আজকের পত্রিকা ডেস্ক
গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলায় গতকাল রোববারও প্রাণ হারিয়েছেন অন্তত ৯৫ ফিলিস্তিনি। এর মধ্যে ব্যস্ত একটি বাজার ও একটি পানি সরবরাহ কেন্দ্রে চালানো হামলায় নিহত হয়েছেন বহু মানুষ, যাদের মধ্যে বেশির ভাগই নারী ও শিশু। গাজায় চলমান যুদ্ধের মৃতের সংখ্যা ৫৮ হাজার ছাড়িয়েছে, আহত দেড় লাখ ছুঁইছুঁই।
কাতারি সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গাজা শহরের একটি বাজারে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ১৭ জন নিহত হন। নিহতদের মধ্যে আছেন গাজার খ্যাতনামা চিকিৎসক আহমেদ কান্দিলও। একইদিনে মধ্য গাজার নুসেইরাহ শরণার্থী শিবিরে একটি পানি সংগ্রহ কেন্দ্রে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারান আরও অন্তত ১০ জন। স্বাস্থ্যকর্মীরা জানিয়েছেন, নিহতদের মধ্যে সাতজনই শিশু। তারা পানির জন্য লাইনে দাঁড়িয়েছিল।
নুসেইরাহ হামলার বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর সাফাই—তাদের লক্ষ্য ছিল একজন হামাস, তবে ‘প্রযুক্তিগত ত্রুটির’ কারণে ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট হয়। যদিও তাদের এই বক্তব্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। গাজা শহরের বাজারে হামলা নিয়ে ইসরায়েল এখনো কোনো মন্তব্য করেনি।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮ হাজার ২৬ জনে। আহত হয়েছেন আরও অন্তত ১ লাখ ৩৮ হাজার ৫০০ জন। নিহতদের অর্ধেকেরও বেশি নারী ও শিশু। চলমান অবরোধের কারণে মানবিক বিপর্যয়ে পড়েছে গাজার ২১ লাখ মানুষ। এদিকে, জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনআরডব্লিউএ) তথ্যমতে, অপুষ্টিতে ভুগে নিহত হয়েছে আরও এক শিশু।
নেদারল্যান্ডসের ইউট্রেখট বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ ও সহকারী অধ্যাপক জেসিকা ডরসি বলেন, ‘যুদ্ধের সময় ভুল হতে পারে, তবে গত ২১ মাসে ধারাবাহিকভাবে যে হারে বেসামরিক নাগরিক ক্ষতিগ্রস্ত হয়েছে, তাতে এসব হামলাকে নিছক ‘ভুল’ বলা যায় না। যেসব প্রযুক্তি ইসরায়েলের আছে, তা দিয়ে নিখুঁত হামলা চালানোর কথা, কিন্তু আমরা দেখছি এর উল্টোটা। প্রায়ই তারা ভুল লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে। এটি কেবলই দায়িত্বজ্ঞানহীনতা। এটাই কি তাহলে তাদের রণনীতি?’
গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলায় গতকাল রোববারও প্রাণ হারিয়েছেন অন্তত ৯৫ ফিলিস্তিনি। এর মধ্যে ব্যস্ত একটি বাজার ও একটি পানি সরবরাহ কেন্দ্রে চালানো হামলায় নিহত হয়েছেন বহু মানুষ, যাদের মধ্যে বেশির ভাগই নারী ও শিশু। গাজায় চলমান যুদ্ধের মৃতের সংখ্যা ৫৮ হাজার ছাড়িয়েছে, আহত দেড় লাখ ছুঁইছুঁই।
কাতারি সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গাজা শহরের একটি বাজারে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ১৭ জন নিহত হন। নিহতদের মধ্যে আছেন গাজার খ্যাতনামা চিকিৎসক আহমেদ কান্দিলও। একইদিনে মধ্য গাজার নুসেইরাহ শরণার্থী শিবিরে একটি পানি সংগ্রহ কেন্দ্রে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারান আরও অন্তত ১০ জন। স্বাস্থ্যকর্মীরা জানিয়েছেন, নিহতদের মধ্যে সাতজনই শিশু। তারা পানির জন্য লাইনে দাঁড়িয়েছিল।
নুসেইরাহ হামলার বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর সাফাই—তাদের লক্ষ্য ছিল একজন হামাস, তবে ‘প্রযুক্তিগত ত্রুটির’ কারণে ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট হয়। যদিও তাদের এই বক্তব্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। গাজা শহরের বাজারে হামলা নিয়ে ইসরায়েল এখনো কোনো মন্তব্য করেনি।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮ হাজার ২৬ জনে। আহত হয়েছেন আরও অন্তত ১ লাখ ৩৮ হাজার ৫০০ জন। নিহতদের অর্ধেকেরও বেশি নারী ও শিশু। চলমান অবরোধের কারণে মানবিক বিপর্যয়ে পড়েছে গাজার ২১ লাখ মানুষ। এদিকে, জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনআরডব্লিউএ) তথ্যমতে, অপুষ্টিতে ভুগে নিহত হয়েছে আরও এক শিশু।
নেদারল্যান্ডসের ইউট্রেখট বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ ও সহকারী অধ্যাপক জেসিকা ডরসি বলেন, ‘যুদ্ধের সময় ভুল হতে পারে, তবে গত ২১ মাসে ধারাবাহিকভাবে যে হারে বেসামরিক নাগরিক ক্ষতিগ্রস্ত হয়েছে, তাতে এসব হামলাকে নিছক ‘ভুল’ বলা যায় না। যেসব প্রযুক্তি ইসরায়েলের আছে, তা দিয়ে নিখুঁত হামলা চালানোর কথা, কিন্তু আমরা দেখছি এর উল্টোটা। প্রায়ই তারা ভুল লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে। এটি কেবলই দায়িত্বজ্ঞানহীনতা। এটাই কি তাহলে তাদের রণনীতি?’
ভারতের হিমাচল প্রদেশের বিলাসপুর জেলায় ভূমিধসে চাপা পড়ে একটি বাসের অন্তত ১৫ জন যাত্রী প্রাণ হারিয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে বিলাসপুরের ভিলুগাট এলাকায় ঘুমারউইন-মারোটান রুটে এ দুর্ঘটনা ঘটে। ধসে পড়া কাদামাটি ও পাথরের নিচে আরও অনেকে আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
২ ঘণ্টা আগেগতকাল মঙ্গলবার মস্কো ফরম্যাট কনসালটেশনস অন আফগানিস্তান—শীর্ষক এক আলোচনায় অংশগ্রহণকারীরা কঠোর ভাষায় যৌথ বিবৃতি জারি করেছে। এতে যদিও সরাসরি বাগরামের নাম উল্লেখ করা হয়নি, তবে বলা হয়েছে—‘অংশগ্রহণকারীরা আফগানিস্তান ও পার্শ্ববর্তী দেশে অন্য কোনো দেশের সামরিক অবকাঠামো স্থাপনের চেষ্টা গ্রহণযোগ্য নয় বলে মনে
২ ঘণ্টা আগেমিয়ানমারের চাউং উ টাউনশিপে ঐতিহ্যবাহী থাডিংগিয়ুত উৎসব পালনের সময় প্যারাগ্লাইডার হামলায় অন্তত ২৪ জন নিহত এবং ৪৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন নির্বাসিত ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্টের (এনইউজি) এক মুখপাত্র।
২ ঘণ্টা আগেবাংলাদেশি আলোকচিত্রী ও লেখক শহিদুল আলমকে অপহরণ করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। আজ বুধবার স্থানীয় সময় সকালে ইসরায়েলি নৌবাহিনী তাঁকে কনসেন্স নামে একটি নৌযান থেকে অপহরণ করে নিয়ে যায়। নৌযানটি গাজায় ইসরায়েল আরোপিত অবরোধ ভাঙতে রওনা হওয়া ফ্রিডম ফ্লোটিলার অংশ ছিল।
৩ ঘণ্টা আগে