আজকের পত্রিকা ডেস্ক
গাজায় লাখো ফিলিস্তিনিকে অনাহারের দিকে ঠেলে দেওয়ার প্রতিবাদে প্রতীকী অনশন শুরু করেছেন মধ্য ইতালির তাসকান অঞ্চলের সাত শতাধিক চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যসেবাকর্মী। তাঁরা বলছেন, গাজায় গণহত্যা চালিয়ে পুরো জনগোষ্ঠীকে ইচ্ছাকৃতভাবে অনাহারে রেখেছে ইসরায়েলি সরকার।
ইতালীয় পত্রিকা কোরিয়ের ফিওরেনতিনো জানিয়েছে, গত মঙ্গলবার তাসকানজুড়ে ৪০টির বেশি হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্রে অনশন শুরু করেন ওই চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা। গাজার ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে দুপুরের খাবার খাচ্ছেন না তাঁরা।
মিডল ইস্ট মনিটরের প্রতিবেদনে বলা হয়, কর্মসূচি পালনকালে গাজায় ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে প্ল্যাকার্ড হাতে দাঁড়াচ্ছেন অনশনকারীরা। এ সময় গাজার পরিস্থিতিকে ‘কাঠামোগত গণহত্যা ও অনাহার’ হিসেবে উল্লেখ করছেন তাঁরা।
অনশনকারীরা এক বিবৃতিতে বলেছেন, ‘গাজার এই বিপর্যয়ে আমরা চুপ থাকতে পারি না। সেখানে ২১ মাসের যুদ্ধে ৬০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে, যাদের অনেকেই শিশু। এখন সেখানকার মানুষদের অনাহারে মারা হচ্ছে।’
বিবৃতিতে বলা হয়, ইতালির মানবাধিকারকর্মীরা এই উদ্যোগের নেতৃত্ব দিচ্ছেন।
গাজায় ইসরায়েলের আগ্রাসনে কিছু ইউরোপীয় দেশ যে রাজনৈতিক ও সামরিক সমর্থন দিচ্ছে, বিবৃতিতে তার নিন্দা জানানো হয়।
গত ২ মার্চ হামাসের সঙ্গে যুদ্ধবিরতি ও বন্দিবিনিময় নিয়ে হওয়া চুক্তি বাস্তবায়ন করছে না ইসরায়েল। গাজার সীমান্ত বন্ধ রেখেছে জায়নবাদী রাষ্ট্রটি। এর ফলে খাদ্য ও জরুরি পণ্যবোঝাই ট্রাক সীমান্তে আটকে আছে; ভেতরে ঢুকতে পারছে না।
গাজায় লাখো ফিলিস্তিনিকে অনাহারের দিকে ঠেলে দেওয়ার প্রতিবাদে প্রতীকী অনশন শুরু করেছেন মধ্য ইতালির তাসকান অঞ্চলের সাত শতাধিক চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যসেবাকর্মী। তাঁরা বলছেন, গাজায় গণহত্যা চালিয়ে পুরো জনগোষ্ঠীকে ইচ্ছাকৃতভাবে অনাহারে রেখেছে ইসরায়েলি সরকার।
ইতালীয় পত্রিকা কোরিয়ের ফিওরেনতিনো জানিয়েছে, গত মঙ্গলবার তাসকানজুড়ে ৪০টির বেশি হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্রে অনশন শুরু করেন ওই চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা। গাজার ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে দুপুরের খাবার খাচ্ছেন না তাঁরা।
মিডল ইস্ট মনিটরের প্রতিবেদনে বলা হয়, কর্মসূচি পালনকালে গাজায় ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে প্ল্যাকার্ড হাতে দাঁড়াচ্ছেন অনশনকারীরা। এ সময় গাজার পরিস্থিতিকে ‘কাঠামোগত গণহত্যা ও অনাহার’ হিসেবে উল্লেখ করছেন তাঁরা।
অনশনকারীরা এক বিবৃতিতে বলেছেন, ‘গাজার এই বিপর্যয়ে আমরা চুপ থাকতে পারি না। সেখানে ২১ মাসের যুদ্ধে ৬০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে, যাদের অনেকেই শিশু। এখন সেখানকার মানুষদের অনাহারে মারা হচ্ছে।’
বিবৃতিতে বলা হয়, ইতালির মানবাধিকারকর্মীরা এই উদ্যোগের নেতৃত্ব দিচ্ছেন।
গাজায় ইসরায়েলের আগ্রাসনে কিছু ইউরোপীয় দেশ যে রাজনৈতিক ও সামরিক সমর্থন দিচ্ছে, বিবৃতিতে তার নিন্দা জানানো হয়।
গত ২ মার্চ হামাসের সঙ্গে যুদ্ধবিরতি ও বন্দিবিনিময় নিয়ে হওয়া চুক্তি বাস্তবায়ন করছে না ইসরায়েল। গাজার সীমান্ত বন্ধ রেখেছে জায়নবাদী রাষ্ট্রটি। এর ফলে খাদ্য ও জরুরি পণ্যবোঝাই ট্রাক সীমান্তে আটকে আছে; ভেতরে ঢুকতে পারছে না।
যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্টস গার্ড ও ইমিগ্রেশন এজেন্টদের দিয়ে অভিবাসীদের আটক নিয়ে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসনবিরোধী নীতির বিরুদ্ধে ডেমোক্র্যাট নেতৃত্বাধীন অঙ্গরাজ্যগুলোতে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। এসব বিক্ষোভ দমনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘ইনসারেকশন অ্যাক্ট বা
৪ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের কঠিন অভ্যন্তরীণ বিমান পরিবহনের বাজারে যেখানে সস্তা বিমান সংস্থাগুলো টিকে থাকার লড়াই করছে, সেখানে একটি নতুন সংস্থা দ্রুত রাজস্ব বাড়িয়ে নজর কেড়েছে। সংস্থাটির নাম ‘ব্রিজ অ্যাভিয়েশন গ্রুপ ইনক’।
৪ ঘণ্টা আগেবিশ্বজুড়ে আজকাল পাখিদের আচরণে অদ্ভুত পরিবর্তন দেখা যাচ্ছে। এই অস্বাভাবিকতা শুধু তাদের জন্য নয়, মানবজাতির ভবিষ্যতের জন্যও ভয়ংকর সংকেত বহন করছে বলে সতর্ক করছেন বিজ্ঞানীরা। জলবায়ু পরিবর্তনের ফলে পাখিদের অভিবাসনের প্রাকৃতিক ধারা ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে।
৫ ঘণ্টা আগেআগামী ১৪ অক্টোবর ইতালির শহর উদিনের একটি ফুটবল মাঠে বিশ্বকাপ বাছাই পর্বে মুখোমুখি হবে ইতালি ও ইসরায়েল। কিন্তু ম্যাচটিকে ঘিরে এখন নিরাপত্তা ও রাজনৈতিক উত্তেজনা দ্রুত বাড়ছে। মাত্র ৬ হাজার আসনের ওই মাঠটিতে টিকিটধারী দর্শকের চেয়ে মাঠের বাইরে বিক্ষোভকারীর সংখ্যা অনেক বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
৫ ঘণ্টা আগে