Ajker Patrika

হামাসের বিরুদ্ধে ‘গৃহযুদ্ধ’ চলছে, থামানো যাবে না: বিদ্রোহী নেতা আবু শাবাব

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ০৭ জুলাই ২০২৫, ১৬: ৫৮
আবু শাবাব। ছবি: সংগৃহীত
আবু শাবাব। ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজায় হামাসের বিরুদ্ধে গৃহযুদ্ধ চালাচ্ছে বিদ্রোহী গোষ্ঠী পপুলার ফোর্সেস। ইসরায়েলি সম্প্রচারমাধ্যম কানকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছেন গোষ্ঠীটির নেতা ইয়াসির আবু শাবাব। অভিযোগ আছে, ইসরায়েল এই গোষ্ঠীকে সরাসরি সমর্থন দিচ্ছে।

কানের বরাতে ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্টের খবরে বলা হয়েছে, সাক্ষাৎকারে গাজার রাফাহ এলাকায় হামাসের বিরুদ্ধে সক্রিয়ভাবে কাজ করার কথা স্বীকার করেছেন হামাসবিরোধী ‘পপুলার ফোর্সেসের’ নেতা ইয়াসির আবু শাবাব।

সাক্ষাৎকারে আবু শাবাব বলেন, হামাসের বিরুদ্ধে একটি গৃহযুদ্ধ চলছে, এটি থামানো যাবে না। তিনি দাবি করেন, তাঁর নেতৃত্বাধীন মিলিশিয়ার সদস্যরা কোনো রাজনৈতিক বা সাংগঠনিক মতাদর্শের সঙ্গে যুক্ত নন।

গত মাসে ইসরায়েলের আর্মি রেডিওকে দেওয়া আরেক সাক্ষাৎকারে আবু শাবাব ইসরায়েলের সঙ্গে কাজ করার বিষয়টি অস্বীকার করেন। তবে সেখানে তিনি ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) সঙ্গে তাদের সম্পর্কের কথা নিশ্চিত করেন। সেই সময় তিনি বলেন, ভবিষ্যতে মানবিক সহায়তা বিতরণের মতো বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনীর (আইডিএফ) সঙ্গে সহযোগিতা করতে তিনি আপত্তি করবেন না।

গতকাল রোববার কানকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ‘আমরা হামাসের অত্যাচার ও নির্যাতন নিজেদের গায়ে টের পেয়েছি। এই আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করা আমাদের দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে।’ তিনি আরও বলেন, ‘অন্যায় ও দুর্নীতি দূর করার চিন্তাভাবনা গ্রহণ করা যেকোনো বৈধ শক্তিকে আমরা সমর্থন করি।’

আবু শাবাব জানান, তাঁর দল ‘পপুলার ফোর্সেস’ বিভিন্ন উৎস থেকে লজিস্টিক ও আর্থিক সহায়তা পায়। তবে তিনি নির্দিষ্টভাবে কোনো উৎসের নাম বলেননি। তিনি আরও দাবি করেন, হামাস ক্ষমতা ছাড়ার পর গাজায় নিয়ন্ত্রণ নেবে ‘পপুলার ফোর্সেস।’

কান তাঁকে উদ্ধৃত করে বলেছে, হামাস এটা জানে ও বোঝে, হামাস ধ্বংস হওয়ার পর গাজায় উত্তরাধিকারী হবে পপুলার ফোর্সেস। এ ছাড়া আবু শাবাব বলেন, তাঁর দল ও ফিলিস্তিনি কর্তৃপক্ষের মধ্যে কোনো বিরোধ নেই। তাঁর ভাষায়, ‘কিছু নির্দিষ্ট লক্ষ্য অর্জনের ক্ষেত্রে প্রশাসনিক সমন্বয় রয়েছে, কিন্তু কোনো সামরিক সমন্বয় নেই। পিএ আমাদের সংগঠনকে অস্ত্র বা সহায়তা দেয় না; সমন্বয় শুধু প্রশাসনিক পর্যায়ে।’

এই সাক্ষাৎকারের কয়েক দিন আগে হামাসের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইয়াসির আবু শাবাব ও তাঁর গোষ্ঠীর সদস্যদের আত্মসমর্পণের জন্য ১০ দিনের আলটিমেটাম দেয়। আত্মসমর্পণ না করলে তাঁকে বিচারের মুখোমুখি করার হুঁশিয়ারি দেয় তারা।

হামাসের অভিযোগ, আবু শাবাব ‘রাষ্ট্রদ্রোহিতা’, ‘শত্রুপক্ষের সঙ্গে সহযোগিতা’, ‘সশস্ত্র দল গঠন’ ও ‘বিদ্রোহে’ জড়িত। আলটিমেটাম সম্পর্কে জানতে চাইলে আবু শাবাব বলেন, ‘৭ অক্টোবরে ঘটনা যারা ঘটিয়েছে, তারাই হচ্ছে হামাস। ফিলিস্তিনি জনগণের দুর্ভোগ, বেসামরিক নাগরিকদের ওপর নির্যাতন, নিরপরাধ মানুষ হত্যার জন্য তারাই দায়ী। আগে নিজেদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাক, অন্য কাউকে নয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিনা খরচে টাইফয়েডের টিকা পাবে ১৩ লাখ শিশু, পেতে যা করতে হবে

বাগরামে যুক্তরাষ্ট্রের উপস্থিতি ‘অগ্রহণযোগ্য’, পাকিস্তান–চীনের সঙ্গে এক সুর ভারতের

আমাকে ইসরায়েলের দখলদার বাহিনী অপহরণ করেছে: শহিদুল আলম

ভারতীয়রা ভিসা ছাড় পাবে না, স্বার্থ হাসিলে ‘দুদিনের বাণিজ্য মিশনে’ মুম্বাইয়ে স্টারমার

শহিদুল আলমদের কনসেন্সসহ ফ্রিডম ফ্লোটিলার সব জাহাজ আটকের দাবি ইসরায়েলের

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত