদ্ধারকাজে অংশ নেওয়া আবুধাবির বাসিন্দা চিকু শেরগিলের বরাত দিয়ে বলা হয়েছে, পার্সিয়ানসহ বিদেশি জাতের বেশ কয়েকটি বিড়াল আশ্রয়, খাবার ও পানি ছাড়া মরুভূমিতে ঘুরে বেড়াচ্ছিল। এগুলোকে না খেয়ে মরে যাওয়ার জন্যই এখানে ফেলে যাওয়া হয়েছে।
আবুধাবির একটি আবাসিক এলাকা আল ফালাহতে সরকার পরিচালিত আবুধাবি অ্যানিমেল শেল্টার থেকে চলে যাওয়া মহাসড়কের আশপাশে বিড়ালগুলো ফেলে যাওয়া হয়েছিল। তবে আশ্রয়কেন্দ্রটির কর্তৃপক্ষ সিএনএনকে বলেছে, এ ঘটনা সম্পর্কে তারা কিছু জানেন না। এর বেশি কোনো মন্তব্য করতে রাজি হয়নি কর্তৃপক্ষ।
উদ্ধারকারীরা ৫০টি মৃত বিড়াল পেয়েছে। গত ২৮ সেপ্টেম্বর থেকে ৯৫টি বিড়ালকে জীবিত উদ্ধার করা হয়েছে। একই এলাকা থেকে গোল্ডেন রিট্রিভার জাতের একটি কুকুরও উদ্ধার করা হয়েছে। আর একটি হাস্কি কুকুরকে মৃত অবস্থায় পাওয়া গেছে। কিছু প্রাণীর শরীরে মাইক্রোচিপ লাগানো ছিল। তার মানে এগুলো কোনো রাস্তার বিড়াল বা কুকুর ছিল না।
আবুধাবি শহরে গত সেপ্টেম্বরের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। দিনের বেলায় মরুভূমির তাপমাত্রা আরও বেশি হয়।
আমেরিকার প্রাণী অধিকার সংস্থা পেটার এশিয়ার অঞ্চলের ভাইস–প্রেসিডেন্ট জেসন বেকার এক বিবৃতিতে সিএনএনকে বলেছেন, ‘কেউ এই বিড়ালগুলোকে মরুভূমিতে ফেলে গেছে। ওই ব্যক্তিদের তথ্য দিলে ৫ হাজার ডলার পুরস্কার ঘোষণা করেছে পিপল ফর দ্য এথিক্যাল ট্রিটমেন্ট অব অ্যানিমেলস (পেটা)।
আবুধাবির পৌরসভা ও পরিবহন বিভাগ (ডিএমটি) গত বুধবার বলেছে, তাঁরা এটি তদন্ত করবেন। নাগরিকদের এ বিষয়ে তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি। দায়ী ব্যক্তিদের খুঁজে বের করার ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।
সম্প্রতি কুয়েতের প্রায় ৫০ হাজার মানুষের নাগরিকত্ব বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রথম উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ সউদ আল সাবাহ। আল-কাবাস পত্রিকাকে তিনি জানান, কয়েকটি দেশের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বহু ‘প্রতারক’ শনাক্ত করা হয়েছে।
৪১ মিনিট আগেমিছিলের অগ্রভাগে ছিলেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী; তৃণমূল কংগ্রেসের মহুয়া মৈত্র, সুস্মিতা দেব; সমাজবাদী পার্টির অখিলেশ যাদব; শিবসেনার সঞ্জয় রাউতসহ অন্যান্য দলের শীর্ষ নেতারা। তাঁদের হাতে ‘চুপি চুপি ভোটের কারচুপি?’ লেখা পোস্টার ছিল এবং তাঁরা ‘ভোট চুরি মানছি না, মানব না’ স্লোগান দিচ্ছিলেন।
৪৩ মিনিট আগেভিয়েতনামের কৃষক নুয়েন থি হুয়ং। চিন্তায় ঠিকমতো ঘুমোতে পারছেন না। হাতছাড়া হতে যাচ্ছে তাঁর রুজি-রোজগারের একমাত্র উপায়। তাও আবার তাঁর নিজ দেশে ট্রাম্প পরিবারের সমর্থনে নির্মিত হতে যাওয়া একটি গলফ ক্লাবের জন্য। বিনিময়ে মিলবে মাত্র ৩ হাজার ২০০ মার্কিন ডলার এবং কয়েক মাসের জন্য চাল।
২ ঘণ্টা আগেপারমাণবিক হামলায় বেঁচে যাওয়া ব্যক্তিদের অনেকে ছিলেন অল্পবয়সী নারী, যাঁরা বোমা হামলার সময় গর্ভবতী বা সন্তান ধারণের উপযুক্ত বয়সে ছিলেন। কিন্তু তাঁদের শরীর থেকে সন্তানের শরীরে তেজস্ক্রিয়তা প্রবেশ করতে পারে, এই ভয়ে একপ্রকার ধ্বংসই হয়ে গেছে তাঁদের জীবন। চিকিৎসক, পরিচিতজন, বন্ধুবান্ধব এমনকি পরিবারের...
৩ ঘণ্টা আগে