অনলাইন ডেস্ক
উত্তর গাজার শেষ সক্রিয় হাসপাতাল—আল অওদা বন্ধের নির্দেশ দিয়েছে ইসরায়েলি প্রশাসন। এই হাসপাতালটি বন্ধ হয়ে গেলে উত্তর গাজায় কার্যত আর কোনো হাসপাতাল অবশিষ্ট থাকবে না। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, হাসপাতালটিতে এখনো ১৩ জন রোগী চিকিৎসাধীন। স্বাস্থ্যকর্মী, আশ্রিতসহ আল-অওদায় বর্তমানে শতাধিক মানুষ অবস্থান করছে। ইসরায়েলি ঘোষণায় অনিশ্চিত হয়ে পড়েছে তাদের সবার জীবনই। ইসরায়েলের লাগাতার বোমা হামলায় পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে উপত্যকার বেশির ভাগ রাস্তাঘাট। যেকারণে হাসপাতালের সরঞ্জাম অন্য কোথাও স্থানান্তর সম্ভব হচ্ছে না। সব মিলিয়ে রোগী ও স্বাস্থ্যকর্মীদের হাসপাতাল থেকে সরিয়ে নিতে বেশ হিমশিম খাচ্ছেন কর্মকর্তারা।
আজ শুক্রবার তাদের অন্যত্র সরিয়ে নিতে একটি মিশনের পরিকল্পনা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ডব্লিউএইচও বলছে, রাস্তাঘাট চলাচলের অনুপযোগী হওয়ায় হাসপাতালের চিকিৎসা সরঞ্জাম সরিয়ে নেওয়া সম্ভব নয়। আল-অওদা বন্ধ হয়ে যাওয়ায় উত্তর গাজায় আর কোনো কার্যকর হাসপাতাল অবশিষ্ট থাকল না— ফলে সেখানকার মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ জীবনরেখা ছিন্ন হয়ে গেল।
সংস্থাটি হাসপাতালটির সুরক্ষা এবং রোগী ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক সাহায্যের আবেদন জানিয়েছে।
ইসরায়েলের এমন পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। তাদের ভাষ্য— নেতানিয়াহু প্রশাসনের এই পদক্ষেপ গাজার চিকিৎসা খাতের বিরুদ্ধে ‘নিরবচ্ছিন্ন অপরাধ ও লঙ্ঘনের ধারাবাহিকতা’। স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, আল-অওদা ছিল উত্তর গাজায় শেষ সক্রিয় হাসপাতাল। এই হাসপাতাল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত আসে এমন সময়, যখন ইসরায়েল ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার অভিযান অব্যাহত রেখেছে— বৃহস্পতিবার রাতে নতুন করে গাজা শহরের উত্তর ও পূর্বাংশে ব্যাপকসংখ্যক মানুষকে সরে যেতে নির্দেশ দেওয়া হয়।
স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘আন্তর্জাতিক ও মানবিক আইন অনুযায়ী গাজা উপত্যকার স্বাস্থ্যব্যবস্থার সুরক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল পক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।’
স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরুর পর থেকে গাজার বিভিন্ন হাসপাতালে ইসরায়েলি অবরোধ ও বোমাবর্ষণে এখন পর্যন্ত ১ হাজার ৪০০-এর বেশি চিকিৎসাকর্মী, রোগী ও আশ্রয়গ্রহণকারী নিহত হয়েছেন।
উত্তর গাজার শেষ সক্রিয় হাসপাতাল—আল অওদা বন্ধের নির্দেশ দিয়েছে ইসরায়েলি প্রশাসন। এই হাসপাতালটি বন্ধ হয়ে গেলে উত্তর গাজায় কার্যত আর কোনো হাসপাতাল অবশিষ্ট থাকবে না। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, হাসপাতালটিতে এখনো ১৩ জন রোগী চিকিৎসাধীন। স্বাস্থ্যকর্মী, আশ্রিতসহ আল-অওদায় বর্তমানে শতাধিক মানুষ অবস্থান করছে। ইসরায়েলি ঘোষণায় অনিশ্চিত হয়ে পড়েছে তাদের সবার জীবনই। ইসরায়েলের লাগাতার বোমা হামলায় পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে উপত্যকার বেশির ভাগ রাস্তাঘাট। যেকারণে হাসপাতালের সরঞ্জাম অন্য কোথাও স্থানান্তর সম্ভব হচ্ছে না। সব মিলিয়ে রোগী ও স্বাস্থ্যকর্মীদের হাসপাতাল থেকে সরিয়ে নিতে বেশ হিমশিম খাচ্ছেন কর্মকর্তারা।
আজ শুক্রবার তাদের অন্যত্র সরিয়ে নিতে একটি মিশনের পরিকল্পনা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ডব্লিউএইচও বলছে, রাস্তাঘাট চলাচলের অনুপযোগী হওয়ায় হাসপাতালের চিকিৎসা সরঞ্জাম সরিয়ে নেওয়া সম্ভব নয়। আল-অওদা বন্ধ হয়ে যাওয়ায় উত্তর গাজায় আর কোনো কার্যকর হাসপাতাল অবশিষ্ট থাকল না— ফলে সেখানকার মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ জীবনরেখা ছিন্ন হয়ে গেল।
সংস্থাটি হাসপাতালটির সুরক্ষা এবং রোগী ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক সাহায্যের আবেদন জানিয়েছে।
ইসরায়েলের এমন পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। তাদের ভাষ্য— নেতানিয়াহু প্রশাসনের এই পদক্ষেপ গাজার চিকিৎসা খাতের বিরুদ্ধে ‘নিরবচ্ছিন্ন অপরাধ ও লঙ্ঘনের ধারাবাহিকতা’। স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, আল-অওদা ছিল উত্তর গাজায় শেষ সক্রিয় হাসপাতাল। এই হাসপাতাল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত আসে এমন সময়, যখন ইসরায়েল ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার অভিযান অব্যাহত রেখেছে— বৃহস্পতিবার রাতে নতুন করে গাজা শহরের উত্তর ও পূর্বাংশে ব্যাপকসংখ্যক মানুষকে সরে যেতে নির্দেশ দেওয়া হয়।
স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘আন্তর্জাতিক ও মানবিক আইন অনুযায়ী গাজা উপত্যকার স্বাস্থ্যব্যবস্থার সুরক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল পক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।’
স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরুর পর থেকে গাজার বিভিন্ন হাসপাতালে ইসরায়েলি অবরোধ ও বোমাবর্ষণে এখন পর্যন্ত ১ হাজার ৪০০-এর বেশি চিকিৎসাকর্মী, রোগী ও আশ্রয়গ্রহণকারী নিহত হয়েছেন।
ইসরায়েলে ফিলিস্তিনি শ্রমিকদের শূন্যস্থান পূরণে ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত ২০ হাজারের বেশি ভারতীয় শ্রমিক দেশটিতে গেছে। এমনটাই জানিয়েছে ভারত সরকার জানিয়েছে। গাজায় ইসরায়েলের চলমান অভিযানের মধ্যেই এ খবর প্রকাশ্যে এল। এটি আন্তর্জাতিক পরিমণ্ডলে ইসরায়েলের প্রতি চাপ বাড়ার সময় ভারতের গুরুত্বপ
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় একটি ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন। যাঁদের মধ্যে পাঁচজনের অবস্থাই সংকটাপন্ন। গতকাল সোমবার স্থানীয় সময় সকালে পিটসবার্গের কাছে ইউএস স্টিলের ক্লেয়ারটন কারখানায় এ বিস্ফোরণ হয়েছে। নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে।
১ ঘণ্টা আগেমিয়ানমারে রোহিঙ্গা শরণার্থীদের জন্য শান্তি স্থাপন ও মানবিক সহায়তা পৌঁছে দিতে মালয়েশিয়া, বাংলাদেশ ও আঞ্চলিক কয়েকটি দেশ যৌথভাবে একটি প্রতিনিধিদল পাঠাতে যাচ্ছে। আজ মঙ্গলবার দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম শক্তিশালী রাষ্ট্র মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এই ঘোষণা দেন। খবর সিঙ্গাপুরভিত্তিক
১ ঘণ্টা আগেমিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির জান্তা সরকারকে কোনো জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করতে দেবে না স্থানীয় বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। গোষ্ঠীটি জানিয়েছে, মিয়ানমারের পশ্চিমাঞ্চলে অবস্থিত বাংলাদেশ সংলগ্ন এই রাজ্যটিতে নিজেদের নিয়ন্ত্রণাধীন অঞ্চলে চলতি বছরের শেষ দিকে অনুষ্ঠেয় নির্বাচনের কোনো স্বীকৃতি তারা
২ ঘণ্টা আগে