আওনি এলদৌস, ১২ বছরের ফিলিস্তিনি কিশোর। ভিডিও গেম নিয়ে মেতে থাকত সে। গত অক্টোবরে ইসরায়েলি বিমান হামলায় চিরদিনের মতো নীরব হয়ে গেছে উচ্ছল কিশোর এলদৌস।
তার মৃত্যুর পরের সপ্তাহগুলোতে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা এলদৌসের একটি স্বপ্ন পূরণে এগিয়ে এসেছে। এলদৌসের স্বপ্ন ছিল তার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার একদিন ১০ লাখের মাইলফলক ছুঁবে। শেষ পর্যন্ত সেটি হয়েছে। এলদৌসের ইউটিউব চ্যানেলের বর্তমান সাবস্ক্রাইবার ১ দশমিক ২৬ মিলিয়ন বা ১২ লাখ ৬০ হাজার।
এলদৌস ছিল রেসিং গেম, শুট’এম আপস এবং ফুটবল সিমসের পাঁড় ভক্ত। গত বছরের আগস্টে সে তার চ্যানেলের সাবস্ক্রাইবার ১ হাজার পৌঁছাতে সাহায্য করার জন্য ভক্ত অনুসারীদের ধন্যবাদ জানিয়ে একটি ভিডিও পোস্ট করে। সেখানে সে তার চূড়ান্ত লক্ষ্যের কথাও সবিস্তারে বলে।
সেই ভিডিওতে এলদৌস বলে, ‘আমি আওনি এলদৌস, গাজার একজন ফিলিস্তিনি। আমার বয়স ১২ বছর। এই চ্যানেলের লক্ষ্য হলো ১ লাখ সাবস্ক্রাইবারে পৌঁছানো এবং ৫ লাখ, এরপর ১০ লাখ। আর আল্লাহর ইচ্ছা আর আপনাদের সমর্থন ও ভালোবাসায় ১০ মিলিয়ন গ্রাহকের কাছে পৌঁছাতে চাই।’
এলদৌসের ইউটিউব চ্যানেলের মন্তব্য বিভাগে অনেকে আন্তরিক সমবেদনা জানিয়ে বার্তা রেখে গেছেন। এলদৌস জীবিত থাকাকালীন তার লক্ষ্য অর্জনে সহায়তা না করার জন্য ক্ষমা চেয়েছেন অনেকে।
অক্টোবরের শুরুতে ইসরায়েল–হামাস যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় ১০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। এর মধ্যে অন্তত ৪ হাজারই শিশু। গাজার শিশুদের নিয়তিই যেন বিমূর্ত হয়ে উঠেছে এলদৌসের এই ঘটনায়। যুদ্ধে গাজার শিশুরা মরে বোমার আঘাতে, বিনা চিকিৎসায়, ক্ষুধা যন্ত্রণায় ছটফট করতে করতে। যুদ্ধ এক সময় ঠিকই থেমে যায়, সীমান্ত দিয়ে সারি সারি ট্রাকে প্রবেশ করে ত্রাণ, কিন্তু তাদের কচি হাত, উজ্জ্বল চোখ তখন কীটের খাদ্য!
আওনি এলদৌস, ১২ বছরের ফিলিস্তিনি কিশোর। ভিডিও গেম নিয়ে মেতে থাকত সে। গত অক্টোবরে ইসরায়েলি বিমান হামলায় চিরদিনের মতো নীরব হয়ে গেছে উচ্ছল কিশোর এলদৌস।
তার মৃত্যুর পরের সপ্তাহগুলোতে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা এলদৌসের একটি স্বপ্ন পূরণে এগিয়ে এসেছে। এলদৌসের স্বপ্ন ছিল তার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার একদিন ১০ লাখের মাইলফলক ছুঁবে। শেষ পর্যন্ত সেটি হয়েছে। এলদৌসের ইউটিউব চ্যানেলের বর্তমান সাবস্ক্রাইবার ১ দশমিক ২৬ মিলিয়ন বা ১২ লাখ ৬০ হাজার।
এলদৌস ছিল রেসিং গেম, শুট’এম আপস এবং ফুটবল সিমসের পাঁড় ভক্ত। গত বছরের আগস্টে সে তার চ্যানেলের সাবস্ক্রাইবার ১ হাজার পৌঁছাতে সাহায্য করার জন্য ভক্ত অনুসারীদের ধন্যবাদ জানিয়ে একটি ভিডিও পোস্ট করে। সেখানে সে তার চূড়ান্ত লক্ষ্যের কথাও সবিস্তারে বলে।
সেই ভিডিওতে এলদৌস বলে, ‘আমি আওনি এলদৌস, গাজার একজন ফিলিস্তিনি। আমার বয়স ১২ বছর। এই চ্যানেলের লক্ষ্য হলো ১ লাখ সাবস্ক্রাইবারে পৌঁছানো এবং ৫ লাখ, এরপর ১০ লাখ। আর আল্লাহর ইচ্ছা আর আপনাদের সমর্থন ও ভালোবাসায় ১০ মিলিয়ন গ্রাহকের কাছে পৌঁছাতে চাই।’
এলদৌসের ইউটিউব চ্যানেলের মন্তব্য বিভাগে অনেকে আন্তরিক সমবেদনা জানিয়ে বার্তা রেখে গেছেন। এলদৌস জীবিত থাকাকালীন তার লক্ষ্য অর্জনে সহায়তা না করার জন্য ক্ষমা চেয়েছেন অনেকে।
অক্টোবরের শুরুতে ইসরায়েল–হামাস যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় ১০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। এর মধ্যে অন্তত ৪ হাজারই শিশু। গাজার শিশুদের নিয়তিই যেন বিমূর্ত হয়ে উঠেছে এলদৌসের এই ঘটনায়। যুদ্ধে গাজার শিশুরা মরে বোমার আঘাতে, বিনা চিকিৎসায়, ক্ষুধা যন্ত্রণায় ছটফট করতে করতে। যুদ্ধ এক সময় ঠিকই থেমে যায়, সীমান্ত দিয়ে সারি সারি ট্রাকে প্রবেশ করে ত্রাণ, কিন্তু তাদের কচি হাত, উজ্জ্বল চোখ তখন কীটের খাদ্য!
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম তিন মাসে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমেছে। এ সময় প্রেসিডেন্ট ট্রাম্প নতুন এক বাণিজ্য কৌশল বাস্তবায়ন করার চেষ্টা করেছেন। তাঁর দাবি, বিশ্বজুড়ে শুল্ক আরোপ করলে যুক্তরাষ্ট্রের অর্থনীতি শক্তিশালী হবে। কিন্তু বিশ্লেষকেরা বলছেন, ট্রাম্পের এমন
১ ঘণ্টা আগেফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর বিশ্বের বিভিন্ন দেশে, বিশেষ করে মুসলিম দেশগুলোতে কোকা-কোলা বর্জনের ঢেউ উঠেছিল। সেই ঢেউয়ের ধাক্কা লেগেছে এবার ইউরোপের দেশ ডেনমার্কেও। দেশটিতে কোকা-কোলা বাজারজাতকারী কোম্পানি কার্লসবার্গ জানিয়েছে, ডেনিশ ভোক্তারা কোকা-কোলা বর্জন করছেন।
৬ ঘণ্টা আগেগাজা যুদ্ধকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে কয়েকগুণ বেড়েছে ইহুদি ও ইসলামবিদ্বেষ। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গঠিত দুটি টাস্কফোর্সের অনুসন্ধানে উঠে এসেছে এ তথ্য।
৬ ঘণ্টা আগেপ্রেমিকের ফোনে অন্য নারীর বার্তা দেখার পর তাঁকে গুলি করে হত্যা করেছেন এক মার্কিন তরুণী। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে। ম্যাডিসন রুকার্ট নামে ২৩ বছরের ওই তরুণী ঘুমের মধ্যেই তাঁর প্রেমিক জোনাথন মিলারকে গুলি করে হত্যা করেন। এই ঘটনায় ম্যাডিসনের ৩৫ বছরের সাজা হয়েছে।
৬ ঘণ্টা আগে