আজকের পত্রিকা ডেস্ক
ভারতের যুক্তরাষ্ট্রকেন্দ্রিক পররাষ্ট্রনীতিতে এক বিশাল পরিবর্তন এসেছে। অপ্রত্যাশিত এই পরিবর্তনে নয়াদিল্লি চীন ও পাকিস্তানের সঙ্গে সুর মিলিয়ে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের বাগরাম ঘাঁটির নিয়ন্ত্রণ নেওয়ার ইচ্ছার বিরোধিতা করেছে। ভারত এমন এক সময়ে এই অবস্থান ব্যক্ত করল, যখন আফগানিস্তানের তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির নয়াদিল্লি সফরের দিন–তারিখ নির্ধারিত হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আফগানিস্তানের বাগরাম বিমানঘাঁটি দখল নেওয়ার চেষ্টা প্রতিহত করতে তালেবান, পাকিস্তান, চীন ও রাশিয়ার সঙ্গে যুক্ত হয়েছে ভারত।
গতকাল মঙ্গলবার ‘মস্কো ফরম্যাট কনসালটেশনস অন আফগানিস্তান’ শীর্ষক এক আলোচনায় অংশগ্রহণকারীরা কঠোর ভাষায় যৌথ বিবৃতি জারি করেছেন। এতে যদিও সরাসরি বাগরামের নাম উল্লেখ করা হয়নি, তবে বলা হয়েছে—‘অংশগ্রহণকারীরা আফগানিস্তান ও পার্শ্ববর্তী দেশে অন্য কোনো দেশের সামরিক অবকাঠামো স্থাপনের চেষ্টা গ্রহণযোগ্য নয় বলে মনে করেছেন। এটি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার বিরুদ্ধে।’
মস্কোতে অনুষ্ঠিত এ ধরনের সপ্তম সভায় আফগানিস্তান, ভারত, ইরান, কাজাখস্তান, চীন, কিরগিজস্তান, পাকিস্তান, রাশিয়া, তাজিকিস্তান ও উজবেকিস্তানের বিশেষ প্রতিনিধি ও উচ্চপদস্থ কর্মকর্তারা অংশ নেন। অতিথি হিসেবে বেলারুশের একটি প্রতিনিধিদলও উপস্থিত ছিল। বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রথমবারের মতো আফগানিস্তানের প্রতিনিধিদল এ সভায় অংশগ্রহণ করেছে, যার নেতৃত্ব দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি।’
ট্রাম্প দাবি করেছেন যে, আফগানিস্তানের শাসক তালেবানকে পাঁচ বছর আগে যে চুক্তি স্বাক্ষর করেছিলেন, তার পরিপ্রেক্ষিতে বাগরাম বিমানঘাঁটি যুক্তরাষ্ট্রকে হস্তান্তর করতে হবে। ২০০১ সালের পর যুক্তরাষ্ট্রের ‘সন্ত্রাসবিরোধী যুদ্ধ’ পরিচালনায় বাগরাম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
গত ১৮ সেপ্টেম্বর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ‘বাগরাম ফিরে পাওয়ার চেষ্টা করছে। আমরা এটি তালেবানকে বিনা মূল্যে দিয়েছিলাম, এখন আমরা চাই বিমানঘাঁটি ফিরে পাব।’ দুই দিন পরে তিনি ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন, ‘যদি আফগানিস্তান বাগরাম বিমানঘাঁটি যুক্তরাষ্ট্রের কাছে ফেরত না দেয়, ভয়ানক ঘটনা ঘটতে পারে।’ তালেবান অবশ্য ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান করেছে। প্রধান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, ‘আফগানরা কখনোই তাদের ভূমি কাউকে হস্তান্তর করতে দেবে না।’
এবার ভারতের অংশগ্রহণ ট্রাম্পের পরিকল্পনার বিরুদ্ধে একটি বার্তা হিসেবে দেখা হচ্ছে। মুত্তাকির ভারত সফরও হবে ইতিহাসে প্রথমবারের মতো কোনো তালেবান পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফর।
বাগরাম বিমানঘাঁটির দুটি কংক্রিট রানওয়ে রয়েছে, একটি ৩.৬ কিলোমিটার, অন্যটি ৩ কিলোমিটার। কাবুল থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে অবস্থিত এটি। আফগানিস্তানের পাহাড়ি ও দুর্গম ভূখণ্ডে বড় সামরিক বিমান ও অস্ত্রবাহী বিমান ওঠার জন্য খুব কম জায়গা আছে। এ কারণে বাগরাম দেশটির সবচেয়ে বড় বিমানঘাঁটি হিসেবে কৌশলগত গুরুত্ব বহন করে।
মস্কো ফরম্যাটের যৌথ বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘অংশগ্রহণকারীরা আফগানিস্তানকে স্বাধীন, একত্রিত ও শান্তিপূর্ণ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার জন্য অটল সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।’ তাঁরা ‘দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় স্তরে সন্ত্রাসবিরোধী সহযোগিতা জোরদার করার আহ্বান জানিয়েছেন। আফগানিস্তানকে সমর্থন করার মাধ্যমে দ্রুত সময়ে সন্ত্রাসের উচ্ছেদ নিশ্চিত করতে হবে, যাতে আফগান মাটি প্রতিবেশী দেশ ও অন্যান্য দেশের নিরাপত্তার জন্য হুমকির উৎস না হয়। অংশগ্রহণকারীরা বলেছেন, সন্ত্রাস আফগানিস্তান, অঞ্চলের ও বিশ্বব্যাপী নিরাপত্তার জন্য গুরুতর হুমকি।’
বিশ্লেষকেরা বলছেন, ‘আফগান মাটি’ ও ‘পার্শ্ববর্তী দেশের নিরাপত্তা’র উল্লেখ মূলত ভারতের দৃষ্টিকোণ প্রতিফলিত করেছে, যা পাকিস্তানের উদ্দেশে বার্তা হিসেবে নেওয়া যায়। বিবৃতিতে আফগানিস্তানের সঙ্গে আঞ্চলিক দেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের অর্থনৈতিক ও বাণিজ্যিক বিনিময়, বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধির প্রয়োজনীয়তাও উল্লেখ করা হয়েছে। স্বাস্থ্যসেবা, দারিদ্র্যবিমোচন, কৃষি ও দুর্যোগ প্রতিরোধের মতো ক্ষেত্রে আফগানিস্তানের অংশগ্রহণে আঞ্চলিক প্রকল্প উন্নয়নের আগ্রহ প্রকাশ করা হয়েছে, যাতে দেশটি স্বাধীন ও টেকসই উন্নয়ন অর্জন করতে পারে।
মুত্তাকি এ সপ্তাহে ভারতের প্রথম সফরে যাচ্ছেন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ তাঁকে ৯ থেকে ১৬ অক্টোবর পর্যন্ত নয়াদিল্লি সফর করার অনুমতি দিয়েছে। মুত্তাকি তালেবান নেতাদের জন্য প্রযোজ্য নিষিদ্ধ তালিকাভুক্ত হওয়ায় তাঁর এই অনুমতির প্রয়োজন ছিল।
ভারতের যুক্তরাষ্ট্রকেন্দ্রিক পররাষ্ট্রনীতিতে এক বিশাল পরিবর্তন এসেছে। অপ্রত্যাশিত এই পরিবর্তনে নয়াদিল্লি চীন ও পাকিস্তানের সঙ্গে সুর মিলিয়ে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের বাগরাম ঘাঁটির নিয়ন্ত্রণ নেওয়ার ইচ্ছার বিরোধিতা করেছে। ভারত এমন এক সময়ে এই অবস্থান ব্যক্ত করল, যখন আফগানিস্তানের তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির নয়াদিল্লি সফরের দিন–তারিখ নির্ধারিত হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আফগানিস্তানের বাগরাম বিমানঘাঁটি দখল নেওয়ার চেষ্টা প্রতিহত করতে তালেবান, পাকিস্তান, চীন ও রাশিয়ার সঙ্গে যুক্ত হয়েছে ভারত।
গতকাল মঙ্গলবার ‘মস্কো ফরম্যাট কনসালটেশনস অন আফগানিস্তান’ শীর্ষক এক আলোচনায় অংশগ্রহণকারীরা কঠোর ভাষায় যৌথ বিবৃতি জারি করেছেন। এতে যদিও সরাসরি বাগরামের নাম উল্লেখ করা হয়নি, তবে বলা হয়েছে—‘অংশগ্রহণকারীরা আফগানিস্তান ও পার্শ্ববর্তী দেশে অন্য কোনো দেশের সামরিক অবকাঠামো স্থাপনের চেষ্টা গ্রহণযোগ্য নয় বলে মনে করেছেন। এটি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার বিরুদ্ধে।’
মস্কোতে অনুষ্ঠিত এ ধরনের সপ্তম সভায় আফগানিস্তান, ভারত, ইরান, কাজাখস্তান, চীন, কিরগিজস্তান, পাকিস্তান, রাশিয়া, তাজিকিস্তান ও উজবেকিস্তানের বিশেষ প্রতিনিধি ও উচ্চপদস্থ কর্মকর্তারা অংশ নেন। অতিথি হিসেবে বেলারুশের একটি প্রতিনিধিদলও উপস্থিত ছিল। বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রথমবারের মতো আফগানিস্তানের প্রতিনিধিদল এ সভায় অংশগ্রহণ করেছে, যার নেতৃত্ব দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি।’
ট্রাম্প দাবি করেছেন যে, আফগানিস্তানের শাসক তালেবানকে পাঁচ বছর আগে যে চুক্তি স্বাক্ষর করেছিলেন, তার পরিপ্রেক্ষিতে বাগরাম বিমানঘাঁটি যুক্তরাষ্ট্রকে হস্তান্তর করতে হবে। ২০০১ সালের পর যুক্তরাষ্ট্রের ‘সন্ত্রাসবিরোধী যুদ্ধ’ পরিচালনায় বাগরাম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
গত ১৮ সেপ্টেম্বর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ‘বাগরাম ফিরে পাওয়ার চেষ্টা করছে। আমরা এটি তালেবানকে বিনা মূল্যে দিয়েছিলাম, এখন আমরা চাই বিমানঘাঁটি ফিরে পাব।’ দুই দিন পরে তিনি ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন, ‘যদি আফগানিস্তান বাগরাম বিমানঘাঁটি যুক্তরাষ্ট্রের কাছে ফেরত না দেয়, ভয়ানক ঘটনা ঘটতে পারে।’ তালেবান অবশ্য ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান করেছে। প্রধান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, ‘আফগানরা কখনোই তাদের ভূমি কাউকে হস্তান্তর করতে দেবে না।’
এবার ভারতের অংশগ্রহণ ট্রাম্পের পরিকল্পনার বিরুদ্ধে একটি বার্তা হিসেবে দেখা হচ্ছে। মুত্তাকির ভারত সফরও হবে ইতিহাসে প্রথমবারের মতো কোনো তালেবান পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফর।
বাগরাম বিমানঘাঁটির দুটি কংক্রিট রানওয়ে রয়েছে, একটি ৩.৬ কিলোমিটার, অন্যটি ৩ কিলোমিটার। কাবুল থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে অবস্থিত এটি। আফগানিস্তানের পাহাড়ি ও দুর্গম ভূখণ্ডে বড় সামরিক বিমান ও অস্ত্রবাহী বিমান ওঠার জন্য খুব কম জায়গা আছে। এ কারণে বাগরাম দেশটির সবচেয়ে বড় বিমানঘাঁটি হিসেবে কৌশলগত গুরুত্ব বহন করে।
মস্কো ফরম্যাটের যৌথ বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘অংশগ্রহণকারীরা আফগানিস্তানকে স্বাধীন, একত্রিত ও শান্তিপূর্ণ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার জন্য অটল সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।’ তাঁরা ‘দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় স্তরে সন্ত্রাসবিরোধী সহযোগিতা জোরদার করার আহ্বান জানিয়েছেন। আফগানিস্তানকে সমর্থন করার মাধ্যমে দ্রুত সময়ে সন্ত্রাসের উচ্ছেদ নিশ্চিত করতে হবে, যাতে আফগান মাটি প্রতিবেশী দেশ ও অন্যান্য দেশের নিরাপত্তার জন্য হুমকির উৎস না হয়। অংশগ্রহণকারীরা বলেছেন, সন্ত্রাস আফগানিস্তান, অঞ্চলের ও বিশ্বব্যাপী নিরাপত্তার জন্য গুরুতর হুমকি।’
বিশ্লেষকেরা বলছেন, ‘আফগান মাটি’ ও ‘পার্শ্ববর্তী দেশের নিরাপত্তা’র উল্লেখ মূলত ভারতের দৃষ্টিকোণ প্রতিফলিত করেছে, যা পাকিস্তানের উদ্দেশে বার্তা হিসেবে নেওয়া যায়। বিবৃতিতে আফগানিস্তানের সঙ্গে আঞ্চলিক দেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের অর্থনৈতিক ও বাণিজ্যিক বিনিময়, বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধির প্রয়োজনীয়তাও উল্লেখ করা হয়েছে। স্বাস্থ্যসেবা, দারিদ্র্যবিমোচন, কৃষি ও দুর্যোগ প্রতিরোধের মতো ক্ষেত্রে আফগানিস্তানের অংশগ্রহণে আঞ্চলিক প্রকল্প উন্নয়নের আগ্রহ প্রকাশ করা হয়েছে, যাতে দেশটি স্বাধীন ও টেকসই উন্নয়ন অর্জন করতে পারে।
মুত্তাকি এ সপ্তাহে ভারতের প্রথম সফরে যাচ্ছেন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ তাঁকে ৯ থেকে ১৬ অক্টোবর পর্যন্ত নয়াদিল্লি সফর করার অনুমতি দিয়েছে। মুত্তাকি তালেবান নেতাদের জন্য প্রযোজ্য নিষিদ্ধ তালিকাভুক্ত হওয়ায় তাঁর এই অনুমতির প্রয়োজন ছিল।
ভারতের হিমাচল প্রদেশের বিলাসপুর জেলায় ভূমিধসে চাপা পড়ে একটি বাসের অন্তত ১৫ জন যাত্রী প্রাণ হারিয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে বিলাসপুরের ভিলুগাট এলাকায় ঘুমারউইন-মারোটান রুটে এ দুর্ঘটনা ঘটে। ধসে পড়া কাদামাটি ও পাথরের নিচে আরও অনেকে আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
২ ঘণ্টা আগেমিয়ানমারের চাউং উ টাউনশিপে ঐতিহ্যবাহী থাডিংগিয়ুত উৎসব পালনের সময় প্যারাগ্লাইডার হামলায় অন্তত ২৪ জন নিহত এবং ৪৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন নির্বাসিত ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্টের (এনইউজি) এক মুখপাত্র।
২ ঘণ্টা আগেবাংলাদেশি আলোকচিত্রী ও লেখক শহিদুল আলমকে অপহরণ করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। আজ বুধবার স্থানীয় সময় সকালে ইসরায়েলি নৌবাহিনী তাঁকে কনসেন্স নামে একটি নৌযান থেকে অপহরণ করে নিয়ে যায়। নৌযানটি গাজায় ইসরায়েল আরোপিত অবরোধ ভাঙতে রওনা হওয়া ফ্রিডম ফ্লোটিলার অংশ ছিল।
৩ ঘণ্টা আগেযুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আজ বুধবার ভোরে ভারতের মুম্বাইয়ে পৌঁছেছেন। ১২৫ সদস্যের প্রতিনিধি দল নিয়ে তিনি দুদিনের সফরে এসেছেন। দলে রয়েছেন ব্রিটিশ বিভিন্ন প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, শিল্প সংগঠন ও বড় কোম্পানির সিইওরা। মূল লক্ষ্য হলো ভারত-যুক্তরাজ্যের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ককে নতুন
৪ ঘণ্টা আগে